গত বছর বিএনপির আয়-ব্যয় বেড়েছে, উদ্বৃত্ত প্রায় ১১ কোটি
Published: 27th, July 2025 GMT
আগের বছরের তুলনায় ২০২৪ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) আয় ও ব্যয়—উভয়ই বেড়েছে।
২০২৪ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত বিএনপির মোট আয় ১৫ কোটি ৬৫ লাখ ৯৪ হাজার ৮৪২ টাকা। একই সময়ে দলটির ব্যয় ৪ কোটি ৮০ লাখ ৪ হাজার ৮২৩ টাকা।
আজ রোববার ২০২৪ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ে দলীয় আয়-ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে (ইসি) জমা দেয় বিএনপির একটি প্রতিনিধিদল। পরে সাংবাদিকদের এ-সংক্রান্ত তথ্য জানান প্রতিনিধিদলের নেতৃত্ব দেওয়া বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
রুহুল কবির রিজভী বলেন, গত বছর বিএনপির আয়ের তুলনায় ব্যয় কম হয়। ফলে অর্থ উদ্বৃত্ত থাকে। উদ্বৃত্ত অর্থের পরিমাণ ১০ কোটি ৮৫ লাখ ৯০ হাজার ১৯ টাকা। এই অর্থ ব্যাংক হিসাবে জমা আছে।
আগের বছর অর্থাৎ ২০২৩ সালে বিএনপির আয় হয়েছিল ১ কোটি ১০ লাখ ৮০ হাজার ১৫১ টাকা। ব্যয় হয়েছিল ৩ কোটি ৬৫ লাখ ২৩ হাজার ৯৭০ টাকা।
রুহুল কবির রিজভী জানান, ২০২৪ সালে বিএনপির আয়ের খাতের মধ্যে ছিল জাতীয় নির্বাহী কমিটির মাসিক চাঁদা, বইপুস্তক বিক্রয়, বিভিন্ন ব্যক্তি-প্রতিষ্ঠানের অনুদান, ব্যাংক থেকে অর্জিত সুদ ইত্যাদি।
২০২৪ সালে বিএনপির ব্যয়ের খাতগুলোর মধ্যে রয়েছে বিভিন্ন ব্যক্তিকে আর্থিক অনুদান, বন্যাকবলিত এলাকায় ত্রাণ বিতরণ, পোস্টার-লিফলেট ছাপানো, বিভিন্ন সভার হল ভাড়া, দাপ্তরিক ক্রোড়পত্র ছাপানো, রমজানে ইফতার মাহফিল ও অফিশিয়াল বিভিন্ন খরচ।
নির্বাচন কমিশনের বিধান অনুযায়ী, নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে প্রতিবছরের ৩১ জুলাইয়ের মধ্যে আগের পঞ্জিকা বছরের আয়-ব্যয়ের হিসাব ইসিতে জমা দিতে হয়। সে অনুযায়ী, আজ ইসিতে আয়-ব্যয়ের হিসাব জমা দিল বিএনপি।
রুহুল কবির রিজভী বলেন, গত বছর বিএনপির আয় কীভাবে হয়েছে, কোন কোন খাতে ব্যয় হয়েছে, তার পুঙ্খানুপুঙ্খ তথ্য অডিট রিপোর্টে উল্লেখ আছে। গণতান্ত্রিক পথে হাঁটার যে প্রক্রিয়া, তা অনুসরণ করে নির্বাচন কমিশনে এসে বিএনপি আয়-ব্যয়ের প্রতিবেদন জমা দিয়েছে।
অবাধ-সুষ্ঠু নির্বাচন আয়োজনে বর্তমান নির্বাচন কমিশন দায়িত্বশীল ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেন রুহুল কবির রিজভী। তিনি বলেন, মানুষ দীর্ঘদিন ভোট দিতে পারেনি। অবাধ-সুষ্ঠু নির্বাচনকে জাদুঘরে পাঠিয়ে দিয়েছিলেন শেখ হাসিনা। সেখান থেকে বর্তমান নির্বাচন কমিশন একটি অবাধ-সুষ্ঠু নির্বাচন আয়োজনে দায়িত্বশীল ভূমিকা পালন করবে বলে তাঁরা আশা করছেন। এ জন্য যাবতীয় যে কাজ করা দরকার, তা তাঁরা করবেন। এখন পর্যন্ত সংবিধানে নির্বাচন কমিশনের যে স্বাধীনতা রয়েছে, সেই বিধানগুলো প্রয়োগ করে নির্বাচনকে বানচাল অথবা যেকোনো গভীর ষড়যন্ত্র প্রতিহত করতে কমিশন সাহসী ভূমিকা রাখবে বলে বিশ্বাস করে বিএনপি।
আরও পড়ুনবিএনপির আয়–ব্যয় দুটোই কমেছে২৯ জুলাই ২০২৪মানুষের প্রত্যাশা অনুযায়ী আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনো ততটা উন্নত হয়ে ওঠেনি বলে মন্তব্য করেন রুহুল কবির রিজভী। তিনি বলেন, তবু মানুষের মধ্যে যে আশা জেগে উঠেছে, অন্তত শেখ হাসিনার দুর্বৃত্তায়নে তারা আর নিপীড়িত হবে না, নির্বাচন কমিশন সেই গুরুদায়িত্ব পালন করবে। পাশাপাশি নির্বাচন কমিশন সব রাজনৈতিক দল ও মানুষের কাছে আস্থার প্রতীক হিসেবে গড়ে উঠবে বলে তাঁরা প্রত্যাশা করেন।
