সূর্যবংশীকে দেখতে যা করল মেয়ে দুটি
Published: 10th, July 2025 GMT
বয়স মাত্র ১৪। এরই মধ্যে তারকা হয়ে উঠেছেন ভারতের বিস্ময়বালক বৈভব সূর্যবংশী। আইপিএলে ভারতীয়দের মধ্যে সবচেয়ে কম বলে সেঞ্চুরি করেছেন। স্বীকৃত টি–টোয়েন্টিতে তিনিই সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান।
ভারত অনূর্ধ্ব–১৯ দলের ইংল্যান্ড সফরেও অনেক রেকর্ড ভেঙেছেন সূর্যবংশী। অসাধারণ পারফর্ম করে আলোচনায় আসা কাউকে নিয়ে ভক্তরা পাগলামি করবে, এটাই তো স্বাভাবিক। সূর্যবংশীকে ঘিরেও ‘পাগলামি’র ঘটনা ঘটেছে সম্প্রতি। শুধু সূর্যবংশীর সঙ্গে দেখা করবেন বলে ৬ ঘণ্টা গাড়ি চালিয়ে উস্টারে গেছেন দুই মেয়ে সমর্থক।
সূর্যবংশী তখন ছিলেন ইংল্যান্ডের উস্টারে। গত সোমবার ইংল্যান্ড অনূর্ধ্ব–১৯ দলের বিপক্ষে শেষ ওয়ানডের আগে এই ঘটনা ঘটেছে। অনিয়া ও রিভা নামের দুই মেয়ে সূর্যবংশীর সঙ্গে দেখা করার জন্য দীর্ঘ পথ পাড়ি দেন। মেয়ে দুটির গায়ে ছিল সূর্যবংশীর আইপিএল দল রাজস্থান রয়্যালসের জার্সি।
অনিয়া ও রিভার সঙ্গে সূর্যবংশীর তোলা ছবি রাজস্থান রয়্যালস সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছে। যার ক্যাপশন, ‘প্রমাণ হয়ে গেল কেন আমাদের ভক্তরাই সেরা। ৬ ঘণ্টা গাড়ি চালিয়ে উস্টারে এসেছে। বেগুনি জার্সি পরেছে। বৈভব ও ভারতীয় দলের জন্য উল্লাস করেছে। অনিয়া ও রিভার বয়স বৈভবের সমান। মনে রাখার মতো একটি দিন ছিল।’
আরও পড়ুনগ্লোবাল সুপার লিগে সাকিব ও রংপুর রাইডার্সের ম্যাচ কবে, কখন৩ ঘণ্টা আগেদুই ভক্তের সামনে সেদিন অবশ্য সেরাটা দিতে পারেননি সূর্যবংশী। আউট হয়ে গেছেন ৪২ বলে ৩৩ রান করে। ম্যাচটিতে ভারত ৭ উইকেটে হেরে গেছে। তবে সেদিন হারলেও ৩–২ ব্যবধানে সিরিজ জিতেছে ভারত।
সিরিজে সূর্যবংশীই ছিলেন সেরা পারফর্মার। ৫ ম্যাচের সিরিজে ১৭৪.
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
পাকিস্তানি অভিনেত্রীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
পাকিস্তানি মডেল ও অভিনেত্রী হুমাইরা আসগর আলীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে করাচির একটি বাসায় থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, তিনি হয়তো কয়েক মাস আগে মারা গেছেন। খবর ডন নিউজের
বুধবার পুলিশের ডিআইজি (দক্ষিণ) সৈয়দ আসাদ রেজা জানান, ৩২ বছর বয়সী এই অভিনেত্রীর মরদেহ করাচির ইত্তেহাদ কমার্শিয়াল এলাকার এক বহুতল ভবনের চতুর্থ তলায় ভাড়া নেওয়া ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয়। আদালতের আদেশ অনুযায়ী ফ্ল্যাটটি খালি করার জন্য মঙ্গলবার দুপুরে পুলিশ সেখানে যায়। দরজায় কড়া নাড়ার পর সাড়া না পেয়ে পুলিশ দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে এবং অভিনেত্রীর মরদেহ দেখতে পায়।
তিনি আরও জানান, হুমাইরার পরিবার লাহোরে থাকে। যোগাযোগ করা হলে তার বাবা লাশ নিতে রাজি হননি। বিষয়টি জানতে পেরে শোবিজ সংশ্লিষ্টরা লাশ দাফনের আগ্রহ প্রকাশ করেন। পরিবার যদি হুমাইরার লাশ গ্রহণ না করে, তাহলে তাদের কাছে হস্তান্তর করা হবে।
আসাদ রেজা জানান, লাশ ময়নাতদন্তের জন্য জিন্নাহ পোস্টগ্র্যাজুয়েট মেডিকেল সেন্টারে পাঠানো হয়েছে। মেডিকেল রিপোর্ট আসার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
লাহোরে জন্ম নেওয়া হুমায়রা ২০১৩ সালে মডেলিং শুরু করেন। ২০২২ সালে জনপ্রিয় রিয়েলিটি শো ‘তামাশা’-তে অংশ নিয়ে দর্শকদের নজর কাড়েন। কিন্তু বিগত কয়েক বছর ধরে তিনি নিজেকে জনজীবন থেকে গুটিয়ে নিয়েছিলেন। ২০১৮ সাল থেকে করাচির সেই ফ্ল্যাটে একাই বসবাস করতেন এবং ২০২৪ সালের শুরু থেকেই ভাড়া পরিশোধ বন্ধ করে দেন।