Prothomalo:
2025-07-12@11:47:38 GMT

নিজের যোগ্যতাতেই এত দূর

Published: 12th, July 2025 GMT

বড় পর্দায় সর্বশেষ ‘রেট্রো’ ছবিতে দেখা গিয়েছিল অভিনেত্রী পূজা হেগড়েকে। এই ছবিতে দক্ষিণি তারকা সুরিয়ার সঙ্গে জুটি বেঁধে এসেছিলেন তিনি। এবার তাঁকে বড় বাজেটের ছবি ‘কুলি’-তে দেখা যাবে। তবে রজনীকান্তের এই ছবিতে অতিথি চরিত্রে আসতে চলেছেন পূজা। গতকাল শুক্রবার মুক্তি পেয়েছে ছবির গান ‘মনিকা’। এই গানে পূজার আবেদনময় উপস্থিতি নেট–দুনিয়ায় সাড়া ফেলেছে। হৃতিক রোশন, সালমান খান, শহীদ কাপুর, রণবীর সিং থেকে সুরিয়া—সব সময় বড় বড় তারকার সঙ্গে দেখা গেছে এই অভিনেত্রীকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের এই ফিল্মি ভ্রমণ নিয়ে কিছু কথা বলেছেন তিনি।

ইন্ডাস্ট্রির বাইরে থেকে এসে আজ বলিউড তথা দক্ষিণেও নিজের পায়ের তলার জমি পাকাপোক্ত করে ফেলেছেন পূজা। একাধিক সফল প্রকল্পে দেখা গেছে তাঁকে।

পূজা হেগড়ে। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

চট্টগ্রামে এক দিনে ২৩ জনের ডেঙ্গু শনাক্ত

চট্টগ্রামে সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও ২৩ জনের শরীরের ডেঙ্গু ভাইরাস শনাক্ত হয়েছে। আজ শনিবার বিকেলে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করা হয়েছে। এক দিনে ২৩ জনের ডেঙ্গু শনাক্তের ঘটনা চলতি মৌসুমে এটিই প্রথম।

জেলা সিভিল সার্জন জাহাঙ্গীর আলম ২৩ জনের ডেঙ্গু পজিটিভ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বর্তমানে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩৮ জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এখন বর্ষা মৌসুম। তাই ডেঙ্গুর ঝুঁকি বেশি।

সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে বলা হয়, নতুন আক্রান্ত ২৩ জনের মধ্যে ১৩ জন পুরুষ, ১০ জন নারী। এ নিয়ে জুলাই মাসে মোট ডেঙ্গু রোগী শনাক্ত হলো ১৪১ জন। এ বছর মোট আক্রান্ত ৫৮৬ জন। তাঁদের মধ্যে দুজন মারা গেছেন।

তবে প্রতিটি হাসপাতাল ও রোগনির্ণয় কেন্দ্র থেকে ডেঙ্গুতে আক্রান্তের প্রতিবেদন নিয়মিত সিভিল সার্জন কার্যালয়ে যায় না। এ জন্য ডেঙ্গুতে আক্রান্তের সঠিক চিত্র এর চেয়ে বেশি হতে পারে বলে সংশ্লিষ্টদের ধারণা।

সম্পর্কিত নিবন্ধ