বাংলাদেশের বিপক্ষে টি-২০ সিরিজ শেষ হাসারাঙ্গার
Published: 9th, July 2025 GMT
শ্রীলঙ্কা সফরে দুই টেস্টের সিরিজ ১-০ ব্যবধানে হেরেছে বাংলাদেশ। ওয়ানডে সিরিজ হেরেছে ২-১ এ। এবার তিন ম্যাচের টি-২০ সিরিজ শুরু করবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। ওই সিরিজের দল থেকে ছিটকে গেছেন লঙ্কান লেগ স্পিন অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা।
হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছেন এই ডানহাতি লেগি। যদিও তার ইনজুরির বিষয়টি লঙ্কান দল বা ক্রিকেট বোর্ড থেকে নিশ্চিত করা হয়নি। এমআরআই রিপোর্টও প্রকাশ করা হয়নি। তবে দেশটির সংবাদ মাধ্যম দাবি করেছে, তৃতীয় ওয়ানডে ম্যাচে ব্যাটিংয়ের সময় পাওয়া হ্যামস্ট্রিং চোটের কারণে টি-২০ সিরিজে থাকছেন না হাসারাঙ্গা।
শ্রীলঙ্কার টি-২০ দলে বেশ ক’জন স্পিনার থাকায় হাসারাঙ্গার বদলি হিসেবে কাউকে দলে নিচ্ছে না শ্রীলঙ্কা। লঙ্কান স্পিনার ইনজুরি থেকে সেরে ওঠার প্রক্রিয়া শুরু করতে কলম্বোর হাই পারফরম্যান্স সেন্টারে যোগ দেবেন। বাংলাদেশ ও শ্রীলঙ্কা বৃহস্পতিবার সিরিজের প্রথম টি-২০ খেলবে। ম্যাচটি বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় মাঠে গড়াবে। পরের দুই টি-২০ যথাক্রমে ১৩ ও ১৬ জুলাই মাঠে গড়াবে।
হাসারাঙ্গা অবশ্য টি-২০ সিরিজ থেকে ছিটকে গেলেও ওয়ানডে সিরিজে ব্যাটে বলে দারুণ খেলে র্যাঙ্কিংয়ে সুখবর পেয়েছেন। তিনি অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে ১২ তে উঠেছেন। তিন ম্যাচে বল হাতে ৯ উইকেট নিয়েছেন এই লেগি। রান করেছেন ৫৩।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ২০ স র জ
এছাড়াও পড়ুন:
কর ফাঁকির দায়ে আনচেলত্তির এক বছরের কারাদণ্ড
কর ফাঁকির দায়ে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তিকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন স্পেনের একটি আদালত। পাশাপাশি প্রায় চার লাখ ইউরো আর্থিক জরিমানাও করা হয়েছে তাঁকে।
৬৬ বছর বয়সী আনচেলত্তি মে মাসে ব্রাজিল কোচের দায়িত্ব নিয়েছেন। এর আগে ২০১৩ থেকে ২০১৫ ও ২০২১ থেকে ২০২৫ সময়ে দুই দফায় স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের কোচ ছিলেন তিনি।
স্পেনের কর কর্তৃপক্ষের অভিযোগ ছিল, ইতালিয়ান এই কোচ ২০১৪ ও ২০১৫ সালে ইমেজ স্বত্ব ও অন্যান্য উৎস থেকে যে অর্থ আয় করেছিলেন, তা গোপন করে ১০ লাখ ইউরোর বেশি কর বিভাগকে পরিশোধ করেননি।
এপ্রিলে বিচার কার্যক্রম শুরু হলে আনচেলত্তি আদালতকে বলেছিলেন, বেতনবহির্ভূত আয়ের বিষয়গুলো দেখভালের দায়িত্ব তিনি তাঁর ব্রিটিশ উপদেষ্টা ও ক্লাব কর্তৃপক্ষের ওপর ছেড়ে দিয়েছিলেন। ‘প্রতারণা হয়ে থাকতে পারে’ এমন কিছু তিনি কখনোই করেননি। বিপরীতে স্পেনের কর কর্তৃপক্ষ আনচেলত্তিকে দোষী অভিযোগ করে তাঁর ৪ বছর ৯ মাস কারাদণ্ডের আবেদন করে।
আরও পড়ুনক্লাব বিশ্বকাপে গোল্ডেন বুটের লড়াইয়ে এগিয়ে যে দুজন০৭ জুলাই ২০২৫বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, বুধবার স্পেনের আদালত আনচেলত্তিকে ২০১৪ সালের অভিযোগে দোষী সাব্যস্ত করে রায় দিয়েছেন। ‘কর কর্তৃপক্ষের বিরুদ্ধে অপরাধ’–এর দায়ে আনচেলত্তিকে ১২ মাসের কারাদণ্ড ও ৩ লাখ ৮৬ হাজার ইউরো জরিমানা করা হয়েছে। তবে ২০১৫ সালের অভিযোগ থেকে তাঁকে খালাস দেওয়া হয়েছে।
তবে স্পেনের আইন অনুযায়ী যেসব অপরাধ হিংসাত্মক নয় এবং অপরাধী আগে কখনো দণ্ডিত হননি, তাঁদের ক্ষেত্রে দুই বছরের নিচের কারাদণ্ড সাধারণত জেলে কাটাতে হয় না। ফলে আনচেলত্তিকে কারাভোগ করতে হবে না।
আরও পড়ুনআর্জেন্টিনা, ব্রাজিল, ফ্রান্স, ইংল্যান্ডের কোচরা কে কত টাকা বেতন পান১৫ মে ২০২৫