ম্যাচপূর্ব সংবাদ সম্মেলন অনেকটা কেতাবি ঢংয়ে হয়ে থাকে। প্রতিপক্ষ দল নিয়ে ভালো কথা বলেন দলীয় প্রতিনিধিরা। গতকাল সংবাদ সম্মেলনে শ্রীলঙ্কার প্রতিনিধি সনাথ জয়াসুরিয়াও বললেন, ভালো খেলে বাংলাদেশের জয়ে ফেরার সুযোগ আছে। আসলে ভালো খেলতে জানলে যে কোনো দল, যে কোনো কন্ডিশনে জিততে পারে। কেউ ভুল বুঝবেন না, বাংলাদেশ ভালো খেলতে জানে না, তা বলা হচ্ছে না। গত দেড় বছরের জয়-পরাজয় এবং দলের সামগ্রিক পারফরম্যান্স বিশ্লেষণ করলে আপনি নিজেই দেখতে পাবেন যে কোনো ম্যাচে আংশিক ভালো খেলা দল বাংলাদেশ।
বৃহস্পতিবার প্রেমাদাসা স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষেও আংশিক পারফরম্যান্স দেখেছেন। বোলিং ও ফিল্ডিং কাঙ্ক্ষিত মানে রাখতে পারায় স্বাগতিকদের ২৪৪ রানে বেঁধে ফেলা সম্ভব হয়েছে। ব্যাটিংয়ের শুরুটাও ভালো ছিল। ‘হঠাৎ ভুলে’ তা রঙচটে গেছে দ্রুতই। এই পারফরম্যান্সকে ক্রিকেটাররাও আংশিক ভালো বলছেন। আসলে ব্যাটারদের ব্যর্থতায় এভাবে জেতা ম্যাচ হারতে দেখলে সমর্থকরা খুব হতাশ হন।
লঙ্কানদের বিপক্ষে আজকের ম্যাচ নিয়ে তাই উচ্চাশা থাকার কথা না। ফলে চাপহীন ক্রিকেট খেলার জন্য মেহেদী হাসান মিরাজরা উপযুক্ত একটি পরিবেশ পাচ্ছেন। এই সুযোগ কাজে লাগাতে পারলে সোনার হরিণ হয়ে ওঠা জয় ধরাও দিতে পারে।
প্রেমাদাসার উইকেট স্লো বলে বাংলাদেশ দলে যে চর্চা হচ্ছে, জয়াসুরিয়ার কথা সত্য হলে মিরাজরা শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছেন। নিজেদের ব্যাটিং ব্যর্থতা আড়াল করতে ভালো দল উইকেটকে অজুহাত বানায় না। প্রথম ম্যাচের অভিজ্ঞতা থেকে লঙ্কান প্রধান কোচ জয়াসুরিয়া বলেন, ‘ব্যাটিং করার জন্য কন্ডিশন সত্যিই খুব ভালো ছিল। আউট ফিল্ড ও পিচ ভালো ছিল। গরম ও আর্দ্র আবহাওয়া কিছুটা সমস্যা করেছে। সেদিক থেকে আমরাও ব্যাটিংয়ে সংগ্রাম করছিলাম। এর পরও ২৪৪ রান সংগ্রহ করতে সক্ষম হয়েছি।’ খুব বেশি মন্থর না হলেও প্রেমাদাসার উইকেটে বুঝেশুনে খেলতে হয় বলে সাবেক ক্রিকেটারদের দাবি। সেট হলে ইনিংস লম্বা করার কৌশল নেওয়ার পরামর্শ দেন জাতীয় দলের সাবেক প্রেস বোলিং কোচ চম্পকা রমানায়েকে। গেল ম্যাচে নাজমুল হোসেন শান্ত রানআউট হওয়ার পর এটা করতে হতো তানজিদ হাসান তামিমকে।
গত দুই দিনের টিম মিটিংয়ে এ নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। প্রধান কোচ ফিল সিমন্স ডাক্তার দেখাতে ইংল্যান্ড যাওয়ার আগে খেলোয়াড়দের গেম প্ল্যান দিয়ে গেছেন। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে যেটা তামিম তুলে ধরলেন, ‘আমাদের একটা লম্বা আলোচনা হয়েছে গেল ম্যাচ নিয়ে। সেখানে কোচ কিছু তথ্য দিয়েছেন। শেষ ম্যাচে আমরা যেভাবে কলাপস করেছি, সেদিক থেকে সবার জন্য বার্তা এখানে– যে সেট হবে, তাকে লম্বা ইনিংস খেলতে হবে। ওদের ভালো মানের বোলার থাকায় এই মাঠে খেলা একটু কঠিন। সেক্ষেত্রে হাসারাঙ্গার বিপক্ষে বাঁহাতি ব্যাটারদের বেশি খেলা উচিত। কারণ বাঁহাতিদের বিপক্ষে সে অতটা কার্যকর না, যতটা ডানহাতিদের ক্ষেত্রে। সব বিষয়েই কিছু কিছু তথ্য দেওয়া হয়েছে, আশা করি সবাই তা কাজে লাগাবে।’
গত নভেম্বরে শারজায় আফগানিস্তানের বিপক্ষে শেষ ওয়ানডে ম্যাচ জিতেছে বাংলাদেশ। এরপর টানা সাত ম্যাচে পরাজয়। এই ফল চোরা স্রোতের মতো র্যাঙ্কিংয়ে নিচের দিকে টেনে নিচ্ছে টাইগারদের। এভাবে চলতে থাকলে ১০ থেকে ১১ নম্বরে যেতে বেশি সময় লাগবে না। মিরাজরা ভালো করেই জানেন এই সিরিজ দিয়ে জয়ের ছন্দে ফিরতে না পারলে ২০২৭ সালে সরাসরি ওয়ানডে বিশ্বকাপ খেলার স্বপ্ন একটু একটু করে দূরে সরে যেতে পারে। এই ভয় থেকেই হয়তো লঙ্কানদের বিপক্ষে সিরিজের বাকি দুই ম্যাচ জিততে চান তামিমরা।
