জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ থাকা ও তথ্য গোপনের অভিযোগে দিনাজপুরের ফুলবাড়ীতে আবুল হোসেন নামে এক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার দুপুরে এ মামলা করেন দিনাজপুর কার্যালয়ের উপসহকারী পরিচালক আবুল কালাম আজাদ।

মামলায় আবুল হোসেনের বিরুদ্ধে ৩ কোটি ২৭ লাখ ৭ হাজার ৫৫৯ টাকার সম্পদ গোপনের অভিযোগ আনা হয়েছে। আবুল হোসেন (৬৩) ফুলবাড়ী পৌরশহরের পশ্চিম গৌরীপাড়া গ্রামের আবদুল মান্নানের ছেলে।

দুদক সূত্রে জানা যায়, ২০২২ সালে দুদকের প্রধান কার্যালয়ে আবুল হোসেনের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের হয়। পরে অনুসন্ধানকালে তাঁর জ্ঞাত আয়ের উৎস-বহির্ভূত সম্পদ অর্জনের প্রাথমিক প্রমাণ পাওয়া যায়।

অনুসন্ধানকারী কর্মকর্তা তাঁর বিরুদ্ধে সম্পদ বিবরণী নোটিশ জারির সুপারিশসহ প্রতিবেদন দাখিল করেন। সম্পদ বিবরণীতে আবুল হোসেন ঋণ ও দেনা বাদ দিয়ে ৩ কোটি ৯৬ লাখ ৯০ হাজার ৯২৮ টাকার সম্পদের আয়ের উৎসের কোনো রেকর্ডপত্র দেখাতে পারেননি। কমিশনে মিথ্যা তথ্য প্রদান, নিজ নামে জ্ঞাত আয়ের উৎস-বহির্ভূত সম্পদ অর্জন ও ভোগদখলে রাখায় তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। 

মামলার বিষয়টি নিশ্চিত করে দুদকের দিনাজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইসমাইল হোসেন জানান, অধিকতর তদন্ত শেষে মামলার চার্জশিট দেওয়া হবে।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

ব্যবসায়িক দ্বন্দ্বে সোহাগকে হত্যা: ডিএমপি

ব্যবসায়িক দ্বন্দ্বে পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে (৩৯) হত্যা করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

শনিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ জসীম উদ্দিন।

তিনি বলেন, চাঁদাবাজি নয়, ভাঙারি ব্যবসা এবং একটি দোকানে কারা ব্যবসা করবে তা নিয়ে দ্বন্দ্ব চলছিল। হত্যাকাণ্ডের শিকার সোহাগ এবং হত্যাকাণ্ড যারা ঘটিয়েছে তাদের একসঙ্গে ব্যবসাও ছিল।

বিস্তারিত আসছে...
 

সম্পর্কিত নিবন্ধ