শোকে স্তব্ধ উত্তরা, ঘরে ঘরে বেদনা
Published: 23rd, July 2025 GMT
শোকের ছায়ায় বিষণ্ন হয়ে আছে উত্তরা। দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় নিষ্পাপ শিশুসহ ৩২ জনের মর্মান্তিক মৃত্যুর শোক যেন কালো মেঘের মতো ঘনিয়ে এসেছে উত্তরা এলাকার বাসিন্দাদের মনে। ঘরে ঘরে বেদনা।
গত সোমবার বিমান দুর্ঘটনার পর থেকেই কোমলমতি শিশুদের মৃত্যু ও যন্ত্রণায় দেশবাসীর মন বেদনাবিধুর হয়ে ওঠে। তবে উত্তরার পরিবেশ ছিল হৃদয়বিদারক। সেদিন বিকেল থেকেই জীবনযাত্রা অনেকটা মন্থর হয়ে পড়ে। সেক্টরগুলোর হোটেল–রেস্তোরাঁ, ব্যস্ত বিপণিবিতান, তরুণদের আড্ডায় প্রাণবন্ত হয়ে থাকার জনপরিসরগুলো সন্ধ্যার পর থেকে অনেকটাই জনবিরল হয়ে যায়। সেক্টরের ভেতরের সড়কগুলোতেও যানবাহন চলাচল কমে আসে। জীবনযাত্রার স্বাভাবিক প্রাণচাঞ্চল্য ছিল ম্লান–মন্থর।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিধ্বস্ত স্থান ঘিরে রেখেছেন। গতকালের ছবি.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
বিশ্বের শীর্ষ ১০ আইকনিক ফুটবল স্টেডিয়াম
১সিগনাল ইদুনা পার্ক | ডর্টমুন্ড, জার্মানি সিগনাল ইদুনা পার্ক