তিনি বলেন, ‘তিন ম্যাচের সিরিজে এখন দুই ম্যাচ আছে। আমরা চিন্তা করছি সামনের ম্যাচ নিয়ে। সিরিজে টিকে থাকার জন্য এই ম্যাচটি অনেক গুরুত্বপূর্ণ।’ আর গুরুত্বপূর্ণ এই ম্যাচেই কিনা খেলবেন না তাসকিন আহমেদ। গোড়ালির চোট পরিচর্যা করে সদ্য জাতীয় দলে ফেরা ৩০ বছর বয়সী এই ফাস্ট বোলারকে সফরে পাঁচ ম্যাচ খেলার পরিকল্পনা আগেই দিয়েছে বিসিবির মেডিকেল বিভাগ। সে হিসেবে দ্বিতীয় ওয়ানডেতে বিশ্রাম পাওয়ার কথা তাঁর।
জাতীয় দল সূত্রে জানা গেছে, শেষ ওয়ানডে এবং তিনটি টি২০ ম্যাচ খেলবেন। তাঁর জায়গায় হাসান মাহমুদ বা নাহিদ রানাকে খেলাতে পারে দল। তবে দুই পেসার খেলালে স্পিনার একজন বাড়বে। লেগ স্পিনার রিশাদ হোসেনের সঙ্গে বাঁহাতি তানভীর ইসলামকে রেখে দেওয়া হতে পারে। যদিও অভিষেক ম্যাচে ভালো করতে পারেননি তিনি। মিরাজের বোলিংয়ে ধার কমে গেছে। টানা পাঁচ ম্যাচে উইকেটশূন্য তিনি। সুতরাং লঙ্কানদের বিপক্ষে জিততে হলে অধিনায়ক এবং তাঁর দলকে অলআউট ক্রিকেট খেলতে হবে। সেটা না পারলে পরাজয়ের বৃত্তবন্দি থেকে কাল ক্যান্ডি যেতে হবে মিরাজদের। এত নেতিবাচকতার মাঝেও বলতে হয় তবুও আশায় ঘরবসতি মিরাজদের।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
ভারতের কোচের পদত্যাগ
ফুটবলে হতাশাজনক পারফরম্যান্সের ছায়া দীর্ঘদিন ধরেই ঘনাচ্ছিল ভারতীয় শিবিরে। অবশেষে তারই প্রতিফলন ঘটল। দলটির প্রধান কোচ মানোলো মার্কেজ নিজেই দায়িত্ব ছাড়লেন। যদিও ভারতীয় ফুটবল ফেডারেশন (এআইএফএফ) বলছে, এটি ছিল একটি ‘পারস্পরিক সমঝোতায়’ গৃহীত সিদ্ধান্ত।
স্প্যানিশ কোচ মানোলোর বিদায়ে এখন প্রশ্ন উঠেছে, ভবিষ্যতের পথ চলাটা কেমন হবে ভারতীয় ফুটবলের?
সদ্য বিদায়ী কোচ মানোলোর অধীনে ভারত খেলেছে মাত্র আটটি ম্যাচ। যার মধ্যে জয় এসেছে কেবল একটিতে। সেটিও এক প্রীতি ম্যাচে মালদ্বীপের বিপক্ষে। বাকি ফলাফলগুলো মোটেও আশাব্যঞ্জক নয়। হংকংয়ের কাছে হারের ধাক্কা আর বাংলাদেশের সঙ্গে ড্র। সব মিলিয়ে ফুটবলারদের আত্মবিশ্বাসে যেন ভাঙন ধরেছিল। কোচের কৌশল এবং খেলানোর ধরণ নিয়েও ভেতরে ভেতরে অসন্তোষ দানা বাঁধছিল।
আরো পড়ুন:
প্রেমের গুঞ্জন উসকে দিলেন কার্তিক-শ্রীলীলা
গিলের সেঞ্চুরি, জয়সওয়ালের আক্ষেপ
ইগর স্টিমাচের বিদায়ের পর দায়িত্ব নিয়েছিলেন মানোলো। পাশাপাশি তিনি কোচ ছিলেন আইএসএলের এফসি গোয়ারও। ফলে জাতীয় দলের প্রতি তার মনোযোগ নিয়ে সন্দেহ তৈরি হয় অনেকের মধ্যে। মাঠের পারফরম্যান্সও সেই সন্দেহকে আরও জোরালো করে।
বিশ্বস্ত সূত্রে জানা গেছে, মানোলো নিজেই হংকং ম্যাচের পর পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেছিলেন। আর এআইএফএফ সেটি গোপনে নয়, প্রকাশ্যেই মেনে নিয়েছে। সহ-সচিব কে সত্যানারায়ণ জানান, ‘‘দুই পক্ষের আলোচনা ও বোঝাপড়ার মাধ্যমেই এই সিদ্ধান্ত হয়েছে। খুব শিগগিরই নতুন কোচ নিয়োগের প্রক্রিয়া শুরু হবে।’’
২০২৭ সালের এশিয়ান কাপের বাছাইপর্ব সামনে রেখে ভারতীয় দলের ভবিষ্যৎ পরিকল্পনা এখন বড় এক প্রশ্নচিহ্নের মুখে। নতুন কোচ কে হবেন, তিনি কেমন করে দলকে ঘুরে দাঁড় করাবেন, তা নিয়েই এখন উৎসুক ফুটবলপ্রেমীরা।
ঢাকা/আমিনুল