দেশে তরুণের সংখ্যা প্রায় পাঁচ কোটি। আর বছরে রক্তের চাহিদা আনুমানিক ১০ লাখ ব্যাগ। পাঁচ কোটি তরুণের মধ্যে অন্তত ২ শতাংশ যদি বছরে একবার রক্ত দেয়, তাহলে বিশ্বের সেরা নিরাপদ রক্ত সরবরাহকারী একটি দেশে রূপান্তরিত হতে পারে বাংলাদেশ। তেমনটা হলে রক্তের অভাবে এ দেশের কোনো মুমূর্ষু রোগীকে মৃত্যুবরণ করতে হবে না।

গতকাল রোববার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলের আইডিইবি মিলনায়তনে স্বেচ্ছাসেবী সংগঠন কোয়ান্টাম ফাউন্ডেশন আয়োজিত তরুণ রক্তদাতা মিলনমেলা ও সম্মাননা অনুষ্ঠানে এ কথা বলেন আলোচকেরা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

‘আমার রক্তে বাঁচুক শত প্রাণ’ স্লোগান নিয়ে তরুণ রক্তদাতাদের ব্যতিক্রমী এই মিলনমেলা ও সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক খন্দকার মোহাম্মদ আশরাফুল মুনিম। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক মুনির হাসান। অনুষ্ঠানে তরুণ স্বেচ্ছা রক্তদাতাদের উত্তরীয় পরিয়ে সম্মাননা জানানো হয়।

তরুণদের সাধুবাদ জানিয়ে প্রধান অতিথি বলেন, সমাজের বিভিন্ন সংকটে তরুণেরাই সবার আগে এগিয়ে আসেন। স্বেচ্ছায় রক্তদানের মতো মহৎ কাজে তরুণদের ভূমিকা অভাবনীয়।

বিশেষ অতিথির বক্তব্যে মুনির হাসান বলেন, ‘কোটি কোটি মানুষ নয়, শুরু করতে হবে এ মুহূর্তে যার সঙ্গে আছি, তার ভালো করার মধ্য দিয়ে। আর দেশের ভালো করতে হলে যার যার নিজের কাজটাই সবচেয়ে ভালোভাবে করতে হবে।’

কোয়ান্টাম ফাউন্ডেশন আয়োজিত তরুণ রক্তদাতা মিলনমেলা ও সম্মাননা অনুষ্ঠানের স্লোগান ছিল ‘আমার রক্তে বাঁচুক শত প্রাণ’.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: অন ষ ঠ ন তর ণ র

এছাড়াও পড়ুন:

দুপুরে সংবাদ সম্মেলন ডে‌কে‌ছে সরকার

অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে সোমবার (৩ নভেম্বর) দুপুরে সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।

আজ দুপুর ১২টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের করবী হলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

রবিবার (২ নভেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়। 

শুধু বৈধ নিরাপত্তা পাশধারী স্বীকৃত সাংবাদিকরা এতে অংশ নিতে পারবেন। 

প্রেস উইং থেকে  স্বীকৃত সাংবাদিকদের সোমবার দুপুর ১২টায় আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

ঢাকা/নঈমুদ্দীন/ইভা 

সম্পর্কিত নিবন্ধ