ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইআইটিতে পোস্টগ্র্যাজুয়েট ডিপ্লোমা, আবেদন ফি ১৫০০
Published: 25th, July 2025 GMT
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজিতে (আইআইটি) ২০২৫-২৬ সেশনে ফল সেমিস্টারে পোস্টগ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন ইনফরমেশন টেকনোলজি (পিজিডিআইটি) প্রোগ্রামে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে।
কোর্সের বৈশিষ্ট্য
১. কোর্সের মেয়াদ এক বছর।
২. অফিস ছুটির পর সন্ধ্যাকালীন ক্লাস।
৩. মোট ক্রেডিট ৩৬।
৪. আটটি কোর্স, চারটি ল্যাব এবং প্রজেক্টের মেয়াদ এক বছর।
৫.
৬. অনলাইনে আবেদন করতে হবে।আরও পড়ুন২০২৬ সালের এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষা হবে পুরো সিলেবাসে২১ ঘণ্টা আগে
আবেদনের যোগ্যতা
১. যেকোনো বিষয়ে গ্র্যাজুয়েট ডিগ্রি।
২. ন্যূনতম জিপিএ বা সিজিপিএ–২.৫০ বা সমমান থাকতে হবে।
৩. কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ বা শ্রেণি থাকতে পারবে না।
ভর্তি পরীক্ষার বিস্তারিত
১. আবেদনের শেষ তারিখ: ৩০ জুলাই ২০২৫।
২. লিখিত পরীক্ষার তারিখ: ২ আগস্ট ২০২৫, সময় বেলা ২টা থেকে ৩টা ৩০ মিনিট।
৩. মৌখিক পরীক্ষার তারিখ: ৯ আগস্ট ২০২৫।
৪. ফলাফল প্রকাশের তারিখ: ১০ আগস্ট ২০২৫।
৫. পিজিডিআইটি প্রোগ্রামে রেজিস্ট্রেশনের তারিখ: ১২ থেকে ২৪ আগস্ট ২০২৫।
৬. ক্লাস শুরুর তারিখ: ১ সেপ্টেম্বর ২০২৫।
বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট
আরও পড়ুনজাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে তিনটি ডিপ্লোমা কোর্স, সম্পূর্ণ বিনা মূল্যে২৩ জুলাই ২০২৫আরও পড়ুন২২ ও ২৪ জুলাইয়ের স্থগিত এইচএসসি পরীক্ষা হবে আলাদা দিনে, পরিবর্তিত সময়সূচি ঘোষণা২৩ জুলাই ২০২৫উৎস: Prothomalo
কীওয়ার্ড: আগস ট ২০২৫ পর ক ষ র
এছাড়াও পড়ুন:
সিওডিলের স্টলে দেশি-বিদেশি বিশেষজ্ঞ ডাক্তারদের উপচে পড়া ভিড়
দেশে তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হচ্ছে দুই দিনব্যাপী অ্যাস্থেটিক ডার্মাটোলজি বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন। রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে আয়োজিত এই অনুষ্ঠানের স্পন্সর বাংলাদেশের ১ নম্বর ডার্মা কসমেটিকস ডক্টর রিকমেন্ডেড ব্র্যান্ড সিওডিল। প্রায় ৩ শতাধিক দেশী ও বিদেশী ডার্মাটোলজিস্ট সম্মেলনে অংশ নিয়েছেন।
অ্যাস্থেটিক ডার্মাটোলজি সোসাইটি অব বাংলাদেশের (এডিএসবি) উদ্যোগে সম্মেলনের প্রথম দিনে ছিলো সায়েন্টিফিক সেশনের পাশাপাশি সেমিনার। আয়োজনের মূল স্পন্সর হওয়ার পাশাপাশি বিশ্ব বাজারে সিওডিলের প্রচলিত পণ্য এবং উদ্ভাবনী গবেষণা কার্যক্রম তুলে ধরতে প্রদর্শনীর ব্যবস্থা রয়েছে সিওডিলের।
ত্বকের যত্নে সিওডিলের নতুন উদ্ভাবনী পণ্য ও কার্যক্রম নিয়ে ডাক্তারদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিলো সিওডিলের স্টল। ভিয়েতনাম, মিয়ানমার, পাকিস্তান, থাইল্যান্ড এবং ভারতের ডার্মাটোলজিস্ট বিশেষজ্ঞ ডাক্তাররা ভিজিট করে সিওডিলের ভূয়সী প্রশংসা করেন।
ডার্মাটোলজিস্ট ডা. শারমিনা হক বলেন, অ্যাকনি, এজিং, ড্রাইনেস, স্ক্যাল্পের সমস্যাসহ ত্বকের যাবতীয় সমস্যা সমাধানের পাশাপাশি বিভিন্ন ফলপ্রসূ কর্মসূচির মাধ্যমে নিজের ত্বক সম্পর্কে সচেতন হতে সিওডিল তার ভোক্তাদের উৎসাহিত করছে। আশা করছি সিওডিল বাংরাদেশের অন্যতম একটি গ্লোবাল ব্র্যান্ড হিসেবে দেশের সুনাম বয়ে আনবে।
সিওডিলের হেড অব বিজনেস সুকান্ত দাস জানান, এবারের অ্যাস্থেটিক ২০২৫-এ উদ্ভাবনী পণ্যের তালিকায় অন্যতম আকর্ষণ সিওডিল। বিশেষজ্ঞ ডাক্তারদের দ্বারা রেকমেন্ডেড এই ব্র্যান্ডটি সর্বস্তরের ভোক্তাদের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। সিওডিলের এই সুদৃঢ় অবস্থানকে বিশ্বব্যাপী আরও ছড়িয়ে দিতেই সিওডিল চলতি বছরেই দুবাই ডার্মা ও কসমো প্রফ ২০২৫ এ অংশগ্রহণ করে বিশ্বব্যাপী প্রশংসা কুড়িয়েছে। আজকেও বাংলাদেশের এই আয়োজনে যেসব ডাক্তাররা আন্তর্জাতিক সেমিনারে অংশ নিয়েছেন তারা সিওডিলের পণ্যের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন। ইতোমধ্যে আমেরিকাসহ শ্রীলংকা, থাইল্যান্ড, ফিলিপাইন, দুবাই ও ভারতে সিওডিলের পণ্য পাওয়া যাচ্ছে।
আশা করছি খুব শিগগিরেই আমরা মিয়ানমার, ভিয়েতনাম ও পাকিস্তানে আমাদের পণ্যের নতুন বাজার তৈরী করতে পারবো।
উল্লেখ্য, বাংলাদেশে স্কিন কেয়ার ও কসমেটিকসের অথেন্টিক রিটেল শপ হারল্যান স্টোরসহ সব সেলস চ্যানেলে সিওডিল পণ্য পাওয়া যাচ্ছে। সিওডিল এখন স্কিন কেয়ার খাতে শীর্ষ বিক্রীত ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে। অন্য দেশে তৈরি পণ্যের সঙ্গে পাল্লা দিয়ে বাংলাদেশি তৈরি পণ্য শক্ত অবস্থান নিশ্চিত করেছে। দামেও সাশ্রয়ী। অন্য দেশের পণ্য আমদানি হয়ে আসতে আসতে মেয়াদ চলে যায়। তাই গুণগতমান নিশ্চিত এবং দামে সাশ্রয়ী হওয়ায় ক্রেতাদের কাছে সিডিলের কদর বাড়ছে।
রাহাত//