বিসিবির আমন্ত্রণে মাহমুদউল্লাহর ‘না’
Published: 24th, July 2025 GMT
অনেক দিন ধরেই সাবেক আন্তর্জাতিক ক্রিকেটারদের ম্যাচ রেফারিংয়ে আনতে চাইছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সে চেষ্টার অংশ হিসেবে শনিবার শুরু ম্যাচ রেফারিদের দুই দিনের প্রশিক্ষণ ও কর্মশালায় যোগ দিতে আমন্ত্রণ জানানো হয়েছিল জাতীয় দলের সাবেক অধিনায়ক মাহমুদউল্লাহকে। কিন্তু তিনি তাতে সাড়া দেননি।
প্রশিক্ষণ ও কর্মশালায় যোগ দিতে বিসিবি জাতীয় দলের বেশ কয়েকজন সাবেক ক্রিকেটারকেই আমন্ত্রণ জানিয়েছিল। মাহমুদউল্লাহ ছাড়াও তাঁদের মধ্যে আছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার, আবদুর রাজ্জাক, ধীমান ঘোষ, ফজলে মাহমুদ, নাঈম ইসলাম, ইলিয়াস সানিরা। তাঁরাসহ ম্যাচ রেফারি হতে আগ্রহী মোট ৩০ জন প্রথম শ্রেণির ক্রিকেটার এতে অংশ নেবেন।
জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার দীর্ঘদিন বিসিবির নির্বাচক ছিলেন। এখনো বিসিবিতেই আছেন তিনি—নারী উইং হয়ে এখন কাজ করছেন গেম ডেভেলপমেন্ট বিভাগে। আবদুর রাজ্জাক এখনো নির্বাচক হিসেবে কাজ করছেন।
বিসিবি সূত্রে জানা গেছে, বিসিবির আম্পায়ার্স বিভাগ থেকে সভায় যোগ দেওয়ার বিষয়ে যোগাযোগ করা হলে মাহমুদউল্লাহ তাঁদের বলেছেন, আপাতত ঘরোয়া ক্রিকেটেই মনোযোগ ধরে রাখতে চাইছেন তিনি।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: জ ত য় দল র
এছাড়াও পড়ুন:
খাগড়াছড়িতে সাংবাদিক মিলন ত্রিপুরার ওপর হামলার অভিযোগ তদন্তের আহ্বান সিপিজের
খাগড়াছড়িতে সাংবাদিক মিলন ত্রিপুরার ওপর হামলার অভিযোগ তদন্ত করতে বাংলাদেশি কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে সাংবাদিকদের অধিকার রক্ষায় সোচ্চার বৈশ্বিক সংগঠন কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টস (সিপিজে)। দোষীদের অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে বলে উল্লেখ করেছে সংগঠনটি।
মঙ্গলবার সিপিজের এক টুইটে এ আহ্বান জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ডিবিসি নিউজের প্রতিনিধি মিলন ত্রিপুরা ১৭ জুলাই একটি বিক্ষোভের সংবাদ সংগ্রহ করছিলেন। এ সময় নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাঁকে মারধর করেন ও ধারণ করা ভিডিও ফুটেজ মুছে ফেলতে বাধ্য করেন বলে অভিযোগ রয়েছে।