দেশের আউটডোর বিজ্ঞাপন খাতে প্রথমবারের মতো প্রযুক্তিনির্ভর অডিয়েন্স মেজারমেন্ট ও মনিটরিং প্ল্যাটফর্ম নিয়ে এসেছে প্রযুক্তিনির্ভর গবেষণা ও বিশ্লেষণ প্রতিষ্ঠান ‘ব্রেইনকাউন্ট’। এর মাধ্যমে বিলবোর্ড ও অন্যান্য আউটডোর বিজ্ঞাপনের কার্যকারিতা নিয়মিতভাবে পরিমাপ করা যাবে, যা ব্র্যান্ড ও এজেন্সিগুলোকে তথ্যভিত্তিক ও দ্রুত সিদ্ধান্ত নিতে সাহায্য করবে।

বাংলাদেশে ১২ হাজারের বেশি বিলবোর্ড থাকা সত্ত্বেও এ পর্যন্ত বিজ্ঞাপনের ফলাফল নির্ভরযোগ্যভাবে পরিমাপের কার্যকর কোনো ব্যবস্থা ছিল না। দীর্ঘদিনের এ সমস্যার সমাধানে ব্রেইনকাউন্ট আধুনিক ডেটা সায়েন্স, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ইন্টারনেট-সংযুক্ত যন্ত্র (আইওটি) প্রযুক্তির সমন্বয়ে নির্মিত প্ল্যাটফর্ম নিয়ে এসেছে, যা বিজ্ঞাপনদাতাদের নির্দিষ্ট এলাকার বিজ্ঞাপনের কার্যকারিতা যাচাই ও কৌশল পরিবর্তনের সুযোগ দেয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে ব্রেইনকাউন্ট এসব তথ্য জানিয়েছে।

ব্রেইনকাউন্টের চেয়ারম্যান ও সিইও তাওহীদুর রহমান তাপস বলেন, ‘ব্রেইনকাউন্ট আউটডোর বিজ্ঞাপন খাতে তথ্যনির্ভর সিদ্ধান্তের নতুন দিগন্ত উন্মোচন করেছে। এখন বিজ্ঞাপনদাতারা আত্মবিশ্বাসের সঙ্গে বিনিয়োগের রিটার্ন যাচাই করতে পারবেন।’

এদিকে মিডিয়া মালিক তথা বিলবোর্ড, ডিজিটাল স্ক্রিন বা আউটডোর বিজ্ঞাপন স্থাপনার মালিক ও পরিচালনাকারী প্রতিষ্ঠান বা ব্যক্তিরা সঠিক তথ্যের ভিত্তিতে নতুন লোকেশন নির্বাচন ও ক্লায়েন্টের সঙ্গে মূল্য নির্ধারণ করতে পারবেন, যা এ খাতে স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা বাড়াবে।

ব্রেইনকাউন্টের ম্যানেজিং ডিরেক্টর ইমতিয়াজ আহমেদ বলেন, ‘বিশ্বব্যাপী ডেটা ও প্রযুক্তির ব্যবহার আউটডোর বিজ্ঞাপনে বিপ্লব ঘটিয়েছে। আমাদের প্ল্যাটফর্ম বাংলাদেশেও সেই সক্ষমতা আনবে।’

ইমতিয়াজ আহমেদ জানান, ব্রেইনকাউন্ট ভবিষ্যতে আরও নতুন সেবা নিয়ে আসার মাধ্যমে দেশের আউটডোর বিজ্ঞাপন খাতকে আরও এগিয়ে নিয়ে যেতে পরিকল্পনা করছে। এখন থেকে প্রতিটি বিজ্ঞাপন পরিমাপযোগ্য, কৌশলগুলো স্মার্ট, আর প্রতিটি ইম্প্রেশনই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

ঢাবিতে সপ্তাহব্যাপী শিল্পকর্ম প্রদর্শনী শুরু

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভাস্কর্য বিভাগের উদ্যোগে চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে সপ্তাহব্যাপী ‘বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী’ শুরু হয়েছে।

রবিবার (২ নভেম্বর) চারুকলা অনুষদের ওসমান জামাল মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রদর্শনীর উদ্বোধন করেন ঢাবি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী। 

আরো পড়ুন:

জাবি অধ্যাপককে হুমকি গণতান্ত্রিক চেতনার পরিপন্থি: ইউট্যাব

ঢাবি উপ-উপাচার্যের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ভাস্কর্য বিভাগের চেয়ারম্যান নাসিমুল খবিরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন, চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. আজহারুল ইসলাম শেখ, শিল্পাচার্য তনয় প্রকৌশলী ময়নুল আবেদিন, ভাস্কর্য বিভাগের অধ্যাপক লালা রুখ সেলিম এবং শিল্পকর্ম প্রদর্শনীর আহ্বায়ক ড. নাসিমা হক মিতু।

কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী পুরস্কারপ্রাপ্তদের আন্তরিক অভিনন্দন জানিয়ে বলেন, “শিল্পের কোন সীমা নেই। এর একটি শাশ্বত ভাষা রয়েছে। এই শৈল্পিক ভাষা ও শিল্পকর্মের মাধ্যমে শিল্পীরা মানুষের মনে স্থান করে নেন।”

শিক্ষার্থীদের ১ বছরের শ্রেণির কাজ থেকে বাছাইকৃত শিল্পকর্ম নিয়ে এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। প্রদর্শনীটি প্রয়াত ভাস্কর অধ্যাপক হামিদুজ্জামান খান স্মরণে উৎসর্গ করা হয়েছে। এতে ৪৩ জন শিল্পীর ৭১টি শিল্পকর্ম প্রদর্শিত হচ্ছে। শ্রেষ্ঠ শিল্পকর্মের জন্য ছয়জন শিল্পীকে পুরস্কৃত করা হয়েছে। তাদের সনদ ও পুরস্কার প্রদান করেন। পরে তিনি সেরা শিল্পকর্মের জন্য ছয়জনকে সনদ ও পুরস্কার প্রদান করেন প্রধান অতিথি।

পুরস্কারপ্রাপ্ত শিল্পীরা হলেন- প্রত্যয় সাহা (শিল্পী আনোয়ার জাহান স্মৃতি পুরস্কার), চিন্ময় ঘোষ (অধ্যাপক আবদুর রাজ্জাক স্মৃতি পুরস্কার), অলি মিয়া (ভাস্কর নভেরা আহমেদ স্মৃতি পুরস্কার), মৃধা মো. রাইয়ান আযীম (অধ্যাপক হামিদুজ্জামান খান স্মৃতি পুরস্কার), সুমিত রায় (মাধ্যম শ্রেষ্ঠ পুরস্কার) এবং সুপ্রিয় কুমার ঘোষ (নিরীক্ষামূলক শ্রেষ্ঠ পুরস্কার)।

আগামী ৮ নভেম্বর পর্যন্ত এ শিল্পকর্ম প্রদর্শনী চলবে । প্রতিদিন সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে।

ঢাকা/সৌরভ/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