রুহুল কবির রিজভী বলেন, যারা অবাধ ও সুষ্ঠু নির্বাচনবিরোধী, তারা বসে নেই। নানাভাবে চক্রান্ত করে তারা নির্বাচন বানচালের চেষ্টায় মেতে উঠেছে। এসব বিষয় চিহ্নিত করে অন্তর্বর্তী সরকার যথাযথ ব্যবস্থা নেবে। পাশাপাশি এখনো যে সময় আছে, সে সময়ের মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটাবে। অন্তর্বর্তী সরকারের প্রতি দীর্ঘ ১৬ বছর নিপীড়নের শিকার দলগুলো যে আস্থা রেখেছে, তারা এখন সেই আস্থার প্রতীক হিসেবে কাজ প্রদর্শন করবে, যাতে মানুষ ভোটকেন্দ্রে যেতে কোনো ভয় না পায়।
বিএনপির প্রতিনিধিদলে ছিলেন দলটির কোষাধ্যক্ষ রশিদুজ্জামান মিল্লাত, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মাহবুবুর রহমান, বিএনপি নেতা আমিনুল হক প্রমুখ।
আরও পড়ুন বিএনপির আয়–ব্যয় দুটিই বেড়েছে৩০ জুলাই ২০২৩.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ২০২৪ স ল
এছাড়াও পড়ুন:
ভিভো ওয়াই৪০০ এর প্রোডাক্ট অ্যাম্বাসেডর হলেন ইমরানুর
ভিভো ওয়াই সিরিজে নতুন সংযোজন ওয়াই৪০০-এর সঙ্গে যুক্ত হয়েছেন দেশের দ্রুততম মানব ও আন্তর্জাতিক স্বর্ণজয়ী অ্যাথলেট ইমরানুর রহমান।
তরুণদের স্পিড আইকন এবং আন্তর্জাতিক পর্যায়ে স্বর্ণজয়ী এই অ্যাথলেট এবার সামনে এসেছেন ভিভো ওয়াই৪০০-এর প্রোডাক্ট অ্যাম্বাসেডর হিসেবে। ইমরানুর রহমান ইংল্যান্ডের শেফিল্ডে জন্ম নেওয়া সিলেটি বংশোদ্ভূত এক প্রতিভাধর অ্যাথলেট। ছোটবেলায় ফুটবল খেলতে পছন্দ করতেন তিনি, তবে বন্ধুদের অনুপ্রেরণায় শুরু করেন অ্যাথলেটিকস।
২০২১ সালে যুক্ত হন বাংলাদেশের সঙ্গে। ২০২৩ সালের লন্ডনে ১০০ মিটার দৌড়ে ১০.১১ সেকেন্ডে জাতীয় দলের হয়ে নতুন রেকর্ড গড়েন। একই বছর কাজাখাস্তানের এশিয়ান ইনডোরে ৬০ মিটার দৌড় শেষ করেন ৬.৫৯ সেকেন্ডে। এটি বাংলাদেশের ইতিহাসে এশিয়ান ইনডোর চ্যাম্পিয়নশিপে প্রথম স্বর্ণপদক অর্জন। আন্তর্জাতিক মঞ্চেও দেশের নাম উজ্জ্বল করেছেন ইমরানুর রহমান। ২০২২ সালে ইংল্যান্ডের বার্মিংহামে কমনওয়েলথ গেমসে ১০০ মিটার দৌড়ে প্রথমবারের মতো বাংলাদেশের হয়ে সেমিফাইনালে জায়গা করে নেন তিনি। বছরের পর বছর জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে অসংখ্য সম্মান অর্জন করেছেন, যার মধ্যে রয়েছে ২০২৩ সালে থাইল্যান্ডে অনুষ্ঠিত এশিয়ান অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে সেমিফাইনালে স্থান করে নেবার পাশাপাশি, বাংলাদেশের বর্ষসেরা ক্রীড়াবিদ হিসেবে নির্বাচিত হয়েছিলেন।
ভিভো ওয়াই৪০০-এর প্রোডাক্ট অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হয়ে ইমরানুর রহমান বলেন, “ভিভো ওয়াই৪০০-এর প্রোডাক্ট অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। ফোনটির শক্তিশালী পারফরম্যান্স এবং নিরবচ্ছিন্ন কর্মক্ষমতা আমাকে প্রতিটি বাধা অতিক্রম করার অনুপ্রেরণা দেয়।। ট্র্যাকে বা তার বাইরে, প্রতিটি মুহূর্তে যেমন নিখুঁততা ও নির্ভরযোগ্যতা প্রয়োজন, তেমনি অ্যাডভান্সড ফিচার, শক্তিশালী এবং পাওয়ারফুল পারফরম্যান্স জীবনের প্রাণবন্ত মুহূর্তগুলো ধরে রাখার অসাধারণ সক্ষমতা নিয়ে প্রতিদিনের চ্যালেঞ্জে ওয়াই৪০০ আমার আদর্শ সঙ্গী।”
যার পায়ের গতি সময়কে পেছনে ফেলার সাহস দেখায়, তার হাতের ডিভাইসটিও এমন হওয়া উচিত যা থেমে যাবে না কোনো বাঁধায়। ঠিক যেমন ভিভো নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন ভিভো ওয়াই৪০০। যা ইমরানুর রহমানের অদম্য সাহস ও অবিচল আত্মবিশ্বাসেরই প্রযুক্তিগত প্রতিফলন।
ঢাকা/সাইফ