টেলিযোগাযোগ খাতে ‘অতিরিক্ত লেয়ার ইনজেক্ট’ করা হয়েছিল: ফয়েজ তৈয়্যব
Published: 12th, July 2025 GMT
বিগত সরকারের আমলে টেলিযোগাযোগ খাতে লাইসেন্স প্রদান করে ‘অতিরিক্ত লেয়ার ইনজেক্ট’ করা হয়েছিল বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। ৩ হাজার ৪০০-এর বেশি লাইসেন্স দিয়ে দেশের টেলিযোগাযোগ ইকোসিস্টেমকে অপব্যবহার করা হয়েছে বলেন তিনি। ফলে এই খাতে আস্থার সংকট তৈরি হয়েছে।
আজ শনিবার সকালে রাজধানীর একটি হোটেলে ‘টেলিযোগাযোগ নেটওয়ার্ক এবং লাইসেন্সিং নীতি সংস্কার’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন। বৈঠকটির আয়োজন করে টেলিকম অ্যান্ড টেকনোলজি রিপোর্টার্স নেটওয়ার্ক, বাংলাদেশ (টিআরএনবি)।
টেলিযোগাযোগ খাতের অপারেটরদের উদ্দেশে ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, নিজ নিজ স্বার্থ ছাড় দেওয়ার বিষয় নিয়ে নিজেদের (লাইসেন্সধারীদের) মধ্যে আলোচনা করতে হবে। নিজেদের মধ্যে সমঝোতা না থাকলে সরকার সবচেয়ে ভালো নীতিমালা দিলেও তা কার্যকর হবে না।
নতুন টেলিযোগাযোগ নীতিমালা নিয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বলেন, ৫০ হাজার কোটি টাকার বিনিয়োগ যেখানে হয়েছে, সেখানে মাত্র ৫০০ কোটি টাকা দিয়ে কাউকে প্রবেশ করিয়ে দেওয়া প্রতিযোগিতার জন্য ভালো নয়।
গোলটেবিল বৈঠকে মূল প্রবন্ধ পড়েন এমটবের মহাসচিব মোহাম্মদ জুলফিকার। টিআরএনবির সভাপতি সমীর কুমার দের সভাপতিত্বে বৈঠকে আরও বক্তব্য দেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব (রুটিন দায়িত্ব) জহিরুল ইসলাম, বিটিআরসির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.
গোলটেবিল বৈঠকে স্বাগত বক্তব্য দেন টিআরএনবির সাধারণ সম্পাদক মাসুদুজ্জামান রবিন।
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
ইসলামী ছাত্র মজলিস নারায়ণগঞ্জ মহানগরীর দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠি
ইসলামী ছাত্র মজলিস নারায়ণগঞ্জ মহানগর শাখার দায়িত্বশীলদের নিয়ে শুক্রবার (১১ জুলাই) দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মহানগর সভাপতি মুহাম্মদ শাহনেওয়াজের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র মজলিসের সেক্রেটারি জেনারেল কেএম ইমরান হোসাইন।
সেক্রেটারি আনাস আহমদের পরিচালনায় উক্ত কর্মশালায় উপস্থিত ছিলেন- সংগঠনের সাবেক কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদের সদস্য মুফতী শেখ শাব্বীর আহমাদ, ইসলামী যুব মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক প্রভাষক মাইদুল ইসলাম, খেলাফত মজলিসের জেলা সহ-সাধারণ সম্পাদক মুফতী আব্দুল গনী, ছাত্র মজলিসের সাবেক মহানগর সভাপতি মাওলানা শরীফ মাহমুদ, ইসলামী যুব মজলিসের মহানগর সহ-সভাপতি সালাহউদ্দিন আহমদ, ছাত্র মজলিসের জেলা সেক্রেটারি ফজলে রাব্বী, মহানগর অফিস সম্পাদক খলিলুর রহমান, সদর থানা সভাপতি শাফিন আব্দুল্লাহ শাকিল, ফতুল্লা থানা সভাপতি কামরুল হাসান মিরাজ।