টি–টোয়েন্টি ক্রিকেটের ছন্দ কি বাংলাদেশ আর খুঁজেই পাবে না? প্রশ্নটা উঠতে শুরু করেছিল এই সংস্করণে টানা ছয় ম্যাচ হেরে যাওয়ার পর। এর মধ্যে ছিল গত মে মাসে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজও।

তবে হতাশার পথ পেরিয়ে শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিপক্ষে টানা দুটি টি–টোয়েন্টি সিরিজ জিতে এখন আবার আত্মবিশ্বাসী হয়ে উঠেছে বাংলাদেশ দল।

শ্রীলঙ্কাকে তাদের মাটিতে আর পাকিস্তানকে ঘরের মাঠে হারানো বাংলাদেশের পরের মিশন সেপ্টেম্বরের এশিয়া কাপ। তবে দৃষ্টিটা মূলত ২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপের দিকেই।

বড় এই দুই টুর্নামেন্টের আগে দুটি সিরিজ জয় নিয়ে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমূল আবেদীনের মন্তব্য, ‘ইতিবাচক, অনেক স্বস্তির। এখন দেখতে হবে এই ধারাবাহিকতা আমরা বজায় রাখতে পারি কি না।’

সংযুক্ত আরব আমিরাত থেকে পাকিস্তান হয়ে শ্রীলঙ্কায় প্রথম টি–টোয়েন্টি, হারের বৃত্তবন্দী দলটা এরপর হঠাৎ কী করে এমন বদলে গেল?

নাজমূল বলছেন, ক্রিকেটারদের এখন তাঁদের ভূমিকা সম্পর্কে পরিষ্কার ধারণা আছে। নিজেদের ওপর আস্থা ও আত্মবিশ্বাস বেড়েছে। টি–টোয়েন্টি ক্রিকেটটাও খেলোয়াড়েরা সবাই এখন আগের চেয়ে ভালো বুঝতে পারছেন।

সঙ্গে যোগ হয়েছে লিটন দাসের দায়িত্বশীল ও পরিণত অধিনায়কত্ব। গত বছর ওয়েস্ট ইন্ডিজকে তাদের মাঠে লিটনের নেতৃত্বেই ধবলধোলাই করেছিল বাংলাদেশ। তবে তিনি তখনো ছিলেন ভারপ্রাপ্ত অধিনায়ক। এরপর সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজের আগে ২০২৬ সালের টি–টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত তাঁর হাতেই তুলে দেওয়া হয় দলের নেতৃত্ব।

অধিনায়কত্ব অধ্যায়ের শুরুতে টানা হার দেখলেও শ্রীলঙ্কা সিরিজ থেকে লিটন যেন অনেকটাই পরিণত। নিজের সিদ্ধান্তের ব্যাপারে আত্মবিশ্বাসী, দল নিয়ে ভাবনাটাও পরিষ্কার। শ্রীলঙ্কার পর মিরপুরেও সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় ফুটে উঠেছে তা।

মাঠে লিটনের ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেওয়ার সামর্থ্যে সন্তুষ্ট ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধানও, ‘আমরা লিটনের মতামতকে গুরুত্ব দিই, সম্মান করি। সব সিদ্ধান্ত যে ঠিক হবে, তা তো নয়। তবে বেশির ভাগ সিদ্ধান্তই সে ঠিক নিচ্ছে বলে মনে হয়।’

শ্রীলঙ্কা ও পাকিস্তানকে হারানোয় সন্তুষ্টি থাকবে, তবে এটুকুতেই তৃপ্তির ঢেকুর তোলার যাওয়ার সুযোগ নেই। লিটন আর তাঁর দলের সামনে এখন এশিয়া কাপে ভালো করার চ্যালেঞ্জ। পরপর দুই সিরিজ জেতায় এখন এশিয়া কাপ নিয়ে প্রত্যাশাটাও বেশি।

