সীমান্তে ‘টিকটক’ করে জেলহাজতে দুই কলেজছাত্র
Published: 17th, June 2025 GMT
নওগাঁর সাপাহার সীমান্তে কাঁটাতারের বেড়ার পাশে টিকটক ও সেলফি তোলার সময় দুই বাংলাদেশি কলেজছাত্রকে আটক করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত দিলেও সীমান্ত আইন লঙ্ঘনের অভিযোগে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।
আটক দুই ছাত্র হলেন– বদলগাছী উপজেলার ধুলাপাড়া গ্রামের মোহাম্মাদ মিনহাজুল ইসলাম ও পাতকোলা গ্রামের মোহাম্মাদ তালিম আহমেদ সৌরভ। মিনহাজুল নওগাঁ ডিগ্রি কলেজের এবং সৌরভ সাপাহার সরকারি ডিগ্রি কলেজের ছাত্র।
জানা যায়, গত সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে মিনহাজুল ও সৌরভ সাপাহার উপজেলার আইহাই ইউনিয়নের বামনপাড়া সীমান্তের ২৪৬ নম্বর পিলার এলাকায় বেড়াতে যান। এ সময় কাঁটাতারের বেড়াঘেঁষে টিকটক ও সেলফি তুলছিলেন তারা। ভারতের অভ্যন্তরে সন্দেহভাজন প্রবেশের অভিযোগে টহলরত বিএসএফ সদস্যরা তাদের আটক করেন। খবর পেয়ে বামনপাড়া বিওপির নায়েক সুবেদার তালেব ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। পতাকা বৈঠকের মাধ্যমে তাদের বাংলাদেশে ফেরত এনে রাত ১০টার দিকে সাপাহার থানায় হস্তান্তর করা হয়। মঙ্গলবার বিজিবির পক্ষ থেকে তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়।
সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আজিজ জানান, বিজিবির অভিযোগের ভিত্তিতে দুই ছাত্রের বিরুদ্ধে সীমান্ত আইন লঙ্ঘনের অভিযোগে থানায় মামলা হয়েছে। এরপর তাদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
জঙ্গি সন্দেহে কলকাতায় গ্রেপ্তার বাংলাদেশি যুবক
জঙ্গি সন্দেহে কলকাতা পুলিশের বিশেষ টাস্ক ফোর্সের (এসটিএফ) হাতে গ্রেপ্তার হয়েছে এক বাংলাদেশি নাগরিক। মুফতি আবদুল্লাহ আল মাসুদ নামে ওই বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয় পশ্চিমবঙ্গের নদীয়া জেলার গয়েশপুর পুলিশ ফাঁড়ি এলাকা থেকে। এরপর তাকে ফাঁড়িতে নিয়ে এসে দফায় দফায় জিজ্ঞাসাবাদ চলে। বৃহস্পতিবার এই ঘটনাটি ঘটেছে।
ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও ভারত থেকে নিজের দেশে ফিরে যাননি মাসুদ। তিনি অবৈধভাবে পশ্চিমবঙ্গের নদীয়া জেলার কাটাগঞ্জ এলাকায় বসবাস করতেন। সম্প্রতি তার বেশ কিছু কর্মকান্ডে সন্দেহ প্রকাশ করেন স্থানীয় বাসিন্দারা। এর পরই মাসুদকে ইসলামী উগ্রপন্থী বলে দাবি করে পুলিশে অভিযোগ করা হয়। যেহেতু তার ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, তাই পুলিশ তাকে একজন অবৈধ অভিবাসী হিসেবে বিবেচনা করার সিদ্ধান্ত নিয়েছে। ভারতীয় আইনের সংশ্লিষ্ট ধারায় তার বিরুদ্ধে মামলাও দায়ের করা হয়েছে।
বিষয়টি সামনে আসার পরই যথেষ্ট উত্তেজনা ছড়িয়েছে। যদিও এ ব্যাপারে কলকাতা পুলিশের পক্ষে কিছুই জানানো হয়নি।
অন্যদিকে, গত ২৪ ঘন্টায় ভারত বাংলাদেশের দিনাজপুর সীমান্ত ও ভোমরা ঘোজাডাঙা সীমান্তে এলাকায় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন আরো ১১ জন বাংলাদেশি নাগরিক।
পুলিশ ও বিএসএফের যৌথ অভিযানে পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয় এক বাংলাদেশি নাগরিককে। আটককৃতে ওই ব্যক্তির নাম পঞ্চানন পাল। তিনি বাংলাদেশের ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গা থানার বাসিন্দা। ভারতে তিনি পরিচয় বদল করে রূপায়ণ পাল নামে বসবাস করছিলেন বলে অভিযোগ। তার কাছ থেকে বাংলাদেশি পাসপোর্ট ছাড়াও ভারতের আধার কার্ড, ভোটার কার্ড ও এমনকি ভারতীয় পাসপোর্ট পর্যন্ত উদ্ধার হয়েছে।
একইদিনে ভারত থেকে অবৈধ পথে বাংলাদেশে অনুপ্রবেশের সময়ে ঘোজাডাঙ্গা ভোমরা সীমান্তের কাছে সরুপনগর এলাকার তারালি সীমান্ত থেকে বিএসএফের ১৪৩নম্বর ব্যাটালিয়নের হাতে আটক হয়েছেন আরো বাংলাদেশি নাগরিক।
সীমান্তরক্ষী বাহিনী জানিয়েছে আটকের পর তাদের স্বরূপনগর থানার হাতে তুলে দেওয়া হয়েছে। আটককৃতদের মধ্যে রয়েছে তিন শিশু, তিনজন পুরুষ ও চারজন নারী। এর সবাই বাংলাদেশের সাতক্ষীরা এবং খুলনার বাগেরহাটের বাসিন্দা।
সুচরিতা/শাহেদ