প্রাথমিক বৃত্তি পরীক্ষার পরীক্ষার্থী ও কেন্দ্রের তথ্য পাঠাতে হবে ২৪ জুলাইয়ের মধ্যে
Published: 23rd, July 2025 GMT
সারা দেশের ২০২৫ সালের সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থী ও কেন্দ্রের সংখ্যা ২৪ জুলাইয়ের মধ্যে আবশ্যিকভাবে পাঠাতে হবে। এ বিষয় অতীব জরুরি বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। নির্বাহী কমিটি এ সিদ্ধান্ত জানিয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন) মোহাম্মদ নজরুল ইসলামের স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে এ কথা বলা হয়েছে।
যে দরকারি তথ্য পাঠাতে হবে
১.
২. প্রথম সাময়িক পরীক্ষার মূল্যায়নের ভিত্তিতে সব সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পিটিআইসংলগ্ন পরীক্ষণ বিদ্যালয় থেকে বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণ করা বাধ্যতামূলক করা হয়েছে।
৩. প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থী কেন্দ্রের নির্ধারিত ছকে যে তথ্য থাকতে হবে, তা হলো ক্রমিক নম্বর, বিভাগ, জেলা, উপজেলা, বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের তথ্য (বালক, বালিকা, মোট, ইংরেজি ভার্সন) এবং পঞ্চম শ্রেণিতে পড়াশোনা করা মোট শিক্ষার্থীর ৪০ শতাংশ হিসেবে কেন্দ্রের সংখ্যা (সর্বোচ্চ ধারণক্ষমতাসম্পন্ন কেন্দ্রকে অগ্রাধিকার দিতে হবে)।
৪. প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে দেওয়া বর্ণিত ছক মোতাবেক জেলাভিত্তিক পরিসংখ্যান বিভাগভিত্তিক একীভূত করে ২৪ জুলাইয়ের নিচের ই–মেইলে আবশ্যিকভাবে পাঠাতে হবে: [email protected]।
আরও পড়ুনবিল গেটস বৃত্তি, সুযোগ তিন শতাধিক শিক্ষার্থীর৮ ঘণ্টা আগেজেনে নিন দরকারি তথ্য
১. নিচের চারটি বিষয়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে—বাংলা, ইংরেজি, প্রাথমিক গণিত, বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং প্রাথমিক বিজ্ঞান। মোট ৪০০ নম্বরের মধ্যে পরীক্ষা হবে।
২. প্রতিটি বিষয়ে নম্বর বণ্টন হবে: বাংলা ১০০ নম্বর, ইংরেজি ১০০ নম্বর, প্রাথমিক গণিত ১০০ নম্বর, বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং প্রাথমিক বিজ্ঞান ৫০+৫০=১০০ নম্বর। প্রতিটি পরীক্ষার সময় থাকবে ২ ঘণ্টা ৩০ মিনিট।
৩. প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সম্ভাব্য তারিখ ২১, ২২, ২৩ ও ২৪ ডিসেম্বর ২০২৫।
# বিস্তারিত তথ্যের জন্য ওয়েবসাইট
আরও পড়ুন২৪ জুলাইয়ের এইচএসসি ও সমমানের পরীক্ষাও স্থগিত২২ জুলাই ২০২৫আরও পড়ুনজাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৩ ও ২৪ জুলাইয়ের সব পরীক্ষা স্থগিত৬ ঘণ্টা আগেউৎস: Prothomalo
কীওয়ার্ড: পর ক ষ য় অ শ পর ক ষ র সরক র
এছাড়াও পড়ুন:
রাশিয়া-বেলারুশের সামরিক মহড়া চলছিল, ‘অবাক করে দিয়ে’ হাজির মার্কিন কর্মকর্তারা
রাশিয়া ও বেলারুশের যৌথ সামরিক মহড়া চলছে। এই মহড়া দেখতে বেলারুশে হাজির হয়েছেন যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকর্তারা। মার্কিনদের উপস্থিতিকে ‘অবাক করে দেওয়ার মতো’ বলে উল্লেখ করেছে বেলারুশের প্রতিরক্ষা মন্ত্রণালয়। এই কর্মকর্তারা নিজেদের ‘আগ্রহের যেকোনো বিষয়’ দেখতে পারেন বলে জানিয়েছেন বেলারুশের প্রতিরক্ষামন্ত্রী ভিক্টর খ্রেনিন।
রাশিয়া ও বেলারুশের যৌথ এই মহড়ার নাম দেওয়া হয়েছে ‘জাপাদ–২০২৫’। গত শুক্রবার থেকে নিজেদের সীমানার মধ্যে মহড়াটি শুরু করেছে দুই দেশ। এমন সময় এ মহড়া শুরু করা হলো, যখন দুই দিন আগেই পোল্যান্ডের আকাশসীমায় প্রবেশ করা রাশিয়ার ড্রোন ভূপাতিত করা হয়েছে। এ নিয়ে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর দেশগুলোতে উত্তেজনা বেড়েছে।
বেলারুশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতি অনুযায়ী, সোমবার যুক্তরাষ্ট্রসহ ২৩টি দেশের প্রতিনিধিরা মহড়া দেখতে বেলারুশে উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন ন্যাটোর দুই সদস্যদেশ—তুরস্ক ও হাঙ্গেরির প্রতিনিধিরাও। বিবৃতিতে বলা হয়েছে, ‘জাপাদ–২০২৫ মহড়ার আরেকটি সকাল এভাবে শুরু হবে, তা কে–ই বা ভেবেছিল?’
বিদেশি কর্মকর্তাদের মহড়ায় উপস্থিত থাকার একটি ভিডিও প্রকাশ করেছে বেলারুশের প্রতিরক্ষা মন্ত্রণালয়। তাতে যুক্তরাষ্ট্রের দুই কর্মকর্তাকে ভিক্টর খ্রেনিনের সঙ্গে হাত মেলাতে দেখা যায়। বেলারুশে আমন্ত্রণের জন্য ধন্যবাদও জানান তাঁরা। এ সময় মার্কিন কর্মকর্তাদের খ্রেনিন বলেন, ‘আপনাদের আগ্রহের সবকিছু দেখাব আমরা। আপনারা যা চান।’
মহড়ায় মার্কিন সামরিক বাহিনীর দুই কর্মকর্তা