ঘুরে বেড়াতে সবারই ভালো লাগে। সেই সময়ে সঙ্গে যদি প্রিয় মানুষটি থাকে তাহলে আনন্দটা দ্বিগুণ হয়ে যায়। শুটিংয়ের প্রয়োজনে দেশের বাইরে প্রায়ই যাওয়া হয়। তবে কোনো শুটিংয়ে নয়, এবার ঈদের ছুটিতে দক্ষিণ এশিয়ার সৌন্দর্যের লীলাভূমি শ্রীলঙ্কায় গিয়েছিলাম ঘুরতে। জল-পাহাড়ে কেটেছে দারুণ কিছু সময়। আমার সঙ্গে ছিলেন স্বামী সনি পোদ্দার। নাশতা করে সকাল সকাল বেরিয়ে পড়েছি দু’জনে। ফিরতে ফিরতে সন্ধ্যা হয়েছে। নিরিবিলি সময় কেটেছে দু’জনের। স্মৃতি রোমন্থন হয়েছে।
সুন্দর জায়গার লোভ সামলাতে পারিনি বলে মুহূর্তগুলো বন্দি করে রাখতে পেশাদার ফটোগ্রাফার দিয়ে নিজেদের ছবিও তুলেছিলাম। হাতে হাত রেখে সনির সঙ্গে এক পা, দু পা, চার পা করে পাশাপাশি কত পথ যে হেঁটেছি, তার ইয়ত্তা নেই। সময় কাটানোর জন্য এত সুন্দর জায়গা দ্বিতীয়টি খুঁজে পাওয়া মুশকিল। ফুলেল নকশার ক্যাজুয়াল স্লিভলেস গাউন, গোলাপি টি শার্টসহ আরও কয়েকটি ড্রেস পরেছিলাম। বেশ কয়েকটি ড্রেস পরিবর্তন করে ছবি তুলেছি। সুন্দর কোনো জায়গায় বেড়াতে গেলে ভক্ত শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে শেয়ার করি সবসময়। যেজন্য এবারও ঘোরাঘুরির বেশ কিছু ছবি শেয়ার করেছি সামাজিক যোগাযোগমাধ্যমে।
এর আগে গিয়েছিলাম দ্বীপদেশটির সমুদ্রসৈকতে। এ ছাড়া দেশটির পাহাড়ি এলাকা আর জলপ্রপাতে ঘুরে বেড়ানোর ছবিও পোস্ট করেছিলাম। এবারের ভ্রমণটি অন্যরকম ছিল।
সবুজে ঘেরা শ্রীলঙ্কার কান্ডালামে লেকঘেঁষা এক রিসোর্টের সুইমিং পুলে জলকেলিতে মেতে উঠেছিলাম। এক পাশে পাহাড়, অন্য পাশে নীল জলরাশি। প্রকৃতির এমন অসাধারণ আবহে নিজেকে যেন হারিয়ে ফেলেছি। পুলে মাথায় টুপি পরে দাঁড়িয়ে ছবি তুলেছি। কোনো প্রিয় জায়গায় গেলে সেখানকার স্থানীয় ফুড আমার চাই-ই চাই। ইতিহাস-ঐতিহ্য জানার চেষ্টা করি। শ্রীলঙ্কার নানারকম সুস্বাদু খাবার খেয়েছি দু’জনে। আরও কিছু জায়গা ঘোরার বাকি আছে। সবকিছু মিলিয়ে অন্যরকম মুগ্ধতা নিয়ে দেশে ফিরতে পারব বলে আশা করছি। শুধু কী দেশের বাইরে ঘুরতে গেলে আনন্দে আত্মহারা হয়ে যাই তা কিন্তু নয়।
দেশের মধ্যে যতগুলো প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত স্থান আছে সেখানেও ঘুরতে ভালো লাগে। কক্সবাজার সমুদ্রসৈকতে অনেকবার যাওয়া হয়েছে। সেখানের সৌন্দর্য আমাকে বেশ টানে। পর্যটনশিল্পকে কেন্দ্র করে এখানে গড়ে উঠেছে অনেক প্রতিষ্ঠান। বেসরকারি উদ্যোগে নির্মিত অনেক হোটেল, বাংলাদেশ পর্যটনকেন্দ্র নির্মিত মোটেল ছাড়াও সৈকতের কাছেই রয়েছে বেশ কয়েকটি পাঁচতারকামানের হোটেল।
এখানে রয়েছে বিশ্বের দীর্ঘতম নিরবচ্ছিন্ন প্রাকৃতিক বালুময় সমুদ্রসৈকত, যা ১২০ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। সাগরের নীল জলরাশি আর ঢেউয়ের গর্জন সঙ্গে হিমেল হাওয়ায় মনোমুগ্ধকর এক পরিবেশ। নৈসর্গিক সৌন্দর্যে ভরা পৃথিবীর দীর্ঘতম সমুদ্রসৈকত এটি। সৃষ্টিকর্তা যেন রূপসী বাংলার সব রূপ ঢেলে দিয়েছে বালুর আঁচলে। প্রতিদিনই অসংখ্য পর্যটক আসেন এখানে। সময় পেলেই ঘুরতে যাই। v
.উৎস: Samakal
কীওয়ার্ড: স ন দর য
এছাড়াও পড়ুন:
৩৭তম বিসিএস পুলিশ ক্যাডার অ্যাসোসিয়েশন'র সভাপতি বাসার ও সম্পাদক মেহেদী
দেশের ৩৭তম বিসিএস পুলিশ ব্যাচের সদস্যদের সমন্বয়ে ৩৭তম বিসিএস পুলিশ ক্যাডার অ্যাসোসিয়েন" এর দুই বছর মেয়াদি কার্য নির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
সর্ব সম্মতিক্রমে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের প্রধান কার্যালয়ে কর্মরত সহকারী পুলিশ সুপার আবুল বাসার মোল্লাকে কমিটির সভাপতি ও নারায়ণগঞ্জ জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (গা-সার্কেল) মো. মেহেদী ইসলামকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
রাজধানির ইস্কাটন রোডস্থ বাংলাদেশ পুলিশ অফিসার্স মেসে ৩৭ তম বিসিএস পুলিশ ব্যাচের সদস্যরা শনিবার এক সভায় মিলিত হয়ে আগামী দুই বছরের জন্য এ কমিটি গঠন করেন।
এছাড়াও কমিটিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সহকারী পুলিশ সুপার শাহ মোস্তফা তারিকুজ্জামান সিনিয়র সহ-সভাপতি, ডিএমপির সহকারী পুলিশ সুপার তৌফিক আহমেদ ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক এবং ডিএমপির সহকারী পুলিশ সুপার হুসাইন মোহাম্মদ ফারাবী সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।
সভায় যেসব সদস্যরা স্বশরীরে উপস্থিত হতে পারেননি তারা ভার্চুয়ালি জুম মিটিং এর মাধ্যমে আলোচনায় যুক্ত হন এবং নির্বাচন প্রক্রিয়ায় এহসান ইমন প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।
কমিটি গঠনের পর নব নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক সহ অন্যান্য সদস্যরা দেশের মুক্তিযুদ্ধ এবং ২০২৪ এর জুলাই আন্দোলনের চেতনাকে ধারণ করে ব্যাচের স্বার্থে ও দেশের প্রয়োজনে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
এছাড়া সভাপতি ও সাধারণ সম্পাদক আগামী দুই সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন বলেও সভায় সিদ্ধান্ত গৃহীত হয়।