ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইআইটিতে এমআইটি প্রোগ্রাম, পরীক্ষা দুই ধাপে
Published: 27th, July 2025 GMT
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন অব ইনফরমেশন টেকনোলজিতে (আইআইটি) ২০২৫-২৬ সেশনে ফল সেমিস্টারে এক্সিকিউটিভ মাস্টার ইন ইনফরমেশন টেকনোলজি (এমআইটি) প্রোগ্রামে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে।
কোর্সের বৈশিষ্ট্য—১. প্রতিটি ৬ মাস সেমিস্টার, ৩টি বিভক্ত হবে
২. সন্ধ্যাকালীন অফিস ছুটির পর ক্লাস
৩. অনলাইনে আবেদন করতে হবে:
আবেদনের যোগ্যতা—১.
২. স্নাতক স্তরে আবেদনকারীদের কমপক্ষে সিজিপিএ–২.৫০ থাকতে হবে ৪.০০ (অথবা সমমানের) স্কেলে
৩. কোনো পাবলিক পরীক্ষায় তৃতীয় শ্রেণি বা বিভাগ (অথবা সমমানের) ডিগ্রি অর্জন করা যাবে না
৪. আইটি চাকরির অভিজ্ঞতা অথবা পিজিডিআইটি ডিগ্রিধারী আবেদনকারীদের অগ্রাধিকার দেওয়া হবে।
আরও পড়ুনজার্মানিতে ফুল ফান্ডেড স্কলারশিপ: বিশ্বসেরা গবেষণাপ্রতিষ্ঠানে কাজের সুযোগ৩ ঘণ্টা আগেভর্তি পরীক্ষার বিস্তারিত—পরীক্ষা দুটি ধাপে অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষায় কম্পিউটার, পরিমাণগত, বিশ্লেষণাত্মক এবং ইংরেজি ভাষার দক্ষতা মূল্যায়ন করা হবে। সফল (লিখিত পরীক্ষা) প্রার্থীদের এমআইটিতে ভর্তির জন্য চূড়ান্ত নির্বাচনের জন্য একটি মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
আরও পড়ুনবিল গেটস বৃত্তি, সুযোগ তিন শতাধিক শিক্ষার্থীর২৩ জুলাই ২০২৫ভর্তি পরীক্ষার বিস্তারিত—১. আবেদনের শেষ তারিখ: ৩০ জুলাই ২০২৫
২. লিখিত পরীক্ষার তারিখ: ২ আগস্ট ২০২৫, আইআইটি ভবন, ঢাকা বিশ্ববিদ্যালয়
৩. লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ: ৪ আগস্ট ২০২৫
৪. মৌখিক পরীক্ষার তারিখ: ৯ আগস্ট ২০২৫
৫. ফলাফল প্রকাশের তারিখ: ১০ আগস্ট ২০২৫
৬. এমআইটি প্রোগ্রামে মেধাতালিকা: ১২-২৪ আগস্ট ২০২৫
৭. ক্লাস শুরুর তারিখ: ১ সেপ্টেম্বর ২০২৫
বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট:
আরও পড়ুননটর ডেম কলেজ: একাদশে ভর্তিতে যোগ্যতার শর্ত প্রকাশ, ও লেভেল শিক্ষার্থীদের আবেদন নয়, আসন ৩২৯০টি২৬ জুলাই ২০২৫উৎস: Prothomalo
কীওয়ার্ড: ল খ ত পর ক ষ পর ক ষ র আগস ট
এছাড়াও পড়ুন:
৭ কোটি বাজেটে ৯০ কোটি আয়, সবাইকে টেক্কা দিয়েছে এই সিনেমা
হিন্দিতে ‘ছাবা’, ‘সাইয়ারা’ চলতি বছর বক্স অফিসে ঝড় তুলেছিল। দক্ষিণি সিনেমার মধ্যে ‘লোকাহ চ্যাপটার ১: চন্দ্র’, ‘কানতারা: চ্যাপটার ১’ ভালো ব্যবসা করেছে। কিন্তু বাজেটের তুলনায় ব্যবসায়িক সাফল্যে বিচার করলে সবাইকে পেছনে ফেলেছে একটি দক্ষিণি সিনেমা। মাত্র ৭ কোটি রুপি বাজেটের ছবিটি আয় করেছে ৯০ কোটি রুপি!
২০২৫ সালের প্রথমার্ধে বড় তারকা ও বাজেটের সিনেমা যেমন হিট হয়েছে, তেমনই কিছু চমকপ্রদ সাফল্য এসেছে ছোট বাজেটের চলচ্চিত্র থেকে। সেই ছোট বাজেটের তামিল ছবি ‘টুরিস্ট ফ্যামিলি’ পুরো বছরকে ছাপিয়ে গেছে, যা এখন ২০২৫ সালের সবচেয়ে লাভজনক সিনেমা হিসেবে বিবেচিত হচ্ছে।
‘টুরিস্ট ফ্যামিলি’: হৃদয়স্পর্শী গল্পের সাফল্য
‘টুরিস্ট ফ্যামিলি’ পরিচালনা করেছেন অভিশান জেভিন্থ, যিনি এটি দিয়ে পরিচালনায় অভিষেক করছেন। সিনেমার কাহিনি শ্রীলঙ্কা থেকে আসা এক তামিল পরিবারের ভারতযাত্রাকে ঘিরে। পরিবারটি অর্থনৈতিক সংকট থেকে ‘উন্নত জীবনের’ আশায় দেশ ছাড়ে।