পাটগ্রাম থানায় হামলার ঘটনায় যুবদল ও বিএনপির দুই নেতাকে বহিষ্কার
Published: 5th, July 2025 GMT
লালমনিরহাটের পাটগ্রাম থানায় হামলা ও ভাঙচুর এবং ভ্রাম্যমাণ আদালতে সাজাপ্রাপ্ত দুই আসামিকে জোর করে থানা থেকে ছাড়িয়ে নেওয়ার ঘটনায় যুবদল ও বিএনপির দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে। গতকাল শুক্রবার পৃথক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তাঁদের বহিষ্কারের কথা জানানো হয়।
এই দুজন হলেন পাটগ্রাম পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মাহমুদ হোসেন ও উপজেলা বিএনপির সাবেক সদস্য বাদশা জাহাঙ্গীর মোস্তাজির।
যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহদপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়ার স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পাটগ্রাম পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মাহমুদ হোসেনকে প্রাথমিক সদস্যপদসহ যুবদল থেকে বহিষ্কার করা হলো। তিনি দলীয় শৃঙ্খলা ভঙ্গ, দলের নীতি, আদর্শ ও সংহতির পরিপন্থী বিভিন্ন অনাচারে জড়িত ছিলেন।
বিজ্ঞপ্তিতে বহিষ্কৃত নেতাদের কোনো ধরনের অপকর্মের দায়দায়িত্ব দল বহন করবে না। যুবদলের সব পর্যায়ের নেতা-কর্মীদের তাঁর সঙ্গে কোনো সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়।
অন্যদিকে একই দিন রাতে অনলাইনে ছড়িয়ে পড়া আরেকটি সংবাদ বিজ্ঞপ্তিতে পাটগ্রাম উপজেলা বিএনপির সাবেক সদস্য বাদশা জাহাঙ্গীর মোস্তাজিরকেও দল থেকে বহিষ্কারের তথ্য জানানো হয়।
লালমনিরহাট জেলা বিএনপির দপ্তর সম্পাদক জয়নুল আবেদীনের স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, পাটগ্রাম উপজেলা বিএনপির সাবেক সদস্য বাদশা জাহাঙ্গীর মোস্তাজিরকে সাম্প্রতিক দলীয় শৃঙ্খলা পরিপন্থী কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে। তাঁর এই কাজে দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।
আরও পড়ুনপাটগ্রাম থানায় ‘বিএনপির নেতা–কর্মীদের’ হামলা-ভাঙচুর, আসামি ছিনতাই০৩ জুলাই ২০২৫আরও পড়ুনপাটগ্রামে ‘উদ্ধারে যেতে না দিতে’ হাতীবান্ধা থানাও অবরুদ্ধ করেন বিএনপির নেতা-কর্মীরা১৭ ঘণ্টা আগে.উৎস: Prothomalo
কীওয়ার্ড: য বদল র ক সদস য ব এনপ র
এছাড়াও পড়ুন:
১৩ মিনিটেই তুর্কমেনিস্তানের জালে বাংলাদেশের তিন গোল
বাংলাদেশ নারী ফুটবল দলের এশিয়া কাপ নিশ্চিত হয়েছে এক ম্যাচ আগেই। আজ বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ছয়টায় তুর্কমেনিস্তানে বিপক্ষে নিয়মরক্ষার ম্যাচে নেমেছে বাংলাদেশ।
বৃটিশ কোচ পিটার বাটলার মিয়ানমার ম্যাচের একাদশ এই ম্যাচেও অপরিবর্তিত রেখেছেন। ম্যাচের তিন মিনিটেই স্বপ্নার গোলে এগিয়ে যায় বাংলাদেশ। এরপর শামসুন্নাহার গোল করেন ৬ মিনিটে। শামসুন্নাহার তার দ্বিতীয় গোলটি করেন ১৩ মিনিটে।
কাগজে-কলমে বাংলাদেশ এই ম্যাচে ফেভারিট। সাম্প্রতিক সময়ে জর্ডান, বাহরাইন, ইন্দোনেশিয়া, মিয়ানমারের মতো দলকে হারিয়েছে যারা র্যাংকিংয়ে বাংলাদেশের চেয়ে এগিয়ে। এতে তুর্কমেনিস্তানকে বড় ব্যবধানে হারানোর প্রত্যাশা তৈরি হয়েছে বাংলাদেশের ফুটবলপ্রেমীদের।
বাংলাদেশ একাদশ: রুপ্না চাকমা (গোলরক্ষক), আফিদা খন্দকার (অধিনায়ক), শিউলি আজিম, শামসুন্নাহার, কোহাতি কিসকু, মারিয়া মান্ডা, মনিকা চাকমা, স্বপ্না রাণী, ঋতুপর্ণা চাকমা, শামসুন্নাহার ও তহুরা খাতুন।