বরগুনায় ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ জনের মৃত্যু, আক্রান্ত ৬৫
Published: 17th, June 2025 GMT
বরগুনায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হয়ে বাদল (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বাদল বরগুনা সদরের হেউলিবুনিয়া গ্রামের বাসিন্দা।
সোমবার (১৬ জুন) রাতে বরগুনা জেনারেল হাসপাতাল থেকে বাড়ি নেওয়ার পথে মারা যান তিনি।
এর আগে সোমবার রাতে বরিশালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জয়নাল নামে এক আনসার সদস্য। জয়নাল বরগুনা সদর উপজেলার ফুলতলা গ্রামের মৃত্যু চান মিয়ার ছেলে।
এ নিয়ে ডেঙ্গুতে জেলায় প্রাণহানির সংখ্যা ১৭। এছাড়া গত ২৪ ঘণ্টায় ৬৫ জন নতুন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে, এ নিয়ে মোট ভর্তি রোগীর সংখ্যা ১৯০৩ জন। তাদের মধ্যে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ২১৪ জন।
বরগুনার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা.
বরগুনার সিভিল সার্জন ডা. আবুল ফাত্তাহ রাইজিংবিডিকে বলেন, “দুই দিন ধরে বৃষ্টি হচ্ছে। ডেঙ্গুর প্রকোপ আরও বাড়তে পারে। জেলা প্রশাসনের সাথে সমন্বয় করে জেলা স্বাস্থ্য প্রশাসন ডেঙ্গু নিধনে চেষ্টা করে যাচ্ছে। তবে, সবাইকে সতর্ক থাকতে হবে, সহযোগিতা করতে হবে। নয়তো আক্রান্ত ও প্রাণহানি দুটিই বাড়তে পারে।”
ঢাকা/ইমরান/এস
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
দুপুরে সংবাদ সম্মেলন ডেকেছে সরকার
অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে সোমবার (৩ নভেম্বর) দুপুরে সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।
আজ দুপুর ১২টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের করবী হলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
রবিবার (২ নভেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়।
শুধু বৈধ নিরাপত্তা পাশধারী স্বীকৃত সাংবাদিকরা এতে অংশ নিতে পারবেন।
প্রেস উইং থেকে স্বীকৃত সাংবাদিকদের সোমবার দুপুর ১২টায় আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।
ঢাকা/নঈমুদ্দীন/ইভা