বেনাপোল বন্দরে সার্বিয়ার ভিসাযুক্ত বাংলাদেশের ২০টি পাসপোর্টসহ ভারতীয় ট্রাকচালক আটক
Published: 4th, July 2025 GMT
যশোরের বেনাপোল স্থলবন্দর থেকে ভারতের এক ট্রাকচালককে আটক করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে বেনাপোল স্থলবন্দরের কার্গো ভেহিকেল টার্মিনালের গেট থেকে নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যরা তাঁকে আটক করেন। এ সময় আনসার সদস্যরা তাঁর কাছ থেকে ২০টি বাংলাদেশি পাসপোর্ট উদ্ধার করা হয়, সেগুলোতে সার্বিয়ার ভিসার স্টিকার ও সিলমোহর রয়েছে।
আটক ট্রাকচালকের নাম বেচারাম প্রামাণিক (৪৩)। তাঁর বাড়ি ভারতের পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁ থানার কালোপুর বেলেরমাঠ গ্রামে।
বেনাপোল কার্গো ভেহিকেল টার্মিনালের দায়িত্বে থাকা আনসার সদস্যরা জানান, গতকাল বিকেলে ভারতীয় ট্রাকচালক বেচারাম প্রামাণিক একটি ছোট ট্রাকে করে মুরগির খাদ্য নিয়ে পেট্রাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশের বেনাপোল স্থলবন্দরে আসেন। কার্গো ভেহিকেল টার্মিনালের ভেতর ট্রাক রেখে রাত সাড়ে নয়টার দিকে তিনি হেঁটে গেট দিয়ে বের হচ্ছিলেন। তাঁর হাতে একটি শপিং ব্যাগ ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাঁকে আটক করা হয়। এরপর তাঁর হাতে থাকা শপিং ব্যাগ তল্লাশি করে ২০টি বাংলাদেশি পাসপোর্ট পাওয়া যায়। পাসপোর্টগুলোতে গত ২৩ জুন তারিখে ভারতের রাজধানী দিল্লি থেকে সার্বিয়ার ভিসার স্টিকার ও সিলমোহর রয়েছে। ‘ডি’ ক্যাটাগরির ১৮০ দিনের ওই ভিসা ২০২৫ সালের ২৪ জুন থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত বৈধতা রয়েছে।
উদ্ধার করা পাসপোর্টগুলোর মালিকেরা ঢাকা, চাঁদপুর, নোয়াখালীর, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, সাতক্ষীরা, গাজীপুরের, মানিকগঞ্জ ও নরসিংদী জেলার বাসিন্দা।
বেনাপোল বন্দরের আনসার ক্যাম্প ইনচার্জ এইচ এম হেলালউজ্জামান বলেন, আগে থেকে তাঁদের কাছে গোপন সংবাদ ছিল, ভারত থেকে অবৈধভাবে ভারতীয় এক ট্রাকচালকের মাধ্যমে বাংলাদেশি বেশ কিছু পাসপোর্ট পাঠানো হচ্ছে। এ খবর পাওয়ার পর স্থলবন্দরের কার্গো ভেহিকেল টার্মিনাল গেটে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়। রাত সাড়ে নয়টার দিকে সন্দেহভাজন ওই ট্রাকচালক শপিং ব্যাগ হাতে নিয়ে কার্গো ভেহিকেল টার্মিনাল গেট দিয়ে বের হওয়ার সময় তাঁকে আটক করা হয়। এরপর শপিং ব্যাগ তল্লাশি করে ২০টি বাংলাদেশি পাসপোর্ট পাওয়া যায়। আটক ট্রাকচালক ও পাসপোর্টগুলো আজ শুক্রবার বেনাপোল বন্দর থানায় হস্তারের প্রক্রিয়া চলছে।
আজ দুপুর সাড়ে ১২টার দিকে বেনাপোল বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল মিয়া বলেন, ‘২০টি বাংলাদেশি পাসপোর্টসহ এক ভারতীয় ট্রাকচালকে বেনাপোল কার্গো ভেহিকেল টার্মিনালের গেটে নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যরা আটক করেছে বলে শুনেছি। এখনো আনসার সদস্যরা আটক ট্রাকচালক ও উদ্ধার করা পাসপোর্ট থানায় হস্তান্তর করেনি।’
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
যাত্রাবাড়ীতে বিদ্যুৎমিস্ত্রিকে পিটিয়ে হত্যা
রাজধানীতে হাত ও পা বেঁধে রড দিয়ে পিটিয়ে আনোয়ার হোসেন (৪৩) নামের এক ব্যক্তিকে হত্যা করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে যাত্রাবাড়ীর কাউন্সিল শরিফ পাড়ায় বাসের অবকাঠামো তৈরির একটি কারখানায় এ ঘটনা ঘটে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) বিদ্যুৎমিস্ত্রি ছিলেন আনোয়ার হোসেন। তাঁর কর্মস্থল ছিল পুরান ঢাকার সদরঘাটে। পারিবারিক সূত্র জানায়, আনোয়ার হোসেন স্ত্রী ও দুই মেয়ে নিয়ে রাজধানীর মাতুয়াইলের মৃধাবাড়ি এলাকায় থাকতেন।
আনোয়ারের ভাই দেলোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, গতকাল ভোরে আনোয়ার বাসা থেকে নামাজ পড়ার উদ্দেশ্যে বের হন। পরে খবর পান, তাঁর ভাইকে কাউন্সিল উত্তর শরিফ পাড়ায় বাসের অবকাঠামো তৈরির গ্যারেজে নিয়ে হাত–পা বেঁধে রাখা হয়েছে। এরপর সেখানে গিয়ে আনোয়ারের হাত–পা বাঁধা ও রক্তাক্ত মুমূর্ষু অবস্থায় দেখতে পান তাঁর মা।
লোহার রড দিয়ে পেটানো হয়েছে বলে মৃত্যুর আগের তাঁর মাকে জানিয়েছিলেন আনোয়ার। তাঁর ভাই এ কথা জানিয়ে বলেন, এর কিছুক্ষণ পরই ঘটনাস্থলেই আনোয়ারের মৃত্যু হয়। এরপর যাত্রাবাড়ীর থানা-পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠায়।
গতকাল সন্ধ্যায় যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান প্রথম আলোকে বলেন, ভোরে সঙ্গী সুমনকে নিয়ে আনোয়ার বাসের কাঠামো তৈরির কারখানায় চুরি করতে যান। এ সময় সেখানে থাকা লোকজন তাঁকে পিটিয়ে হত্যা করে। তাঁর সঙ্গী সুমন পালিয়ে যান।