গোপালগঞ্জে বাসচাপায় সাবেক ইউপি সদস্য নিহত
Published: 26th, July 2025 GMT
গোপালগঞ্জের কোটালীপাড়ায় বাসচাপায় মান্নান হাওলাদার মনু (৫৫) নামে এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন।
শুক্রবার (২৫ জুলাই) সন্ধ্যায় কোটালীপাড়া উপজেলার মাঝবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় গোপালগঞ্জ-পয়সার হাট সড়কে দুর্ঘটনার শিকার হন মান্নান হাওলাদার মনু। রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন।
আরো পড়ুন:
নাটোরের সড়কে ঝরল ইসলামী যুব আন্দোলনের নেতার প্রাণ
ঠাকুরগাঁওয়ে দুই মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল যুবকের
নিহত মান্নান হাওলাদার মনু কোটালীপাড়া উপজেলার কয়খা গ্রামের রজ্জব আলী হাওলাদারের ছেলে। তিনি ঘাঘর (বর্তমানে পৌরসভা) ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য।
নিহত মান্নানের বড় ছেলে বাবুল হাওলাদার বলেছেন, গোপালগঞ্জ সদরে আমার বোনের বাড়ি থেকে ভ্যানে করে কোটালীপাড়ার নিজ বাড়িতে ফিরছিলেন বাবা। ভ্যানটি গোপালগঞ্জ-পয়সার হাট সড়কে মাঝবাড়ি বাসস্ট্যান্ডে পৌঁছালে পয়সার হাট থেকে ছেড়ে আসা গোপালগঞ্জগামী একটি বাস ভ্যানকে চাপা দেয়। এতে আমার বাবা গুরুতর আহত হন। প্রথমে তাকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
কোটালীপাড়া থানার ওসি আবুল কালাম আজাদ জানিয়েছেন, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।
ঢাকা/বাদল/রফিক
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর সড়ক দ র ঘটন ন হত গ প লগঞ জ
এছাড়াও পড়ুন:
দুপুরে সংবাদ সম্মেলন ডেকেছে সরকার
অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে সোমবার (৩ নভেম্বর) দুপুরে সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।
আজ দুপুর ১২টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের করবী হলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
রবিবার (২ নভেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়।
শুধু বৈধ নিরাপত্তা পাশধারী স্বীকৃত সাংবাদিকরা এতে অংশ নিতে পারবেন।
প্রেস উইং থেকে স্বীকৃত সাংবাদিকদের সোমবার দুপুর ১২টায় আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।
ঢাকা/নঈমুদ্দীন/ইভা