বিটিএসের ভি গড়লেন নতুন রেকর্ড, পেছনে ফেললেন সেলানাকে
Published: 7th, July 2025 GMT
বিটিএস সদস্য ভি সামাজিক যোগাযোগমাধ্যমে আবারও এক নতুন মাইলফলক ছুঁয়েছেন। বাধ্যতামূলক সামরিক দায়িত্ব পালন শেষে এখনো সম্পূর্ণভাবে সক্রিয় না হলেও, ইনস্টাগ্রামে প্রভাব বিস্তারে তিনি ছাড়িয়ে গেছেন মার্কিন দুই পপ তারকা সেলেনা গোমেজ ও বিলি আইলিশকে।
বিশ্বব্যাপী ইনফ্লুয়েন্সারদের র্যাঙ্কিং প্রকাশকারী সংস্থা হাইপঅডিটরের তথ্যমতে, ভি এখন ইনস্টাগ্রামের ২০২৫ সালের সেরা মিউজিক ইনফ্লুয়েন্সার। এ তালিকায় তিনিই একমাত্র এশীয় শিল্পী, যিনি শীর্ষস্থান দখল করেছেন।
শীর্ষ পাঁচে বিটিএসের আরও এক সদস্য
ভি-এর পর তালিকায় রয়েছেন সেলেনা গোমেজ (দ্বিতীয়), বিলি আইলিশ (তৃতীয়), বিটিএসের জিমিন (চতুর্থ) ও ব্ল্যাকপিঙ্কের লিসা (পঞ্চম)। শুধু সংগীত নয়, ক্রীড়াঙ্গনের তারকাদের সঙ্গেও প্রতিযোগিতায় ভি স্থান করে নিয়েছেন সামগ্রিক ইনফ্লুয়েন্সার তালিকায়।
রোনালদো-মেসির পরই ভি
বিশ্বজুড়ে ইনস্টাগ্রামের শীর্ষ এক হাজার ইনফ্লুয়েন্সারের তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন ভি। তাঁর আগে রয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো (প্রথম) ও লিওনেল মেসি (দ্বিতীয়)। সংগীতশিল্পীদের মধ্যে ভি-ই এখন সর্বোচ্চ র্যাঙ্কে, এমনকি সেলেনা গোমেজকেও তিনি পেছনে ফেলেছেন। কাইলি ও কেন্ডাল জেনার তালিকায় তাঁর পরে রয়েছেন।
যুক্তরাজ্যে সর্বোচ্চ প্রভাবশালী, যুক্তরাষ্ট্র ও ব্রাজিলে তৃতীয়
‘লাভ উইনস অল’ গানটির গায়ক ভি এখন যুক্তরাজ্যে সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি, আর যুক্তরাষ্ট্র ও ব্রাজিলে আছেন তৃতীয় স্থানে। একজন এশীয় তারকার জন্য এটি এক বিরল অর্জন।
কীভাবে ইনস্টাগ্রামে সবচেয়ে প্রভাবশালী এশীয় তারকা হলেন ভি?
৪ জুলাই পর্যন্ত ইনস্টাগ্রামে ভি-এর অনুসারী সংখ্যা ছাড়িয়েছে ৬ কোটি ৮০ লাখ, যার মধ্যে ১ কোটি ২৪ লাখের বেশি শুধু যুক্তরাষ্ট্র থেকেই। কোনো কে-পপ তারকার জন্য যা একটি রেকর্ড।
সামরিক দায়িত্ব শেষে মাত্র ২৫ দিনে তাঁর ফলোয়ারের সংখ্যা বেড়েছে ১২ লাখ ২০ হাজার, যা কে-পপ জগতের মধ্যে দ্রুততম প্রবৃদ্ধি।
গত ৬০ দিনে তাঁর ইনস্টাগ্রাম এনগেজমেন্ট রেট ছিল ২০ দশমিক ৬ শতাংশ, যা বিশ্বের যেকোনো সেলিব্রিটির মধ্যে সর্বোচ্চ।
তথ্যসূত্র: পিঙ্কভিলা
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ইনস ট গ র ম ব ট এস র ইনফ ল য য ক তর
এছাড়াও পড়ুন:
দুপুরে সংবাদ সম্মেলন ডেকেছে সরকার
অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে সোমবার (৩ নভেম্বর) দুপুরে সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।
আজ দুপুর ১২টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের করবী হলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
রবিবার (২ নভেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়।
শুধু বৈধ নিরাপত্তা পাশধারী স্বীকৃত সাংবাদিকরা এতে অংশ নিতে পারবেন।
প্রেস উইং থেকে স্বীকৃত সাংবাদিকদের সোমবার দুপুর ১২টায় আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।
ঢাকা/নঈমুদ্দীন/ইভা