ভোলায় মহিলা দলের নেত্রীকে পিটিয়ে ছবি প্রকাশের দায়ে বিএনপি নেতা বহিষ্কার
Published: 5th, July 2025 GMT
ভিজিএফের চাল বণ্টন নিয়ে বিরোধ ও ইউনিয়ন মহিলা দলের সভাপতিকে পিটিয়ে দলীয় পদ হারালেন ভোলার তজুমদ্দিনের চাচড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহিম হাওরাদার। ইব্রাহিম হাওলাদার ও তার অনুসারীদের বিরুদ্ধে মহিলা দল নেত্রীকে মারধরের পর তার আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ো দেওয়ার অভিযোগ রয়েছে।
শুক্রবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সই করা এক চিঠিতে তাকে দল থেকে বহিষ্কার করা হয়।
চিঠিতে উল্লেখ করা হয়, ইব্রাহিম হাওলাদের বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডসহ দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ পাওয়া গিয়েছে। এ ধরনের কর্মকাণ্ড দলের নীতি আদর্শ ও সংহতি পরিপন্থী। সুতরাং এ ধরনের কর্মকাণ্ডের জন্য ইব্রাহিম হাওলাদারকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঈদ উপলক্ষে বরাদ্দ ভিজিএফের বেশ কিছু স্লিপ ইউনিয়ন পরিষদের কর্মকর্তার কাছে দাবি করেন ইউনিয়ন মহিলা দলের সভাপতি মালেকা বেগম। তার চাহিদার বিপরীতে স্লিপ কম দেওয়ায় ইউপি কর্মকর্তার সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। এ ঘটনার জেরে গত ৩ জুন ইউনিয়ন পরিষদের সচিবের কক্ষে তালা লাগিয়ে দেওয়া হয়। পনে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহিম হাওলাদারের বেশ কয়েকজন নারী-পুরুষ সমর্থক মালেকা বেগমকে বেধড়ক মারধর করে সেসব ছবি ফেসবুকে ছড়িয়ে দেয়। বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা না হওয়ায় মহিলা দলের ওই নেত্রী বিএনপির শীর্ষ নেতৃবৃন্দকে জানান। তার প্রেক্ষিতে ঘটনার প্রায় একমাস পর অভিযুক্তকে বহিষ্কার করা হলো।
ওই বিএনপি নেতাকে বহিষ্কারের বিষয়টি বিষয়টি নিশ্চিত করেন তজুমদ্দিন উপজেলা বিএনপির সদস্য সচিব ওমর আসাদ রিন্টু। তিনি বলেন, মালেকা বেগম চাঁচড়া ইউনিয়ন বিএনপির মহিলা দলের সভাপতি। ঘটনার দিন তিনি আমাকে ফোনে জানিয়েছেন ইউনিয়ন পরিষদ সচিবের কক্ষে তালা দিয়েছিলেন, পরবর্তীতে তার প্রতিপক্ষের লোকজন তার ওপর হামলা চালায়, এতে তিনি আহত হন। পরবর্তীতে তিনি আর কিছু জানাননি। ওই ঘটনার পর আজ ইব্রাহিম হাওলাদারকে সেন্ট্রাল থেকে বহিষ্কার করেছে।
এ বিষয়ে জানতে ইব্রাহিম হাওলাদারের মুঠোফোনে কল করেও তার বক্তব্য পাওয়া যায়নি।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ব এনপ ব এনপ র স ঘটন র
এছাড়াও পড়ুন:
নাক ভেঙেছে আদাহর
‘দ্য কেরালা স্টোরি’ তারকা আদাহ শর্মা নাকে আঘাত পেয়েছেন। তার পরবর্তী অ্যাকশন ঘরানার সিনেমার প্রস্তুতি নেওয়ার সময়ে আহত হন এই অভিনেত্রী। নিউজ১৮ এ খবর প্রকাশ করেছে।
একটি সূত্র বলেন, “সিনেমার প্রস্তুতির অংশ হিসেবে নানচাক প্রশিক্ষণ নিচ্ছেন আদা শর্মা। মধ্যরাতে অনুশীলনের সময়ে তার নাকে আঘাত লাগে, এতে তার নাক ভেঙে গেছে।”
ভারতীয় সংবাদ সংস্থা আইএএনএস-কে আদা শর্মা বলেন, “ব্যথা ক্ষণস্থায়ী। কিন্তু সিনেমা চিরকালের। আমি এখন সত্যিই একজন অ্যাকশন নায়িকার মতো দেখতে। যে রাতে আঘাত পেয়েছি, পরের দিন একটি রোমান্টিক গানের মিউজিক ভিডিওর শুটিং করেছি। ফোলাভাব লুকাতে আইস প্যাক ব্যবহার করি এবং প্রচুর মেকআপ ব্যবহার করেছিলাম।”
আরো পড়ুন:
ছেলের পরিচয়পত্রে কেন ধর্ম উল্লেখ করেননি বিক্রান্ত?
স্বরাষ্ট্রমন্ত্রীর নাতির সঙ্গে প্রমোদতরীতে ছুটি কাটাচ্ছেন তারা সুতারিয়া!
আদা শর্মার পরবর্তী সিনেমার বিষয়ে তেমন কিছু জানা যায়নি। সূত্র বলছে, “আদা শর্মা এতে এমন কিছু অ্যাকশন দৃশ্যে অভিনয় করবেন যা আগে কখনো দেখা যায়নি। এই সিনেমা তার ‘কমান্ডো টু’, ‘কমান্ডো থ্রি’ এর কাজের চেয়েও বেশি কিছু হবে বলে আশা করা হচ্ছে।”
মুম্বাইয়ে জন্ম ও বেড়ে ওঠা আদা শর্মার। ২০০৮ সালে ‘১৯২০’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে তার। এরপর কয়েক বছরের বিরতি নিয়ে নেন এই অভিনেত্রী। ২০১৪ সালে ‘হার্ট অ্যাটাক’ সিনেমার মাধ্যমে তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখেন আদা।
অভিনয় ক্যারিয়ারে বেশ কিছু জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন আদা শর্মা। এ তালিকায় রয়েছেন— ‘হাসি তো ফাঁসি’, ‘কমান্ডো টু’ প্রভৃতি। তবে ২০২৩ সালে মুক্তি পায় ‘দ্য কেরালা স্টোরি’ সিনেমা। বিতর্কিত এ সিনেমা মুক্তির পর আলোচনায় উঠে আসেন এই অভিনেত্রী।
ঢাকা/শান্ত