দীর্ঘদিন পর বলিউডে যেন ফিরে এল সেই পুরোনো প্রেমের হাওয়া। মোহিত সুরি পরিচালিত ‘সাইয়ারা’ মুক্তির পর থেকেই যেন ঢেউ তুলেছে দর্শকের হৃদয়ে। শুধু হৃদয়েই নয়, বক্স অফিসেও উঠেছে রীতিমতো জোয়ার। ছবির মুক্তির সাত দিনের মধ্যেই আয় ছুঁয়েছে প্রায় ২৭৮ কোটি টাকা (বাংলাদেশি মুদ্রায়), যা নির্মাণ ব্যয়ের তিন গুণেরও বেশি। প্রেম, সংগীত আর তারুণ্যের সংমিশ্রণে তৈরি এই সিনেমা এখন দক্ষিণ এশিয়ায় আলোচনার শীর্ষে।
নবাগত আহান পান্ডে আর অনীত পাড্ডা অভিনীত ছবিটি প্রযোজনা করেছে যশরাজ ফিল্মস। ভারতে মুক্তি পেয়েছে ১৮ জুলাই। এর নির্মাণ ব্যয় ছিল আনুমানিক ৫৭ কোটি টাকা। প্রথম দিনেই আয় করে ২৭ কোটি টাকার বেশি, দ্বিতীয় দিনে ৩৯ কোটি, তৃতীয় দিনে ৪১ কোটি টাকা। সপ্তম দিনে কিছুটা ভাটা পড়লেও মোট আয় গিয়ে ঠেকেছে ভারতে প্রায় ২৭৯ কোটি টাকা। বিশেষজ্ঞদের মতে, এই সাফল্য বিগত কয়েক বছরের রোমান্টিক ঘরানার ছবির মধ্যে সবচেয়ে চমক জাগানো।
তরুণ প্রজন্মের জন্য নির্মিত এই ছবির গল্প যতটা আবেগঘন, তার চেয়েও বেশি আলোচনায় এসেছে ছবির মূল জুটি আহান-অনীত। বহুদিন পর বলিউডে এমন এক জুটি পাওয়া গেল, যাঁদের সঙ্গে দর্শক নিজেকে মিলিয়ে দেখতে পারছে। সিনেমার গানে যেমন প্রেম আছে, তেমনি রয়েছে স্নিগ্ধতা। রোমান্সের দৃশ্যগুলোতেও এসেছে আধুনিক স্পর্শ। ফলে শুধু প্রেক্ষাগৃহেই নয়, সামাজিক যোগাযোগমাধ্যমেও বইছে সাইয়ারা–জোয়ার। গান, সংলাপ, দৃশ্য—সবই ভাইরাল।
‘সাইয়ারা’ সিনেমার দৃশ্য। প্রযোজনা সংস্থার এক্স থেকে.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
দুপুরে সংবাদ সম্মেলন ডেকেছে সরকার
অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে সোমবার (৩ নভেম্বর) দুপুরে সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।
আজ দুপুর ১২টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের করবী হলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
রবিবার (২ নভেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়।
শুধু বৈধ নিরাপত্তা পাশধারী স্বীকৃত সাংবাদিকরা এতে অংশ নিতে পারবেন।
প্রেস উইং থেকে স্বীকৃত সাংবাদিকদের সোমবার দুপুর ১২টায় আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।
ঢাকা/নঈমুদ্দীন/ইভা