নতুন কাপড় পরার মুহূর্ত আমাদের মনে আনন্দ বয়ে আনে। ইসলাম এই আনন্দকে আরও অর্থবহ করে তুলেছে একটি সুন্দর নিয়ম ও একটি দোয়ার মাধ্যমে। এই নিয়ম ও দোয়া আল্লাহর প্রতি যেমন কৃতজ্ঞতা প্রকাশ করে, তেমনি আমাদের জীবনেও আনে বরকত।

ইবনে কাসির (রহ.) তাঁর তাফসিরে বলেন, পোশাক আল্লাহর নিয়ামত, যা আমাদের সম্মান ও সৌন্দর্য রক্ষা করে। (তাফসিরে ইবনে কাসির, পৃষ্ঠা ২৮৬৫, দারুস সালাম প্রকাশনী, ২০০১)

নতুন কাপড় পরার সুন্নাহ নিয়ম

ইসলামে নতুন কাপড় পরার সুন্দর নিয়মটি আমরা নবীজি (সা.

)-এর জীবন থেকেই শিখি।

১. শালীন পোশাক: এটি পোশাক পরা সম্পর্কীয় না হলেও পোশাক বাছাই করার ক্ষেত্র খুবই গুরুত্বপূর্ণ। কাপড়টি অবশ্যই শরিয়তের সীমার মধ্যে হতে হবে। পুরুষদের জন্য সিল্ক বা সোনার অলংকার পরা নিষিদ্ধ। এ ছাড়া নারী–পুরুষ উভয়ের নির্দিষ্ট পরিমাণ ‘সতর’ ঢেকে রাখা জরুির।

২. পরিষ্কার করে নেওয়া: পরার আগে কাপড়টি পরিষ্কার ও পবিত্র করে নেওয়া জরুরি। নবীজি (সা.) বলেছেন, ‘পবিত্রতা ইমানের অংশ।’ (সহিহ মুসলিম, হাদিস ২২৩)

কাপড় নতুন হলেও তা ধুয়ে নেওয়া বা পরিষ্কার আছে কি না, তা নিশ্চিত করা উচিত।

৩. ডান দিক গ্রহণ: পরার সময় কাপড়টি ডান দিক থেকে পরা সুন্নত। নবীজি (সা.) বলেছেন, ‘কাপড় পরার সময় তোমরা ডান দিক থেকে পরা শুরু করো এবং খোলো বাঁ দিক থেকে।’ (সুনানে তিরমিজি, হাদিস: ১,৭৬৬)

যেমন, জামা পরলে প্রথমে ডান হাতা পরুন, তারপর বাঁ হাতা। পাজামার বেলায় ডান পা–টি আগে প্রবেশ করান।

৪. কৃতজ্ঞতা প্রকাশ: নতুন কাপড় পরে আল্লাহর শুকরিয়া আদায় করা উচিত। নবীজি (সা.) নতুন কিছু পেলে সব সময় আল্লাহর প্রশংসা করতেন। আলহামদুলিল্লাহ বলতেন।

আরও পড়ুননতুন জামায় ঈদ ২৯ মে ২০২৫নতুন জামার মতো প্রতিটি নেয়ামত আল্লাহর দান। দোয়া পড়ে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি। আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকলে নেয়ামত বৃদ্ধি পায়।নতুন কাপড় পরার দোয়া

নতুন কাপড় পরার সময় নবীজি (সা.) একটি দোয়া পড়তেন। তাই সেই দোয়াটি পড়া সুন্নত। দোয়াটি হলো:

উচ্চারণ: আল্লাহুম্মা লাকাল হামদু আনতা কাসাওতানিহি, আসআলুকা মিন খাইরিহি ওয়া খাইরি মা সুনি’আ লাহু, ওয়া আউজুবিকা মিন শাররিহি ওয়া শাররি মা সুনি’আ লাহু।

