মতলব উত্তরে ১৪টি ইউনিয়নে শ্রমিক দলের কমিটি বিলুপ্ত
Published: 16th, June 2025 GMT
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় সাংগঠনিক নিষ্ক্রিয়তার অভিযোগ এনে ১৪টি ইউনিয়নে জাতীয়তাবাদী শ্রমিক দলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। গতকাল রোববার রাতে উপজেলা শ্রমিক দলের সভাপতি আবদুল মালেক ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন মৃধা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
দলীয় সূত্র জানায়, গত বৃহস্পতিবার উপজেলা শ্রমিক দলের আংশিক কমিটি গঠন করা হয়। এতে আবদুল মালেককে সভাপতি ও নাছির উদ্দিন মৃধাকে সাধারণ সম্পাদক করে ৫ সদস্যের নতুন কমিটি গঠন করা হয়।
উপজেলা শ্রমিক দলের নতুন কমিটি ঘোষণার দুই দিন পর সভাপতি ও সাধারণ সম্পাদক গতকাল রোববার রাতে হঠাৎ করে উপজেলার ১৪টি ইউনিয়নে শ্রমিক দলের কমিটি বিলুপ্তির ঘোষণা দেন।
নাম প্রকাশ না করার শর্তে উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়নে জাতীয়তাবাদী শ্রমিক দলের সদ্য বিলুপ্ত কমিটির এক নেতা অভিযোগ ও ক্ষোভ প্রকাশ করে বলেন, কোনো সভা না করে এবং সাংগঠনিক নিয়ম না মেনে তাঁর ইউনিয়নসহ উপজেলার ১৪টি ইউনিয়নে শ্রমিক দলের কমিটি বিলুপ্ত করা হয়। এতে তিনি ক্ষুব্ধ ও হতাশ। এর প্রভাব পড়বে সংগঠনের ওপর।
তবে উপজেলা শ্রমিক দলের সদ্য দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক নাছির উদ্দিন মৃধা ওই অভিযোগ অস্বীকার করে বলেন, দলের সাংগঠনিক কর্মকাণ্ডকে বেগবান করতেই ১৪টি ইউনিয়নে শ্রমিক দলের কমিটি বিলুপ্ত করা হয়েছে। নিষ্ক্রিয়তার কারণে এসব কমিটি বিলুপ্ত করা হয়। সেখানে অল্প সময়েই নতুন কমিটি করা হবে। সাংগঠনিক নিয়ম মেনে এবং শ্রমিক দলের জেলার নেতাদের জানিয়েই ওই কমিটি বিলুপ্ত করা হয়েছে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ব ল প ত কর দল র স গঠন ক উপজ ল
এছাড়াও পড়ুন:
চাঁদপুরে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
চাঁদপুরের মতলবে ১৪৫ পিস ইয়াবাসহ সাদ্দাম নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৩১ অক্টোবর) মতলব সরকারি কলেজের গেটের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সাদ্দাম চাঁদপুর সদরের বিষ্ণুপুর গ্রামের সিরাজুল ইসলাম প্রধানের ছেলে। মতলব দক্ষিণ থানার ওসি সালেহ আহামদ বিষয়টি নিশ্চিত করেছেন।
আরো পড়ুন:
চট্টগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল পুলিশবাহী বাস, আহত ২০
খাগড়াছড়িতে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
তিনি বলেন, ‘‘১৪৫ পিস ইয়াবা ও নগদ ৮ হাজার ৮০ টাকাসহ মাদক কারবারি সাদ্দামকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়।’’
ঢাকা/অমরেশ/রাজীব