যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থা নাসার প্রায় ২০ শতাংশ কর্মী শিগগিরই প্রতিষ্ঠানটি থেকে বিদায় নিচ্ছেন। গতকাল শুক্রবার নাসার একজন মুখপাত্র এ তথ্য জানিয়েছেন।

প্রায় ৩ হাজার ৮৭০ কর্মী নাসা ছাড়বেন বলে ধারণা করা হচ্ছে। তবে মুখপাত্র বলেছেন, এ সংখ্যা আগামী কয়েক দিন বা কয়েক সপ্তাহে পরিবর্তিত হতে পারে। তিনি আরও বলেন, এসব কর্মী নাসা ছাড়ার পর সংস্থায় থেকে যাওয়া কর্মীর সংখ্যা হবে প্রায় ১৪ হাজার।

পলিটিকোর বরাতে দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়, নাসার কর্মীদের মধ্যে অন্তত ২ হাজার ৬০০ জনের চাকরি হারানোর পেছনে রয়েছেন ট্রাম্পের সাবেক ঘনিষ্ঠ মিত্র ধনকুবের ইলন মাস্ক। তিনি সরকারি খরচ কমানোর উদ্দেশ্যে গঠিত নতুন ‘সরকারি দক্ষতা বিভাগ’–এ দায়িত্ব পালনকালে এসব কর্মীকে ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেন। পরে তিনি নিজেই এ বিভাগ থেকে সরে দাঁড়ান।

হোয়াইট হাউস আগামী বছরের জন্য সংস্থাটির মোট বাজেটের এক-চতুর্থাংশ কমানোর প্রস্তাব দিয়েছে। আন্তর্জাতিক অনেক মহাকাশ মিশন বাতিল করা হয়েছে এবং ২০২৬ সালে নাসার বিজ্ঞান বাজেটের প্রায় অর্ধেক কাটা পড়ার আশঙ্কা রয়েছে।

দ্বিতীয় মেয়াদে ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর এখন পর্যন্ত নাসার প্রায় ১২ কোটি ডলারের অনুদান বাতিল করা হয়েছে। হোয়াইট হাউস আগামী বছরের জন্য সংস্থাটির মোট বাজেটের এক-চতুর্থাংশ কমানোর প্রস্তাব দিয়েছে। আন্তর্জাতিক অনেক মহাকাশ মিশন বাতিল করা হয়েছে এবং ২০২৬ সালে নাসার বিজ্ঞান বাজেটের প্রায় অর্ধেক কাটা পড়ার আশঙ্কা রয়েছে।

কমপক্ষে চারজন মহাকাশচারীসহ নাসার প্রায় ৩০০ সাবেক ও বর্তমান কর্মী সম্প্রতি সংস্থার অন্তর্বর্তী প্রধান শন ডাফিকে একটি খোলাচিঠি দিয়েছেন। ডাফি প্রেসিডেন্ট ট্রাম্পের একজন একান্ত অনুগত ব্যক্তি ও তাঁর পরিবহনমন্ত্রীর দায়িত্বে রয়েছেন। ৭ জুলাই নাসায় নিয়োগ পান তিনি।

মহাকাশ অভিযানে প্রাণ হারানো ১৭ নভোচারীকে ‘দ্য ভয়েজার ডিক্লারেশন’ শিরোনামের আনুষ্ঠানিক এ চিঠি উৎসর্গ করা হয়েছে। এতে সতর্ক করে বলা হয়, যদি নাসার বিজ্ঞান গবেষণার অনুদান, কর্মীসংখ্যা ও আন্তর্জাতিক মিশনের ওপর প্রস্তাবিত বাজেট কাটছাঁটের সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয়, তবে এর ভয়ানক পরিণতি হতে পারে।

কমপক্ষে চারজন মহাকাশচারীসহ নাসার প্রায় ৩০০ সাবেক ও বর্তমান কর্মী সম্প্রতি সংস্থার অন্তর্বর্তী প্রধান শন ডাফিকে একটি খোলাচিঠি দিয়েছেন। মহাকাশ অভিযানে প্রাণ হারানো ১৭ নভোচারীকে চিঠিটি উৎসর্গ করা হয়েছে।

চিঠিতে আরও বলা হয়েছে, ‘নাসায় বড় কোনো পরিবর্তন আনলে তা ধীরে ও পরিকল্পিতভাবে করা উচিত, যেন ঝুঁকিগুলো ভালোভাবে নিয়ন্ত্রণ করা যায়। কিন্তু গত ছয় মাসে যেভাবে দ্রুত ও অপ্রয়োজনীয় পরিবর্তন আনা হয়েছে, তা আমাদের মিশনকে দুর্বল করে দিয়েছে এবং নাসার কর্মীদের ওপর ভয়াবহ প্রভাব ফেলেছে।’