অর্থ: হে আল্লাহ, সকল প্রশংসা তোমার জন্য। তুমিই আমাকে এই কাপড় পরিয়েছ। আমি তোমার কাছে এর কল্যাণ এবং যে উদ্দেশ্যে তা তৈরি হয়েছে, তার কল্যাণ প্রার্থনা করি। আর এর অকল্যাণ এবং যে উদ্দেশ্যে তা তৈরি হয়েছে, তার অকল্যাণ থেকে তোমার কাছে আশ্রয় চাই। (সুনানে আবু দাউদ, হাদিস: ৪,০২০)

নিয়ম ও দোয়ার তাৎপর্য

নতুন কাপড় পরার নিয়ম ও দোয়ার পেছনে গভীর তাৎপর্য আছে।

প্রথমত, এটি আমাদের মনে করিয়ে দেয়, নতুন জামার মতো প্রতিটি নেয়ামত আল্লাহর দান। দোয়া পড়ে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি। আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকলে নেয়ামত বৃদ্ধি পায়। (সুরা ইবরাহিম, আয়াত: ৭)

দ্বিতীয়ত, দোয়াটি আমাদের অহংকার থেকে বাঁচায়। নতুন কাপড় পরলে অনেক সময় গর্ববোধ হয়। কিন্তু দোয়া আমাদের মনে করিয়ে দেয়, সবকিছুই আল্লাহর ইচ্ছায়।

তৃতীয়ত, এই দোয়া আমাদের আল্লাহর কাছে কাপড়ের কল্যাণ প্রার্থনা করা হয় এবং যদি কোনো ফিতনার সম্ভাবনা থাকে, তা থেকে আশ্রয় চাওয়া হয়।

আল্লামা শানকিতি (রহ.) বলেন, পোশাক মানুষের সম্মান ও সৌন্দর্যের প্রতীক, তবে এটি আল্লাহর কৃতজ্ঞতা আদায়ের মাধ্যমেই পূর্ণতা পায়। (আদ্বাউল বায়ান ফি ঈযাহিল কোরআন, পৃষ্ঠা ১২৩৪, দারুল কুতুব আল-ইলমিয়া, ২০০৫)।

নিয়ম মেনে নতুন কাপড় পরলে সুন্নাহ পালন হয়। আর দোয়াটিও পড়তে মাত্র কয়েক সেকেন্ড লাগে। কিন্তু এর মাধ্যমে আমরা আল্লাহর সন্তুষ্টি ও বরকত লাভ করতে পারি।

আরও পড়ুনহিজরি নতুন বছর ও মহররম মাসের ফজিলত০৬ আগস্ট ২০২১

উৎস: Prothomalo

কীওয়ার্ড: পর র স স ন দর আল ল হ কল য ণ আম দ র প রক শ

এছাড়াও পড়ুন:

বাজারে আগাম সবজি আসতে দেরি, দাম চড়া

শীতের মৌসুম শুরু হলেও রাজধানীর বাজারে শীতের সবজির সরবরাহ এবার কম। এ কারণে দামও চড়া। বাজারে অধিকাংশ সবজির কেজি ৮০ টাকার বেশি। কিছু সবজির দাম ১০০ টাকার ওপরে।

বছরের এপ্রিল-অক্টোবর সময়টা মূলত গ্রীষ্ম ও বর্ষা মৌসুম। এ সময়ে প্রাণিজ আমিষ, অর্থাৎ মাছ, মাংস ও ডিমের দাম তুলনামূলকভাবে বেড়ে যায়। তাতে সবজির ওপর চাপ বাড়ে। ফলে সবজির সরবরাহ মোটামুটি থাকলেও দাম থাকে চড়া। শীতের আগাম সবজি বাজারে আসতে শুরু করলে দামও কমতে শুরু করে। শীতের আগাম সবজি বাজারে আসতে শুরু করে সেপ্টেম্বর–অক্টোবরে।

বিক্রেতারা বলছেন, এ বছর শীতের আগাম সবজি আসতে তুলনামূলক বেশি সময় লাগছে। এ কারণে দীর্ঘ সময় ধরে বাজারে চড়া দামে সবজি বিক্রি হচ্ছে। তবে গত কয়েক দিনে রাজধানীর বিভিন্ন বাজারে ফুলকপি, শিমসহ শীতের আগাম কিছু সবজি আসতে শুরু করেছে। এতে এসব সবজির দামও কেজিতে ১০ থেকে ২০ টাকা কমেছে। বিক্রেতারা বলছেন, অক্টোবরের শুরুতেই আগাম শীতের সবজি বাজারে আসার কথা। কিন্তু এবার বেশ দেরিতেই এসব সবজি বাজারে এসেছে।

