বেঙ্গালুরু পেসার দয়ালের বিরুদ্ধে এবার অপ্রাপ্তবয়স্ককে ধর্ষণের অভিযোগ
Published: 25th, July 2025 GMT
আইপিএলের ফ্র্যাঞ্চাইজি দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর পেসার যশ দয়ালের বিরুদ্ধে এবার ধর্ষণের অভিযোগ করেছে এক অপ্রাপ্তবয়স্ক মেয়ে। ক্রিকেট ক্যারিয়ার গড়ে দেওয়ার লোভ দেখিয়ে এবং ব্ল্যাকমেল করে দয়াল দুই বছর ধরে তাকে যৌন নির্যাতন করেছেন বলে অভিযোগ করেছে মেয়েটি। গত মার্চ-জুনে জয়পুরে আইপিএলের ম্যাচের সূচিতেও এ ঘটনা ঘটেছে। ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, এ বিষয়ে জয়পুরের সানগানের পুলিশ স্টেশনে যশের বিরুদ্ধে একটি এফআইআর (ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট) দায়ের করা হয়েছে।
আরও পড়ুনরেকর্ড গড়া পন্তের ভাঙা পা নিয়ে ব্যাটিংয়ে নামার গল্প বললেন শার্দুল ঠাকুর৪৬ মিনিট আগেগত জুনে দয়ালের বিরুদ্ধে বিয়ের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্কের অভিযোগে দয়ালের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তোলেন এক নারী। চলতি মাসের শুরুতে এ অভিযোগের ভিত্তিতে দয়ালের বিরুদ্ধে মামলা করে গাজিয়াবাদ পুলিশ।
গুজরাট টাইটানসের হয়েও আইপিএলে খেলেছেন দয়াল.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
শিশুসাহিত্যে পুরস্কার চালু করল বুকার
বুকার প্রাইজ ফাউন্ডেশন ‘দ্য চিলড্রেন’স বুকার প্রাইজ’ চালুর ঘোষণা দিয়েছে। প্রতিবছর ৮ থেকে ১২ বছর বয়সী পাঠকদের জন্য লেখা সেরা বইয়ের লেখককে ৫০ হাজার পাউন্ড পুরস্কার দেওয়া হবে।
নতুন পুরস্কার ২০২৬ সালে আনুষ্ঠানিকভাবে চালু হবে, আর প্রথম বিজয়ীর নাম ঘোষণা করা হবে ২০২৭ সালের শুরুতে। পুরস্কারের বিশেষত্ব হলো, বিচারক প্যানেলে প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের সঙ্গে শিশু থাকবে। এর মাধ্যমে প্রথমবারের মতো বুকার পুরস্কারের ইতিহাসে শিশুদেরও বিচারকের আসনে বসানো হচ্ছে।
প্রথম বছর প্রধান বিচারক থাকবেন শিশুসাহিত্যিক ও বর্তমান শিশুসাহিত্য অ্যাম্বাসেডর ফ্রাঙ্ক কট্রেল-বয়েস। তাঁর সঙ্গে থাকবেন আরও দুজন প্রাপ্তবয়স্ক বিচারক। তাঁরা প্রাথমিকভাবে আটটি বইয়ের শর্টলিস্ট তৈরি করবেন। এরপর তিনজন শিশু বিচারক নির্বাচন করা হবে, যারা চূড়ান্ত বিজয়ী নির্ধারণে অংশ নেবে।
ফ্রাঙ্ক কট্রেল-বয়েস বলেন, এই পুরস্কারের মধ্য দিয়ে শিশুরা কেবল বইপড়ার আনন্দ পাবে না; বরং নিজেরাই বিচারকের ভূমিকায় থাকবে। ইংরেজিতে লেখা বা ইংরেজিতে অনূদিত এবং যুক্তরাজ্য বা আয়ারল্যান্ডে প্রকাশিত বইয়ের জন্য এই পুরস্কার দেওয়া হবে। বুকার ও আন্তর্জাতিক বুকারের মতো এখানেও শর্ট লিস্টে থাকা প্রত্যেক লেখক পাবেন ২ হাজার ৫০০ পাউন্ড ও চূড়ান্ত বিজয়ী পাবেন ৫০ হাজার পাউন্ড।
সূত্র: দ্য গার্ডিয়ান
• গ্রন্থনা: রবিউল কমল