আইফোনের পর্দার ওপরের দিকে হঠাৎ করে কালো গোল দাগ দেখা যাওয়ার অভিযোগ করেছেন বেশ কয়েকজন ব্যবহারকারী। আকারে ছোট কালো দাগটি স্থায়ীভাবে দেখা যাওয়ায় অনেকেই দাগটিকে ‘ব্ল্যাক ডট অব ডেথ’ নামকরণ করেছেন।

জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ‘রেডিট’-এ একজন ব্যবহারকারী প্রথম এ সমস্যার কথা জানান। তিনি অভিযোগ করেন, আইওএস ১৮.

৫ সংস্করণে চলা আইফোন ১৫–এর পর্দার ওপরের দিকে কালো গোল দাগ দেখা যাচ্ছে। দাগটি স্থায়ী হলেও পর্দার স্ক্রিনশটে দেখা যায় না। আর তাই তিনি অন্য একটি ফোন দিয়ে দাগের ছবি তুলেছেন। এরপর একাধিক আইফোন ব্যবহারকারী জানান, তাঁরাও একই ধরনের সমস্যার মুখোমুখি হয়েছেন। এক ব্যবহারকারী জানান, আইফোন ১৬ প্রো মডেলেও একই সমস্যা হয়েছিল। সমস্যা সমাধানে শেষ পর্যন্ত আইফোনের পর্দা পরিবর্তন করতে হয়েছে। আরেকজন লিখেছেন, ‘আমার ফোনে দাগটি ছিল ব্যাটারির আইকনের পাশে, ওপরের ডান কোণে।’

আইফোনের পর্দায় হঠাৎ করে কালো গোল দাগ দেখা যাওয়ার কারণ এখনো অজানা। তবে অনেকেরই ধারণা, এটি সম্ভবত আইফোনের হার্ডওয়্যারজনিত ত্রুটি। ওএলইডি পর্দা ক্ষতিগ্রস্ত হওয়ায় পর্দার ওই স্থানের পিক্সেল নষ্ট হয়ে গেছে। ফলে ধীরে ধীরে দাগটি বড় হতে পারে এবং একপর্যায়ে আইফোনের পুরো পর্দা বদলাতে হতে পারে।

পর্দায় কালো গোল দাগের কারণ না জানালেও আইফোন ব্যবহারকারীদের বেশ কিছু নির্দেশনা দিয়েছে অ্যাপল। প্রতিষ্ঠানটির নির্দেশনায় বলা হয়েছে, পর্দার সমস্যা সমাধানে আইফোন বন্ধ করার সময় ভলিউম বোতামের যেকোনো অংশ এবং পাশের বোতাম একসঙ্গে চেপে পাওয়ার বন্ধ করে পর্দা ভালোভাবে পরিষ্কার করতে হবে। এরপর আইফোন থেকে ইউএসবি সি বা লাইটনিং সংযোগ বিচ্ছিন্ন করে পর্দা পরখ করতে হবে। সংযোগ বিচ্ছিন্ন করার পরও যদি আইফোনের পর্দা সচল থাকে, তাহলে অন্য সকেট, তার বা চার্জার ব্যবহার করতে হবে। প্রয়োজনে কেস বা স্ক্রিন প্রটেক্টর খুলে আইফোনের পর্দা পরখ করতে হবে, কারণ সেগুলোর কারণেও পর্দার কার্যকারিতা নষ্ট হতে পারে।

সূত্র: ডেইলি মেইল

উৎস: Prothomalo

কীওয়ার্ড: আইফ ন র প পর দ র সমস য

এছাড়াও পড়ুন:

জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বিচ্ছেদের ঘোষণা দিলেন অভিনেত্রীর স্বামী

ভারতীয় বাংলা টিভি সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী সুস্মিতা রায়ের সংসার ভেঙে গেছে। মঙ্গলবার (১ জুলাই) এ অভিনেত্রীর জন্মদিন। বিশেষ দিনে সুস্মিতাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন তার স্বামী সব্যসাচী চক্রবর্তী। 

ফেসবুক পোস্টে সুস্মিতাকে প্রথমে জন্মদিনের শুভেচ্ছা জানান সব্যসাচী। এরপর তিনি লেখেন, “ভালো থাক। বড় হ আরো। জন্মদিনে আমার শেষতম শুভেচ্ছায় অনেক ভালো থাকিস। নতুন অধ্যায় ভালো হোক। আমরা আলাদা হচ্ছি। কিছু জিনিস দুই তরফে মিলল না, মন খারাপ দুই তরফেই। সেটা কাটিয়েই এগিয়ে যাওয়া হোক!” 

সবাইকে সমালোচনা বন্ধ করার অনুরোধ জানিয়ে সব্যসাচী লেখেন, “বাকিদের চর্চা, আলোচনা দয়া করে এখানেই শেষ হোক। আপনাদের কাছ থেকে দুই তরফেই গলাগলি আশা করছি, গালাগালি নয়। এরপর আপনাদের যা ইচ্ছে। এই পোস্ট দু তরফের সম্মতিক্রমে, আলোচনা করে। আপনারা এবার প্লিজ আলোচনা থামিয়ে দিন। আমাদের দু জনেরই আলাদা করে অনেক কিছু করার বাকি আছে। প্লিজ।” 

আরো পড়ুন:

দাম্পত্য জীবনের এক বছর, স্বামীকে অর্ষার খোলা চিঠি

‘নাটকটি দেখে চোখের পানি ধরে রাখা সম্ভব না’

পরে এ বিষয়ে ভারতীয় একটি গণমাধ্যমে সুস্মিতা রায় বলেন, “এটা নিয়ে আসলে একদম আলোচনা করতে চাই না। সব্যসাচী এবং আমি দুজনে মিলে যে পোস্ট করেছি ওইটুকুই সকলকে বলতে চাই। আমি কারো দিকে আঙুল তোলা বা কোনো কাদা ছোড়াছুড়ি হোক চাই না। আমার কারো প্রতি কোনো অভিযোগ নেই। কাউকে দোষারোপও করব না। এটা সম্মিলিত একটা সিদ্ধান্ত। দুজন দুজনের এই সিদ্ধান্তকে সম্মান জানাই।” 

‘কৃষ্ণকলি’ ধারাবাহিক নাটকে শ্যামার বৌদির চরিত্রে অভিনয় করে দর্শক হৃদয়ে জায়গা করে নেন সুস্মিতা। এরপর ‘জগদ্ধাত্রী’ ধারাবাহিকে তার অভিনয় সকলের নজর কাড়ে।

ঢাকা/শান্ত

সম্পর্কিত নিবন্ধ

  • পরিবারের খোঁজে ৪৮ বছর পর চুনারুঘাটে
  • ধানমন্ডির ৩২ নম্বর বাড়ি নিয়ে প্রশ্ন, পরীক্ষা বাতিল
  • দশ বছরে ওয়ানডেতে সবচেয়ে বাজে অবস্থা বাংলাদেশের
  • ছেলেরা তার বাবার রক্ত দেখেছে: কারিনা
  • মা-ভাইয়ের সঙ্গে বিরোধে স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে আত্মহত্যা
  • যুবলীগ নেতাকে ধরতে ভবন ঘেরাও, ফোনে বললেন—‘আমি অনেক দূরে’
  • জন্মদিনে শুভেচ্ছার সঙ্গে অভিনেত্রী পেলেন বিচ্ছেদের চিঠি
  • সাইকেল থেকে পড়ে স্মৃতিশক্তি হারিয়ে ফেলেন কাজল, এরপর...
  • জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বিচ্ছেদের ঘোষণা দিলেন অভিনেত্রীর স্বামী