‘অশ্লীল কনটেন্ট’ প্রচারের অভিযোগে ভারতে ২৫টি ওটিটি প্ল্যাটফর্ম বন্ধ করে দেওয়া হয়েছে। ভারতের কেন্দ্রীয় সরকার এএলটি বালাজি, উল্লু, বিগ শটসের মতো বেশ কিছু ওটিটি প্ল্যাটফর্ম ও সংশ্লিষ্ট মোবাইল অ্যাপ নিষিদ্ধ ঘোষণা করেছে। অভিযোগ, এই প্ল্যাটফর্মগুলোতে ‘অশ্লীল’, ‘অশালীন’ এবং কিছু ক্ষেত্রে ‘পর্নোগ্রাফিক’ কনটেন্ট প্রচার করা হচ্ছিল। সরকারি সূত্রের বরাত দিয়ে গতকাল শুক্রবার এই তথ্য জানিয়েছে হিন্দুস্তান টাইমস।

সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, ভারতের ডিজিটাল কনটেন্ট–সংক্রান্ত আইন লঙ্ঘনের গুরুতর অভিযোগে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। তদন্তে দেখা যায়, এসব প্ল্যাটফর্মে আপলোড হওয়া ভিডিও এবং ওয়েব সিরিজে ছিল ‘যৌন ইঙ্গিতপূর্ণ’ দৃশ্য, কোথাও কোথাও নগ্নতা ও যৌন কর্মকাণ্ডের বিস্তারিত উপস্থাপনাও ছিল। এসব কনটেন্টকে ‘পর্নোগ্রাফিক প্রকৃতির’ বলেই মনে করেছে কর্তৃপক্ষ।

একজন সংশ্লিষ্ট কর্মকর্তা বলেন, ‘এই প্ল্যাটফর্মগুলোতে যেসব কনটেন্ট আপলোড করা হচ্ছিল, তার অধিকাংশেরই কোনো সামাজিক বার্তা, কাহিনি বা থিম ছিল না। বরং সবটাই ঘুরপাক খাচ্ছিল অশ্লীলতা এবং অশালীন দৃশ্যের মধ্যেই।’
এখনো পর্যন্ত সরকারিভাবে কোনো পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হয়নি। তবে সরকারি সূত্র নিশ্চিত করেছে যে, তথ্যপ্রযুক্তি আইন ২০০০ এবং আইটি (মধ্যস্থ সংস্থা নির্দেশিকা ও ডিজিটাল মিডিয়া নীতি শৃঙ্খলা বিধি), ২০২১-এর আওতায় এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

এর আগেও স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোকে ‘স্বনিয়ন্ত্রিত গাইডলাইন’ মেনে চলার নির্দেশনা দিয়েছিল ভারত সরকার। কিন্তু এবারকার পদক্ষেপে স্পষ্ট হয়েছে, ভবিষ্যতে কঠোর নজরদারি এবং প্রয়োগ আরও জোরালো হবে।

আরও পড়ুনঅডিশন দিতে গিয়ে যৌন হেনস্তার শিকার হয়েছিলেন এই অভিনেত্রী১৫ এপ্রিল ২০২৩

এই তালিকা এখনো সরকারিভাবে প্রকাশিত না হলেও, বিভিন্ন প্রযুক্তিগত সংস্থা ও কর্মকর্তাদের মাধ্যমে সংবাদমাধ্যমে উঠে এসেছে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: প ল য টফর ম কনট ন ট সরক র

এছাড়াও পড়ুন:

নুরাল পাগলার দরবার থেকে চুরি হওয়া জেনারেটর উদ্ধার, যুবক গ্রেপ্তার

রাজবাড়ীর গোয়ালন্দে নুরাল পাগলার দরবার থেকে চুরি হওয়া একটি জেনারেটর উদ্ধার করেছে পুলিশ। এ সময় মো. মিজানুর রহমান (২৪) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়।

গতকাল বুধবার রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার মিজানপুর ইউনিয়নে অভিযান চালিয়ে মিজানুরকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ ও গোয়ালন্দ ঘাট থানা-পুলিশ। মিজানুরের বাড়ি রাজবাড়ী সদর উপজেলার লক্ষ্মীকোল সোনাকান্দর গ্রামে।

আরও পড়ুননিহতের বাবার মামলায় গ্রেপ্তার আরও ২, দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতির দাবি১০ সেপ্টেম্বর ২০২৫

এ নিয়ে দুই মামলায় মোট ২৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেন রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. শরীফ আল রাজীব।

পুলিশের এই কর্মকর্তা বলেন, ৫ সেপ্টেম্বর গোয়ালন্দের নুরাল পাগলার দরবারে বিক্ষুব্ধ জনতা হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়। এ সময় মিজানুর রহমান জেনারেটর চুরি করে নিয়ে যাচ্ছেন—এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে মিজানুরকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়। মিজানুরকে দরবারে হামলা, ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ, লাশ পোড়ানো ও হত্যার ঘটনায় হওয়া মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে তাঁকে রাজবাড়ীর আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।

আরও পড়ুননুরাল পাগলার দরবারে হামলায় হত্যা মামলা, মসজিদের ইমামসহ চারজন গ্রেপ্তার০৯ সেপ্টেম্বর ২০২৫

ওই দিন পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় উপপরিদর্শক (এসআই) সেলিম মোল্লা বাদী হয়ে প্রায় তিন হাজার থেকে সাড়ে তিন হাজার অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আসামি করে ৬ সেপ্টেম্বর মামলা করেন। এই মামলায় মোট ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে দরবারে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাট, হত্যা ও কবর থেকে লাশ তুলে মহাসড়কে পুড়িয়ে ফেলার ঘটনায় নিহত ভক্ত রাসেল মোল্লার বাবা আজাদ মোল্লা বাদী হয়ে ৮ সেপ্টেম্বর মামলা করেন। ওই মামলায় সাড়ে তিন হাজার থেকে চার হাজার অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে। মামলায় এখন পর্যন্ত মিজানুরসহ নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