গুমের সঙ্গে জড়িত ব্যক্তিদের অনেকে এখনো ক্ষমতার আসনে রয়েছেন। অন্যদিকে ভুক্তভোগীদের হুমকি দেওয়া হচ্ছে এবং তাঁরা ভীত। এমন মন্তব্য করেছেন জাতিসংঘের মানবাধিকার পরিষদের গুমবিষয়ক ওয়ার্কিং গ্রুপ অন এনফোর্সড অর ইনভলান্টারি ডিজঅ্যাপিয়ারেন্সের (ডব্লিউজিইআইডি) ভাইস চেয়ার গ্রাজিনা বারানোস্কা।
ঢাকায় সফররত জাতিসংঘের গুমবিষয়ক কমিটির এই সদস্য বলেন, ‘আমরা এখানে বারবার শুনেছি, অনেক অপরাধী এখনো ক্ষমতার আসনে বহাল রয়েছেন। এটাই মূল সমস্যা, অবিলম্বে এ সমস্যার সমাধান করতে হবে।’
বুধবার ‘বাংলাদেশে গুম মোকাবিলায় করণীয়’ শীর্ষক এক আলোচনা সভায় অংশ নিয়ে গ্রাজিনা বারানোস্কা এ কথাগুলো বলেন। রাজধানীর বাংলামোটরে বিশ্বসাহিত্য কেন্দ্রে এ আলোচনার আয়োজন করে বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর কার্যালয় (ইউএনআরসি)।
অনুষ্ঠানে গুমসংক্রান্ত পরিস্থিতি, রাষ্ট্রীয় ভূমিকা এবং সম্ভাব্য প্রতিকার নিয়ে আলোচনা হয়। এতে অংশ নেন জাতিসংঘের দুই প্রতিনিধির বাইরে গুমের ভুক্তভোগী, দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, মানবাধিকারকর্মী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি–পেশার ব্যক্তিরা।
গুমবিষয়ক ওয়ার্কিং গ্রুপ অন এনফোর্সড অর ইনভলান্টারি ডিজঅ্যাপিয়ারেন্সের সদস্য আনা লোরেনা ডেলগাদিলো পেরেজ আলোচনা সভায় বক্তব্য দেন। ঢাকা, ১৮ জুন.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
শেফালি আর দীপ্তিতে নতুন মুম্বাইয়ে নতুন বিশ্ব চ্যাম্পিয়ন ভারত
নাবি মুম্বাই। নয়া মুম্বাই। নতুন সেই মুম্বাইয়ে কাল নতুন বিশ্ব চ্যাম্পিয়ন পেল মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ভারত।
দীপ্তি শর্মার করা ৪৬তম ওভারের তৃতীয় বলে নাদিন ডি ক্লার্কের তোলা ক্যাচটি এক্সট্রা কাভারে ভারত অধিনায়ক হারমানপ্রীত কৌরের হাতে জমা হতেই বিশ্ব চ্যাম্পিয়নের আনন্দে মাতল পুরো ভারত। দক্ষিণ আফ্রিকা ২৪৬ রানে অলআউট, ভারত ৫২ রানে জয়ী।
ভারতের জয়ের উৎসব অবশ্য শুরু হয়ে গিয়েছিল পাঁচ ওভার আগেই। লরা ভলভার্টকে ফিরিয়ে পথের কাঁটা উপড়ে ফেলেই উদ্যাপন শুরু করেছিল ভারতীয়রা। অসাধারণ এক সেঞ্চুরি করে দক্ষিণ আফ্রিকান অধিনায়ক চোখ রাঙাছিলেন ভারতের উৎসব ভন্ডুল করার। কিন্তু সেঞ্চুরি করার পরপরই ক্যাচ তুললেন ভলভার্ট। আর সেই ক্যাচ নিতে গিয়ে আমানজোত কৌর ভারতের প্রায় শত কোটি মানুষের হৃৎস্পন্দন প্রায় থামিয়ে দিয়েছিলেন। একবার নয়, দুবার নয়, তৃতীয়বারের চেষ্টাতেই ক্যাচ নিতে পারেন আমানজোত। এবারও বোলার সেই অফ স্পিনার দীপ্তি শর্মা।
৯৮ বলে ১০১ রান করে ভলভার্ট যখন ফিরলেন দক্ষিণ আফ্রিকার স্কোর ৪১.১ ওভারে ২২০/৭। এরপর শুধু আনুষ্ঠানিকতাই ছেড়েছে ভারত। দীপ্তি আরও ২টি উইকেট নিয়ে পেয়ে গেছেন ৫ উইকেট। আর ভারত হয়ে গেছে চ্যাম্পিয়ন। এর আগে ব্যাট হাতেও ৫৮ বলে ৫৮ রানের দারুণ এক ইনিংস খেলেছেন দীপ্তি।
ব্যাট হাতে ৮৭ রান করা শেফালি বর্মা বল হাতে নিয়েছেন ২ উইকেট