দেশে সবজির অন্যতম উৎপাদনস্থল যশোর। যশোরের সদর উপজেলার নোঙরপুর গ্রামের কৃষক বদরুল আলম এ বছর ৪০ শতক জমিতে আগাম মুলা চাষ করেছেন। ইতিমধ্যে ২৫ শতক জমির মুলা তিনি বিক্রি করেছেন। তিনি জানান, আবহাওয়াগত কারণে এবার আগাম সবজি একটু দেরিতে চাষ হয়েছে। এ জন্য খেত থেকে সবজি তুলতেও দেরি হয়।

এ বছর একটা লম্বা সময় ধরে বিভিন্ন অঞ্চলে টানা বৃষ্টি হয়েছে। ফলে বৃষ্টির সময়ে কেউ আগাম সবজি চাষের ঝুঁকি নেননি। এ কারণে আগাম শীতকালীন সবজি অক্টোবরের শেষে বাজারে আসা শুরু হয়েছে।আবু নোমান ফারুক আহম্মেদ, অধ্যাপক, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়

বাংলাদেশ কাঁচামাল আড়ত মালিক সমিতির সভাপতি ইমরান মাস্টার বলেন, এ বছর সেপ্টেম্বর-অক্টোবর মাসে দেশের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টি হয়েছে। এ কারণে অনেক কৃষক ওই সময়ে আগাম সবজি চাষ করতে পারেননি। চাষাবাদ শুরু করতে দেরি হওয়ায় সবজি পেতেও দেরি হয়েছে। এতে বাজারেও প্রভাব পড়েছে।

কী বলছেন বিশেষজ্ঞরা

কৃষিবিশেষজ্ঞরা বলছেন, চলতি বছর আগাম সবজি চাষে দেরি হওয়ার পেছনে সেপ্টেম্বর-অক্টোবরের টানা বৃষ্টির একটি ভূমিকা ছিল। মূলত জলবায়ু পরিবর্তনের কারণে এ সময়ে হঠাৎ টানা বৃষ্টি হয়। সামনের বছরগুলোতেও এমন পরিস্থিতি আসতে পারে বলে সতর্ক করেছেন তাঁরা।

এ বছর সেপ্টেম্বর-অক্টোবর মাসে দেশের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টি হয়েছে। এ কারণে অনেক কৃষক ওই সময়ে আগাম সবজি চাষ করতে পারেননি। চাষাবাদ শুরু করতে দেরি হওয়ায় সবজি পেতেও দেরি হয়েছে। ইমরান মাস্টার, সভাপতি, কাঁচামাল আড়ত মালিক সমিতি

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবু নোমান ফারুক আহম্মেদ জানান, দেশে ফসল উৎপাদন মূলত প্রকৃতিনির্ভর চাষাবাদ পদ্ধতিতে এবং খোলা মাঠে হয়। এ ক্ষেত্রে বৃষ্টি একটি গুরুত্বপূর্ণ বিষয়। তবে গত কয়েক বছরে দেশে বৃষ্টির ধরন পরিবর্তন হয়ে গেছে। কখনো খুব বেশি বৃষ্টি হয়, কখনো কম। এ বছর একটা লম্বা সময় ধরে বিভিন্ন অঞ্চলে টানা বৃষ্টি হয়েছে। ফলে বৃষ্টির সময়ে কেউ আগাম সবজি চাষের ঝুঁকি নেননি। এ কারণে অন্যান্য সময় যেখানে সেপ্টেম্বর-অক্টোবরে আগাম শীতকালীন সবজি বাজারে চলে আসে, সেখানে এবার তা অক্টোবরের শেষে আসা শুরু হয়েছে। এটিই বাজারে সবজির দাম না কমার অন্যতম কারণ।