তবে এশিয়া কাপ সামনে রেখে বাংলাদেশ দলের প্রস্তুতির ছবিটা এখনো পুরোপুরি পরিষ্কার নয়। টুর্নামেন্টের প্রায় মাস দেড়েক বাকি। আগস্টের ভারত সিরিজ বাতিল হয়ে যাওয়ায় সময়টা এখন ফাঁকা। গত পরশু পাকিস্তানের বিপক্ষে শেষ টি–টোয়েন্টির পর লিটন বলেছেন, এশিয়া কাপে যাওয়ার আগে আরও একটি সিরিজ খেলতে পারলে ভালো হতো তাঁদের জন্যও।

ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধানও জানিয়েছেন, দেশে বা বিদেশে একটি সিরিজ আয়োজনের চেষ্টা তাঁরা করে যাচ্ছেন। তবে সম্ভাব্য দলগুলোর ব্যস্ত সূচির জন্য চূড়ান্ত হয়নি কিছু। টানা সিরিজ খেলার ধকল সামলে নিতে আপাতত তাই ক্রিকেটারদের বিশ্রামে রাখাটাই জরুরি মনে করছে তারা।

১০–১২ দিনের বিশ্রামের পর আগস্টের প্রথম সপ্তাহে শুরু হবে ক্রিকেটারদের প্রস্তুতি, যাতে থাকার কথা লম্বা স্কিল ক্যাম্পও। এশিয়া কাপের আগে সপ্তাহ তিনেকের প্রস্তুতি ক্যাম্পে ক্রিকেটারদের স্কিলের উন্নতিতেই বেশি জোর দেওয়া হবে।

সারা বছর খেলার ব্যস্ততায় আলাদা করে নির্দিষ্ট কোনো বিষয়ে সক্ষমতা বাড়ানোর সুযোগ মেলে না। খেলার ব্যস্ততা না থাকায় এশিয়া কাপের আগে সেটি করার উপযুক্ত সময় বলে মনে করছে টিম ম্যানেজমেন্ট। সিরিজ খেলার জন্য শেষ পর্যন্ত বিদেশি দল পাওয়া না গেলে ‘এ’ দল বা হাই পারফরম্যান্স দলের সঙ্গে কয়েকটি প্রস্তুতি ম্যাচ খেলতে পারে জাতীয় দল।

প্রধান কোচ ফিল সিমন্সের চাহিদা অনুযায়ী এশিয়া কাপের প্রস্তুতিতে যোগ দেওয়ার কথা একজন পাওয়ার হিটিং কোচেরও। এ নিয়ে কয়েকজনের সঙ্গে যোগাযোগ শুরু করলেও এখনো কাউকে চূড়ান্ত করেনি বিসিবি।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: র প রস ত ত

এছাড়াও পড়ুন:

জেমিনিতে যুক্ত হলো গুগল স্লাইডস তৈরির সুবিধা, করবেন যেভাবে

পাওয়ার পয়েন্টের বিকল্প হিসেবে অনেকেই গুগল স্লাইডসের মাধ্যমে প্রেজেন্টেশন তৈরি করেন। অনলাইনে ব্যবহারের সুযোগ থাকায় যেকোনো জায়গা থেকেই গুগল স্লাইডসের মাধ্যমে দ্রুত প্রেজেন্টেশন তৈরি করা সম্ভব। আর তাই ব্যবহারকারীদের সহজে প্রেজেন্টেশন তৈরির সুযোগ দিতে নিজেদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট জেমিনিতে গুগল স্লাইডস প্রেজেন্টেশন তৈরির সুবিধা যুক্ত করেছে গুগল।

