‘বাহুবলি’ তারকা প্রভাসকে নিয়ে পরিচালক মারুতি নির্মাণ করছেন ‘দ্য রাজা সাব’। এ সিনেমার মাধ্যমে হরর-কমেডি জগতে প্রবেশ করতে যাচ্ছেন দক্ষিণী সিনেমার এই তারকা। কয়েক দিন আগে সিনেমাটির টিজার প্রকাশ্যে এনেছেন নির্মাতারা।

‘দ্য রাজা সাব’ সিনেমায় একটি আইটেম গান রাখার পরিকল্পনা করেছেন নির্মাতারা। গুঞ্জন উড়ছে, এই আইটেম গানে দেখা যাবে বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খানকে।  

সিয়াসাত ডটকমের তথ্য অনুসারে, প্রভাসকে নিয়ে বড় পরিসরে বিশেষ একটি গানের কাজ করছেন নির্মাতারা। সংগীত পরিচালক থম্যান গানটি তৈরি করছেন। এর আগে নির্মাতারা আইটেম গানটির জন্য ‘লেডি সুপারস্টার’ নয়নতারার সঙ্গে যোগাযোগ করেছিলেন। কিন্তু এই প্রস্তাব তিনি প্রত্যাখ্যান করেছেন বলে জানা গেছে।

আরো পড়ুন:

প্রেমের গুঞ্জন উসকে দিলেন কার্তিক-শ্রীলীলা

অভিনয়ে মোহনলালের কন্যা

এখন নির্মাতারা গানটির জন্য কারিনা কাপুর খানের সঙ্গে আলোচনা করছেন। তাকে মোটা অঙ্কের পারিশ্রমিক দেওয়ারও প্রস্তাব দেওয়া হয়েছে। কারিনা কাপুর রাজি হলে এটি হবে তেলেগু আইটেম গানে তার প্রথম উপস্থিতি।

‘দ্য রাজা সাব’ সিনেমায় প্রভাসের সহশিল্পী হিসেবে রয়েছেন— নিধি আগরওয়াল, মালবিকা মোহানান, সঞ্জয় দত্ত, বোমান ইরানি, জারিনা ওয়াহাব। আগামী ৫ ডিসেম্বর তামিল, তেলেগু, কন্নড়, মালয়ালম ও হিন্দি ভাষায় সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

এক দশক আগেও টানা আইটেম গানে পারফর্ম করে ঝড়ে তুলেছিলেন কারিনা কাপুর খান। ‘হিরোইন’ সিনেমার ‘হালকাত জওয়ানি’, ‘ব্রাদার্স’ সিনেমার ‘মেরা নাম মেরি’, ‘দাবাং টু’ সিনেমার ‘ফেভিকল সে’ শিরোনামের আইটেম গানে কারিনার পারফরম্যান্স এখনো দর্শক মনে রেখেছেন। কিন্তু তারপর আইটেম গানে পারফর্ম করা থেকে সরে আসেন এই অভিনেত্রী। ফের আইটেম গানে নাচবেন কি না তা সময়ই কথা বলবে!

বর্তমানে চলচ্চিত্রেও খুব একটা দেখা যায় না কারিনা কাপুর খানকে। প্রতি বছর একটি বা দুটো সিনেমায় কাজ করে থাকেন তিনি। বাকি সময় স্বামী-সন্তানদের সঙ্গে কাটান কারিনা।

ঢাকা/শান্ত

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর র আইট ম গ ন করছ ন

এছাড়াও পড়ুন:

অজিতের পারিশ্রমিক ২৪১ কোটি টাকা!

ভারতের তামিল সিনেমার জনপ্রিয় অভিনেতা অজিত কুমার। ভক্তদের কাছে তিনি থালা অজিত নামেই পরিচিত। গত ১০ এপ্রিল মুক্তি পায় তার অভিনীত ‘গুড ব্যাড আগলি’ সিনেমা। মুক্তির পর বক্স অফিসে বেশ সাড়া ফেলেছিল এটি। এরই মাঝে গুঞ্জন উড়ছে, পারিশ্রমিক বাড়াতে যাচ্ছেন অজিত।

পিঙ্কভিলা এক প্রতিবেদনে জানিয়েছে, অজিত কুমারের পরবর্তী সিনেমা ‘একে৬৪’। এখনো সিনেমাটির নাম চূড়ান্ত হয়নি। গুঞ্জন অনুযায়ী, এ সিনেমার জন্য অজিত কুমার তার পারিশ্রমিক ১৫০ কোটি রুপি থেকে বাড়িয়ে ১৭৫ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ২০৭-২৪১ কোটি টাকার বেশি) করতে পারেন। 

আরো পড়ুন:

মুক্তির আগেই কত টাকা আয় করল ‘কানতারা টু’?

আমি খুব কেঁদেছিলাম: মোহিনী

অজিত কুমার মনে করেন—‘সাধারণ গল্পের সিনেমাকেও রাজকীয়ভাবে উপস্থাপন করা উচিত।’ এই কারণে, সিনেমাটির বাজেট সম্ভবত ৩০০ থেকে ৪০০ কোটি রুপির মধ্যে হতে পারে। তবে অজিতের টিমের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।

‘গুড ব্যাড আগলি’ সিনেমা নির্মাণ করেন পরিচালক আধিক রবিচন্দ্রন। ‘একে৬৪’ সিনেমাও তারই নির্মাণের কথা রয়েছে। রেসিং সিজনের বিরতিতে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। কারণ অজিত কুমার তখন তার সিনেমার দিকেই সম্পূর্ণ মনোযোগ দেবেন। শোনা যাচ্ছে, এই সিনেমা সব ধরণের দর্শকদের কথা মাথায় রেখে তৈরি করা হবে, যেখানে ‘গুড ব্যাড আগলি’ কেবল অজিত ভক্তদের কেন্দ্র করে নির্মিত হয়েছিল।

ঢাকা/শান্ত

সম্পর্কিত নিবন্ধ