ভিন্ন দাবি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর অতিবৃষ্টির কারণে দুই দফায় সবজির ক্ষতি হয়। এর মধ্যে গত আগস্টে প্রায় ১৮ দিনের বৃষ্টিতে ৩৫১ হেক্টর জমির এবং সেপ্টেম্বরে ১৫ দিনে ১২৪ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়। সংস্থাটির কর্মকর্তাদের দাবি, চলতি বছর শীতের আগাম সবজি আসতে উল্লেখ করার মতো দেরি হয়নি। স্থানভেদে কোথাও কয়েক দিন দেরিতে চাষ শুরু হয়েছে। তবে সেটি সার্বিক চিত্র নয়।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সরেজমিন উইংয়ের পরিচালক মো. ওবায়দুর রহমান মণ্ডল বলেন, ‘আগাম সবজির সরবরাহ কম, এটি ব্যবসায়ীদের সাধারণ কথা। আমাদের তথ্য বলছে, শীতের আগাম সবজি ইতিমধ্যে বাজারে চলে এসেছে। দেশের সব বাজারেই এখন শীতের আগাম সবজি পাওয়া যায়। দামও সহনীয় হয়ে এসেছে। আগাম সবজি যদি কম থাকত, তাহলে দাম আরও চড়া থাকার কথা ছিল।’

বৃষ্টির কারণে সবজি আসতে দেরি হয়েছে কি না—এ প্রসঙ্গে ওবায়দুর রহমান বলেন,সারা দেশে একসঙ্গে টানা বৃষ্টি হয়নি। শুধু কুড়িগ্রাম, গাইবান্ধাসহ রংপুরের কয়েকটি জেলা এবং চট্টগ্রামের কিছু জেলার নিচু এলাকায় অতিবৃষ্টির প্রভাব পড়েছিল। এ ছাড়া বগুড়া, যশোর অঞ্চলে বৃষ্টির তেমন প্রভাব পড়েনি।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আরও জানিয়েছে, চলতি বছর শীতকালে (রবি মৌসুম) প্রায় ৬ লাখ ৩৫ হাজার হেক্টর জমিতে সবজি আবাদের লক্ষ্যমাত্রা অনুমান করেছে তারা। এর মধ্যে ১ লাখ ২৯ হাজার হেক্টরের বেশি জমিতে আগাম সবজি চাষ হয়েছে। যেসব জমিতে আগাম সবজি চাষ হয়েছে, সেখানে আবার সবজি চাষ হবে। গত বছর শীত মৌসুমে সব মিলিয়ে ৬ লাখ ৪২ হাজার হেক্টরে সবজি চাষ হয়েছিল।

করণীয় কী

বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তন, বৃষ্টির অস্বাভাবিকতা ও লবণাক্ততা বৃদ্ধির ফলে কৃষিতে নতুন চ্যালেঞ্জ তৈরি হচ্ছে। এ সত্যকে মেনে নিতে হবে। এ পরিস্থিতিতে আধুনিক প্রযুক্তির চাষাবাদ বাড়াতে হবে। বিশেষ করে এক ফসলি জমিকে দুই বা তিন ফসলি করা এবং নতুন প্রযুক্তি ব্যবহার করে উৎপাদনশীলতা বাড়ানো জরুরি।

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবু নোমান ফারুক আহম্মেদ জানান, জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে খাদ্যের চাহিদা মেটাতে কৃষিতে প্রযুক্তিনির্ভর অভিযোজনের বিকল্প নেই। কম খরচে পলিথিনের শেড তৈরি করে সবজি চাষ করা সম্ভব, যা বৃষ্টি বা তাপমাত্রার পরিবর্তনে তেমন প্রভাবিত হয় না। পাতাজাতীয় শাকসবজি, মরিচ, টমেটো, বেগুন ও শসার মতো ফসল এতে সহজে উৎপাদন করা যায়। উৎপাদন স্থিতিশীল থাকলে সবজির সরবরাহ ঠিক থাকবে, কৃষকেরাও ভালো দাম পাবেন।

সম্পর্কিত নিবন্ধ