Prothomalo:
2025-09-17@23:55:28 GMT

অনেক অপরাধী ক্ষমতার আসনে

Published: 18th, June 2025 GMT

গুমের সঙ্গে জড়িত ব্যক্তিদের অনেকে এখনো ক্ষমতার আসনে রয়েছেন। অন্যদিকে ভুক্তভোগীদের হুমকি দেওয়া হচ্ছে এবং তাঁরা ভীত। এমন মন্তব্য করেছেন জাতিসংঘের মানবাধিকার পরিষদের গুমবিষয়ক ওয়ার্কিং গ্রুপ অন এনফোর্সড অর ইনভলান্টারি ডিজঅ্যাপিয়ারেন্সের (ডব্লিউজিইআইডি) ভাইস চেয়ার গ্রাজিনা বারানোস্কা।

ঢাকায় সফররত জাতিসংঘের গুমবিষয়ক কমিটির এই সদস্য বলেন, ‘আমরা এখানে বারবার শুনেছি, অনেক অপরাধী এখনো ক্ষমতার আসনে বহাল রয়েছেন। এটাই মূল সমস্যা, অবিলম্বে এ সমস্যার সমাধান করতে হবে।’

বুধবার ‘বাংলাদেশে গুম মোকাবিলায় করণীয়’ শীর্ষক এক আলোচনা সভায় অংশ নিয়ে গ্রাজিনা বারানোস্কা এ কথাগুলো বলেন। রাজধানীর বাংলামোটরে বিশ্বসাহিত্য কেন্দ্রে এ আলোচনার আয়োজন করে বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর কার্যালয় (ইউএনআরসি)।

অনুষ্ঠানে গুমসংক্রান্ত পরিস্থিতি, রাষ্ট্রীয় ভূমিকা এবং সম্ভাব্য প্রতিকার নিয়ে আলোচনা হয়। এতে অংশ নেন জাতিসংঘের দুই প্রতিনিধির বাইরে গুমের ভুক্তভোগী, দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, মানবাধিকারকর্মী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি–পেশার ব্যক্তিরা।

গুমবিষয়ক ওয়ার্কিং গ্রুপ অন এনফোর্সড অর ইনভলান্টারি ডিজঅ্যাপিয়ারেন্সের সদস্য আনা লোরেনা ডেলগাদিলো পেরেজ আলোচনা সভায় বক্তব্য দেন। ঢাকা, ১৮ জুন.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব

বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি

২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।

 তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।

আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।

কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন

সম্পর্কিত নিবন্ধ