অবশেষে ডাক্তারি পরীক্ষা হলো মুরাদনগরের সেই নারীর
Published: 8th, July 2025 GMT
কুমিল্লার মুরাদনগরে নিপীড়নের শিকার সেই নারীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়। সমকালকে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের ফরেনসিক বিভাগের বিভাগীয় প্রধান ডা. শারমীন সুলতনা।
পুলিশ জানায়, গত ২৬ জুন রাতে ওই নারী ধর্ষণের শিকার হন। পর দিন মুরাদনগর থানায় তিনি বাদী হয়ে ফজর আলী নামের এক ব্যক্তিকে আসামি করে মামলা করেন। ২৮ জুন ডাক্তারি পরীক্ষার জন্য তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। কিন্তু চিকিৎসকের কাছে তিনি লিখিতভাবে জানান, ডাক্তারি পরীক্ষা করাতে তিনি আগ্রহী নন। তাই পরীক্ষা ছাড়াই পুলিশ তাকে নিয়ে মুরাদনগরে ফিরে আসে। ডাক্তারি পরীক্ষা না হওয়ায় ওই সময়ে একাধিক মানবাধিকার সংস্থাও এ নিয়ে বিস্ময় প্রকাশ করে।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও মুরাদনগর থানার এসআই রুহুল আমীন সমকালকে বলেন, মামলার পর বিধি মোতাবেক ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষার জন্য নেওয়া হলেও তিনি এতে সম্মতি দেননি। কিন্তু পরে মামলার জন্য ডাক্তারি পরীক্ষার গুরুত্ব তাকে বোঝানো হয়। পর তিনি রাজি হন এবং পরীক্ষা সম্পন্ন হয়েছে। তিনি আরও বলেন, ভুক্তভোগী বর্তমানে তার বাবার বাড়িতে থাকছেন না। তবে তার নিরাপত্তার বিষয়ে পুলিশ সার্বক্ষণিক খোঁজ খবর রাখছে।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
উৎসব ঘুরে প্রেক্ষাগৃহে ‘বাড়ির নাম শাহানা’
কৈশোর পেরোনোর আগেই শাহানাবাড়ির মেয়ে দীপার বিয়ে হয়ে যায়। স্বামীর নির্যাতনের জাল ছিঁড়ে নিজের মতো করে বাঁচতে চেয়েছেন তিনি। নব্বইয়ের দশকের পটভূমিতে দীপার বেঁচে থাকার লড়াইয়ের গল্প নিয়ে নির্মিত হয়েছে বাড়ির নাম শাহানা।
সত্য কাহিনি অবলম্বনে নির্মিত বাড়ির নাম শাহানায় দীপা চরিত্রে অভিনয় করেছেন আনান সিদ্দিকা। ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে কমলা কালেক্টিভ ও গুপী বাঘা প্রোডাকশন্স লিমিটেড।
নির্মাণের বাইরে লীসা গাজী লেখক, নাট্যকর্মী হিসেবে পরিচিত