৪ কোটি টাকার অবৈধ সম্পদ ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা
Published: 12th, July 2025 GMT
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ থাকা ও তথ্য গোপনের অভিযোগে দিনাজপুরের ফুলবাড়ীতে আবুল হোসেন নামে এক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার দুপুরে এ মামলা করেন দিনাজপুর কার্যালয়ের উপসহকারী পরিচালক আবুল কালাম আজাদ।
মামলায় আবুল হোসেনের বিরুদ্ধে ৩ কোটি ২৭ লাখ ৭ হাজার ৫৫৯ টাকার সম্পদ গোপনের অভিযোগ আনা হয়েছে। আবুল হোসেন (৬৩) ফুলবাড়ী পৌরশহরের পশ্চিম গৌরীপাড়া গ্রামের আবদুল মান্নানের ছেলে।
দুদক সূত্রে জানা যায়, ২০২২ সালে দুদকের প্রধান কার্যালয়ে আবুল হোসেনের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের হয়। পরে অনুসন্ধানকালে তাঁর জ্ঞাত আয়ের উৎস-বহির্ভূত সম্পদ অর্জনের প্রাথমিক প্রমাণ পাওয়া যায়।
অনুসন্ধানকারী কর্মকর্তা তাঁর বিরুদ্ধে সম্পদ বিবরণী নোটিশ জারির সুপারিশসহ প্রতিবেদন দাখিল করেন। সম্পদ বিবরণীতে আবুল হোসেন ঋণ ও দেনা বাদ দিয়ে ৩ কোটি ৯৬ লাখ ৯০ হাজার ৯২৮ টাকার সম্পদের আয়ের উৎসের কোনো রেকর্ডপত্র দেখাতে পারেননি। কমিশনে মিথ্যা তথ্য প্রদান, নিজ নামে জ্ঞাত আয়ের উৎস-বহির্ভূত সম্পদ অর্জন ও ভোগদখলে রাখায় তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
মামলার বিষয়টি নিশ্চিত করে দুদকের দিনাজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইসমাইল হোসেন জানান, অধিকতর তদন্ত শেষে মামলার চার্জশিট দেওয়া হবে।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
দুপুরে সংবাদ সম্মেলন ডেকেছে সরকার
অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে সোমবার (৩ নভেম্বর) দুপুরে সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।
আজ দুপুর ১২টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের করবী হলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
রবিবার (২ নভেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়।
শুধু বৈধ নিরাপত্তা পাশধারী স্বীকৃত সাংবাদিকরা এতে অংশ নিতে পারবেন।
প্রেস উইং থেকে স্বীকৃত সাংবাদিকদের সোমবার দুপুর ১২টায় আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।
ঢাকা/নঈমুদ্দীন/ইভা