আজ রণবীর সিংয়ের জন্মদিনে মুক্তি পেল তাঁর নতুন সিনেমা ‘ধুরন্ধর’-এর প্রথম ঝলক। জিও স্টুডিওস ও বি৬২ স্টুডিওসের ব্যানারে প্রকাশিত এই অ্যাকশন-থ্রিলার ঘরানার ছবিটি পরিচালনা করছেন ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’ নির্মাতা আদিত্য ধর। এদিকে সিনেমার ফার্স্ট লুক প্রকাশের পর থেকেই প্রশংসায় ভাসছেন রণবীর।
২ মিনিট ৪০ সেকেন্ডের টিজারটি যেন এক ‘ভিজ্যুয়াল ঝড়’—রহস্যময়তা আর অ্যাকশন মিলিয়ে রীতিমতো চোখধাঁধানো এক অভিজ্ঞতা। ছবিতে রণবীর সিং ছাড়াও আছেন সঞ্জয় দত্ত, অক্ষয় খন্না, আর মাধবন ও অর্জুন রামপাল।

প্রথম ঝলকে ব্যবহার করা হয়েছে সংগীতশিল্পী শাশ্বতের একটি মৌলিক কম্পোজিশন, যেখানে কণ্ঠ দিয়েছেন জ্যাসমিন স্যান্ডলাস। এ ছবিতে আদিত্য ধর শুধু পরিচালক নন, বরং লেখক ও প্রযোজকের ভূমিকাও পালন করছেন।

প্রযোজনা প্রতিষ্ঠানের ভাষ্য অনুযায়ী ‘ধুরন্ধর’ এমন মানুষের গল্প বলবে, যাঁদের নাম কেউ জানে না, যাঁদের কাহিনি লেখা নেই ইতিহাসের পাতায়। আড়ালের সেই নায়কদের গল্পই উঠে আসবে পর্দায়—যেমনটা হয়েছিল আদিত্য ধরের আগের ‘উরি’ ছবিতে।

‘ধুরন্ধর’-এর প্রথম ঝলকে রণবীর সিং। এক্স থেকে.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: রণব র

এছাড়াও পড়ুন:

গাজীপুরে চাঁদাবাজির অভিযোগে বিএনপির চার নেতা বহিষ্কার

গাজীপুর মহানগর বিএনপির চার নেতাকে বহিষ্কার করা হয়েছে। শিল্পকারখানায় চাঁদাবাজিসহ দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের নীতি, আদর্শ ও সংহতি পরিপন্থি কর্মকাণ্ডের অভিযোগে রোববার সন্ধ্যায় চার নেতাকে বহিষ্কার করা হয়।

বিএনপির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বহিষ্কৃত চার নেতা হলেন- গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার (পাপ্পু), গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আবদুল হালিম মোল্লা, গাজীপুর মহানগর বিএনপির সাবেক সদস্য জিয়াউল হাসান (স্বপন) ও টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব সিরাজুল ইসলাম (সাথী)।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তাদের বিরুদ্ধে চাঁদাবাজিসহ বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের সুস্পষ্ট অভিযোগ পাওয়া গেছে। এ ধরনের কার্যকলাপ দলীয় শৃঙ্খলা এবং দলের নীতি, আদর্শ ও সংহতি পরিপন্থি। সুতরাং এসব কর্মকাণ্ডের জন্য তাদের বিএনপির প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে নির্দেশক্রমে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত সব নেতাকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী পৃথক চিঠি দিয়ে বহিষ্কারের কথা জানিয়েছেন।

সম্পর্কিত নিবন্ধ