চিঠিতে বলা হয়, ‘যখন আমাদের নেতারা মানুষের নিরাপত্তা, বৈজ্ঞানিক অগ্রগতি ও জনগণের অর্থের সঠিক ব্যবহারের চেয়ে রাজনৈতিক ফায়দাকে বেশি গুরুত্ব দেন, তখন আমাদের মুখ খুলতেই হয়। এই বাজেট কাটছাঁট পরিকল্পনাহীন আর তা কংগ্রেসের অর্থ বরাদ্দ–সংক্রান্ত আইনেরও লঙ্ঘন। এর পরিণতি শুধু নাসার জন্য নয়, পুরো দেশের জন্যই বিপজ্জনক।’

আরও পড়ুনযুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে ১ হাজার ৩০০-এর বেশি কর্মী ছাঁটাই হচ্ছেন১১ জুলাই ২০২৫.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: র বর ত র জন য

এছাড়াও পড়ুন:

‘শফিউল বারী বাবু ছিলেন আন্দোলনের প্রেরণা’ 

বিএনপির দুঃসময়ে যখন অনেকেই পাশে ছিলেন না, তখন শফিউল বারী বাবু সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন বলে মন্তব্য করেছেন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসান। তিনি বলেন, “বাবু ভাই শুধু একজন নেতা ছিলেন না, তিনি ছিলেন আমাদের আদর্শ, আমাদের প্রেরণা এবং একজন শিক্ষক। ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলনে তার অবদান বিএনপি পরিবার কখনো ভুলবে না।”

সোমবার (২৮ জুলাই) দুপুরে লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর আলগী ইউনিয়নের হাজী আমজাদ মিয়া জামে মসজিদ প্রাঙ্গণে শফিউল বারী বাবুর পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে তিনি এ সব কথা বলেন। 

জেলা স্বেচ্ছাসেবক দলের ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে বাবুর কবর জিয়ারত ও ফুল দিয়ে শ্রদ্ধা জানান নেতারা।

জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মহসিন কবির স্বপনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হারুনুর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি ইয়াছিন আলী, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি বেলায়েত হোসেন ভুলু, জেলা কমিটির সহ-সভাপতি সালমান হায়দার রাশেদ, রামগতি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহরিয়ার হান্নান, সাধারণ সম্পাদক বেলাল হোসেন, কমলনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নূরে আলম সেলিম ও সদস্য সচিব গিয়াস উদ্দিন বক্তব্য রাখেন।

২০২০ সালের ২৮ জুলাই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শফিউল বারী বাবু। রাজনৈতিক জীবনে আওয়ামী লীগ সরকারের সময় তাকে একাধিকবার কারাবরণ করতে হয়।

ঢাকা/লিটন/বকুল

সম্পর্কিত নিবন্ধ

  • কাভার্ড ভ্যানের পেছনে ধাক্কা দিয়ে দুমড়েমুচড়ে গেল যাত্রীবাহী বাস
  • নিউ ইয়র্কে নিহত বাংলাদেশি পুলিশ কর্মকর্তা সম্পর্কে যা জানা গেলো
  • পাঁচ দ্বীপে বাড়ি কিনলেই পাবেন পাসপোর্ট, দেড় শতাধিক দেশে ভিসামুক্ত প্রবেশ সুবিধা
  • মানুষকে জড়িয়ে ধরল হস্তীশাবক
  • ‘একজন শিল্পীকে ভীষণভাবে অসম্মানিত করা হচ্ছে’
  • ‘শফিউল বারী বাবু ছিলেন আন্দোলনের প্রেরণা’ 
  • চীনে ভারী বৃষ্টিপাতে ৪ জনের মৃত্যু, ১১টি প্রদেশে বন্যার সতর্কতা জ
  • বিজিবিতে সিপাহি পদে নিয়োগ, জিপিএ–২.৫ হলে আবেদন
  • জার্মানিতে ফুল ফান্ডেড স্কলারশিপ: বিশ্বসেরা গবেষণাপ্রতিষ্ঠানে কাজের সুযোগ
  • সেতু মন্ত্রণালয়ে সড়ক পরিবহন বিভাগের নিয়োগ, নেবে ৯ জন