বলিউড অভিনেতা রণবীর সিং। বরাবরই অনুরাগীদের চমক দিতে ভালোবাসেন তিনি। এবার জন্মদিনের সকালেও ব্যতিক্রম ঘটলো না। রোববার দুপুরে রীতিমতো নতুন লুকে ধরা দিলেন রণবীর। 

শনিবার হঠাৎ চোখে পড়ে, নিজের ইনস্টাগ্রাম থেকে সমস্ত ছবি মুছে ফেলেছেন রণবীর। শুধু স্টোরিতে একটি ছবি পোস্ট করেছিলেন তিনি। যেখানে লেখা ছিল ১২:১২ সঙ্গে দুটি তলোয়ার। সমস্ত ছবি ইনস্টাগ্রাম থেকে মুছে ফেলার পর এই স্টোরি দেখে নেটিজেনদের মনে হয়েছিল নতুন চমক দিতে চলেছেন অভিনেতা।

নতুন ছবির জন্যই হয়তো এই ধরণের পদক্ষেপ এমনটাও অনুমান করেছিলেন অনেকে। ঠিক যেমন ভাবা তেমন কাজ। জন্মদিনের দুপুর ১২টা ১২ মিনিটে নিজের আসন্ন ছবি ‘ধুরন্ধর’- এর ফার্স্ট লুক নিজের ইনস্টাগ্রামে ভাগ করে নেন রণবীর।

উসকোখুসকো চুল, রক্তাক্ত মুখ, সিগারেটের ধোঁয়া ছাড়তে ছাড়তে বহুদিনের জমে থাকা প্রতিশোধ নেওয়ার সংলাপ বলতে শোনা যায় অভিনেতাকে। এরূপে রণবীরকে দেখে অনেকেরই মনে পড়েছে তাঁর অভিনীত ‘আলাউদ্দিন খিলজি’ চরিত্রের কথাও। রণবীরের রাফ অ্যান্ড টাফ লুক, সঙ্গে তাঁর বলা সংলাপ ও আবহ মিলে এক আলাদা রোমাঞ্চকর মুহূর্ত তৈরি করেছে।

চলতি বছরের ৫ ডিসেম্বর মুক্তি পাবে ‘ধুরন্ধর’। তবে রণবীরের পাশাপাশি ফার্স্ট লুকের প্রচার ঝলকে নজর কেড়েছেন সঞ্জয় দত্ত, অক্ষয় খান্না, অর্জুন রামপাল ও আর মাধবন প্রমুখ। ছবিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে থাকবেন তাঁরা।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: রণব র স রণব র

এছাড়াও পড়ুন:

মেয়েকে নৌকায় বসিয়ে নদীতে ডুব দিয়ে আর উঠতে পারেননি তিনি

চার বছর বয়সী মেয়ে রুসফিয়াকে নিয়ে বাড়ির পাশের করতোয়া নদীতে গোসল করতে গিয়েছিলেন মাসুম আল মামুন (৪২)। নদীর ধারে বেঁধে রাখা নৌকায় মেয়েকে বসিয়ে রেখে পানিতে ডুব দিয়েছিলেন তিনি। বেশ কিছুক্ষণ বাবাকে উঠতে না দেখে দৌড়ে বাড়িতে গিয়ে বিষয়টি মাকে জানায় রুসফিয়া। পরে শুরু হয় খোঁজাখুঁজি। পরে প্রায় সাড়ে চার ঘণ্টা পর উদ্ধার হয়েছে মাসুমের লাশ।

রোববার বিকেলে পঞ্চগড় পৌরসভার আহমদনগর এলাকাসংলগ্ন করতোয়া নদীতে এ ঘটনা ঘটে। মৃত মাসুম আল মামুনের বাড়ি আহমদনগর এলাকায়। তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রেখে গেছেন। পেশায় তিনি ব্যবসায়ী ছিলেন।

নিহত মাসুম আল মামুনের মামাতো ভাই জাফর আহমদ বলেন, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে আসেন। পরে স্থানীয় লোকজনের সহায়তায় ফায়ার সার্ভিসের সদস্যরা নদীতে নেমে তাঁকে খুঁজতে শুরু করেন। পরে বিকেল ছয়টার দিকে পানির নিচে মাসুমকে মৃত অবস্থায় পাওয়া যায়। তিনি বলেন, তাঁরা শুনেছেন মাসুমের হৃদ্‌রোগ ছিল। পানিতে ডুব দেওয়ার পর তাঁর হার্ট অ্যাটাক হয়েছে বলে তাঁরা ধারণা করছেন।

পঞ্চগড় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা তুষার কান্তি রায় বলেন, ‘খবর পেয়ে বিকেল পাঁচটার দিকে আমরা নিখোঁজ ওই ব্যক্তিকে উদ্ধারে নদীতে নামি। এ সময় আমাদের সঙ্গে স্থানীয় লোকজনও নদীতে নেমেছিলেন। প্রায় ৪৫ মিনিট খোঁজাখুঁজির পর হঠাৎ করেই স্থানীয় একজনের পায়ে মানুষের শরীরের মতো কিছু একটা লাগে। পরে সেখান থেকে মাসুম আল মামুনের লাশ খুঁজে পাই। পরে লাশটি উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করি।’

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লা হিল জামান বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যুর (ইউডি) মামলা ও আইনি প্রক্রিয়া শেষে লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

সম্পর্কিত নিবন্ধ