আরিফিন শুভ অভিনীত ‘নীলচক্র’ সিনেমাটি চলছে দেশের প্রেক্ষাগৃহে। ছবিটি নিয়ে আলোচনা যেমন আছে, কিছুটা সমালোচনাও চলছে। প্রেক্ষাগৃহে মুক্তির দ্বিতীয় সপ্তাহ শেষের পথে আরিফিন শুভ জানালেন, ‘নীলচক্র’ ছবিতে কেন তিনি কাজ করেছেন এবং শুটিংয়ের সময়ে কোন কোন ধরনের বাজে অভিজ্ঞতার মধ্য দিয়ে তাঁকে যেতে হয়েছে।

দেড় যুগ ধরে বিনোদন অঙ্গনে কাজ করছেন আরিফিন শুভ। বরাবরই ভিন্ন ভিন্ন গল্পে নিজেকে আনার চেষ্টায় থাকেন তিনি। এবারও যেন তার ব্যতিক্রম হয়নি। নিজের ফেসবুক পেজে শুভ লিখেছেন, ‘আসলে সিনেমা তো অনেক ধরনেরই হয়। আমি বরাবরই চেয়েছি ভিন্ন ভিন্ন গল্পে ভিন্ন ভিন্ন চরিত্রের ডাইমেনশন নিয়ে আপনাদের সামনে হাজির হতে। যাতে নির্দিষ্ট কোন গণ্ডিতে বাঁধা পড়ে না যাই, সেই অভিপ্রায় থেকেই “নীলচক্র” সিনেমায় আমার যুক্ত হওয়া। সব ছবি যদি “মিশন এক্সট্রিম”, “ঢাকা অ্যাটাক”, “মুসাফির”, “ছুঁয়ে দিলে মন”–এর মতো হয়, তাহলে আপনারাই বিরক্ত হবেন। “নীলচক্র” আমার আগের করা সিনেমার চেয়ে অনেকটা আলাদা ধাঁচের।’

নীলচক্র.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ন লচক র

এছাড়াও পড়ুন:

দুপুরে সংবাদ সম্মেলন ডে‌কে‌ছে সরকার

অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে সোমবার (৩ নভেম্বর) দুপুরে সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।

আজ দুপুর ১২টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের করবী হলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

রবিবার (২ নভেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়। 

শুধু বৈধ নিরাপত্তা পাশধারী স্বীকৃত সাংবাদিকরা এতে অংশ নিতে পারবেন। 

প্রেস উইং থেকে  স্বীকৃত সাংবাদিকদের সোমবার দুপুর ১২টায় আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

ঢাকা/নঈমুদ্দীন/ইভা 

সম্পর্কিত নিবন্ধ