গুগলের তথ্যমতে, জেমিনিতে গুগল স্লাইডস প্রেজেন্টেশন সুবিধা কাজে লাগিয়ে যেকোনো লেখা বা নথিকে মুহূর্তেই আকর্ষণীয় প্রেজেন্টেশনে রূপ দেওয়া যাবে। চাইলে শুধু প্রম্পট লিখেও নতুন প্রেজেন্টেশন তৈরি করা সম্ভব। নিয়মিত যাঁরা প্রেজেন্টেশন তৈরি করেন, তাঁদের জন্য এটি হতে পারে বিশেষ সহায়ক। সময় বাঁচানোর পাশাপাশি এটি কাজকে সুন্দরভাবে উপস্থাপন করবে। জেমিনির ক্যানভাস টুল থেকে সুবিধাটি ব্যবহার করা যাবে।

গুগল জানিয়েছে, জেমিনির নতুন সুবিধা ব্যবহার করে জটিল নথি, বিক্রয়ের প্রতিবেদনকে পেশাদার মানের প্রেজেন্টেশনে রূপান্তর করা যাবে। বৈঠকের সারসংক্ষেপ তৈরি করতেও এটি কাজে লাগানো যাবে। শিক্ষার্থীরা চাইলে নিজের প্রবন্ধ ও নোটকে স্লাইডে রূপান্তর করতে পারবেন। ব্যবহারকারীদের আপলোড করা তথ্য বিশ্লেষণ করে ছবি, তথ্যচিত্রসহ সম্পূর্ণ প্রেজেন্টেশন তৈরি করে দেবে জেমিনি। প্রাথমিকভাবে জেমিনি প্রো ব্যবহারকারীরা এ সুবিধা পাবেন। শিগগিরই বিনা মূল্যে জেমিনি ব্যবহারকারীদের জন্য সুবিধাটি উন্মুক্ত করা হবে।

গুগল স্লাইডস প্রেজেন্টেশন তৈরির পদ্ধতি

জেমিনি ব্যবহার করে গুগল স্লাইডস প্রেজেন্টেশন তৈরির প্রক্রিয়াও বেশ সহজ। এ জন্য প্রথমে কম্পিউটার বা মুঠোফোনের ওয়েব সংস্করণে জেমিনি খুলে টুলবার থেকে ক্যানভাস অপশন বেছে নিতে হবে। এরপর প্রম্পটে লিখতে হবে ‘ক্রিয়েট আ প্রেজেন্টেশন’। এরপর প্রেজেন্টেশনের বিষয়বস্তু যোগ করতে হবে। চাইলে নিজের কোনো নথি আপলোড করেও তার ভিত্তিতে প্রেজেন্টেশন তৈরি করা যাবে। ব্যবহারকারীদের আপলোড করা তথ্য বিশ্লেষণ করে ছবি, তথ্যচিত্রসহ সম্পূর্ণ প্রেজেন্টেশন তৈরি করে দেবে জেমিনি।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

সম্পর্কিত নিবন্ধ

  • অমর একুশে বইমেলা ফেব্রুয়ারিতেই
  • নির্বাচনের তারিখ নির্দিষ্ট হওয়ার পরই বইমেলার তারিখ ঘোষণা
  • ফাইনালে দ. আফ্রিকাকে ২৯৯ রানের টার্গেট দিল ভারত
  • শাহরুখকে ‘কুৎসিত’ বলেছিলেন হেমা মালিনী, এরপর...
  • প্রথম দেখায় প্রেম নাকি ঝগড়া? আসছে ইয়াশ–তটিনীর ‘তোমার জন্য মন’
  • জেমিনিতে যুক্ত হলো গুগল স্লাইডস তৈরির সুবিধা, করবেন যেভাবে
  • উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এসএসসি প্রোগ্রাম, জেএসসি ছাড়াও ভর্তি
  • ইপিএফএল সামার রিসার্চ প্রোগ্রাম: আইএলটিএস ছাড়াই আবেদন
  • অনিরাপদ ওয়েবসাইটে ঢোকার আগে সতর্ক করবে গুগল ক্রোম
  • ২০২৬ সালে বিশ্ববাজারে জিনিসপত্রের দাম আরও ৭% কমতে পারে, বাংলাদেশে কেন কমছে না