আগামীকাল সোমবার কনটেইনার পরিবহনের গাড়িচালক ও সহকারীদের সংগঠন চট্টগ্রাম জেলা প্রাইম মুভার ট্রেলার, কংক্রিট মিক্সচার, ফ্ল্যাটবেড ও ড্রাম ট্রাক শ্রমিক ইউনিয়নের কার্যকরী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন উপলক্ষে কাল সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত কনটেইনার পরিবহনের গাড়ি চলাচল বন্ধ থাকার ঘোষণা দিয়েছে এ–সংক্রান্ত নির্বাচন উপপরিষদ।

কাল সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত বন্দর রিপাবলিক ক্লাবে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন উপলক্ষে কনটেইনার পরিবহনের গাড়ি চলাচল বন্ধ রাখায় বন্দর ব্যবহারকারীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। কারণ, এই গাড়ি চলাচল বন্ধ থাকলে বন্দরে জাহাজ থেকে কনটেইনার ওঠানো-নামানো, ডিপো ও বন্দরে আমদানি-রপ্তানি পণ্যবাহী কনটেইনার আনা-নেওয়ার কার্যক্রম বন্ধ হয়ে যাবে।

বন্দরসচিব ওমর ফারুক প্রথম আলোকে বলেন, ‘কনটেইনার পরিবহনের গাড়ি চলাচল বন্ধ থাকলে বন্দরে কনটেইনার ওঠানো-নামানো ও পরিবহনের কাজে ব্যাহত হবে। তাই পালাক্রমে ভোট দিয়ে যাতে গাড়ি চলাচল স্বাভাবিক রাখা যায়, সে জন্য তাঁদের আহ্বান জানাই।’

প্রাইম মুভার ট্রেলারে করে প্রতিদিন গড়ে রপ্তানি পণ্যবাহী দুই হাজার কনটেইনার ডিপোগুলো থেকে বন্দরে নেওয়া হয়। আবার আমদানি পণ্যবাহী কনটেইনার বন্দর থেকে ডিপোতে নেওয়া হয় এ ধরনের গাড়িতে।

জানতে চাইলে কনটেইনার ডিপো অ্যাসোসিয়েশনের মহাসচিব রুহুল আমিন প্রথম আলোকে বলেন, সংগঠনটির সদস্যরা গাড়ি চলাচল স্বাভাবিক রেখে ভোট দিতে পারেন। তাহলে কাজের ক্ষতি হবে না।

এসব বিষয়ে জানতে চাইলে সংগঠনটির নির্বাচন উপপরিষদের চেয়ারম্যান মো.

ওয়াহিদুজ্জামান জাহিদ প্রথম আলোকে বলেন, ভোটদানের সুবিধার জন্য এই নির্দেশনা দেওয়া হয়েছে। তবে চাইলে ভোট দিয়ে গাড়ি চালাতে পারবেন যে কেউ। আশা করি দুপুরের পর থেকে গাড়ি চলাচল স্বাভাবিক হবে।

ওয়াহিদুজ্জামান জাহিদ বলেন, কনটেইনার পরিবহনের সাড়ে ৯ হাজার প্রাইম মুভার ট্রেলার রয়েছে। ভোটার হলেন ১০ হাজার ৪৫২ জন। তিন বছর মেয়াদে এই নির্বাচনে ২৫ পদে ৬৭ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

তাজউদ্দীন শুধু পরিবারের নয়, রাষ্ট্রের সম্পদ

তাজউদ্দীন আহমদ শুধু তাঁর পরিবারের নয়, তিনি বাংলাদেশ রাষ্ট্রের সম্পদ। অক্লান্ত পরিশ্রমে তিনি মুক্তিযোদ্ধাদের সংগঠিত করেছিলেন। তিনি স্বাধীনতা সংগ্রামের শুধু একজন নেতা ছিলেন না, একজন সংবেদনশীল মানুষ হিসেবে সর্বপ্রাণের প্রতি তাঁর দরদ ছিল।

আজ শনিবার বাংলা একাডেমিতে তাজউদ্দীন আহমদের জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তারা এ কথাগুলো বলেন। সেন্টার ফর তাজউদ্দীন আহমদ রিসার্চ অ্যান্ড অ্যাকটিভিজম (সিতারা) বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে।

আলোচনায় অংশ নিয়ে ভারতীয় দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি ভি কে গোকুল বলেন, স্বাধীনতাযুদ্ধে মুক্তিযোদ্ধাদের সংগঠিত রেখে যুদ্ধ পরিচালনা করেছিলেন তাজউদ্দীন আহমদ। স্বাধীন বাংলাদেশে অর্থ ও পরিকল্পনামন্ত্রী হিসেবে গ্রামীণ অর্থনীতিকে প্রাধান্য দিয়ে স্বনির্ভর নীতি গ্রহণ করেছিলেন।

তাজউদ্দীন আহমদের মমত্ববোধের প্রসঙ্গে ভি কে গোকুল বলেন, সর্বপ্রাণের প্রতি তাঁর মমত্বের প্রমাণ পাওয়া যায় একটা লেখায়, যেখানে একটি চড়ুই পাখির মৃত্যু তাঁকে ছুঁয়ে গিয়েছিল। তিনি স্বাধীনতাসংগ্রামের একজন নেতাই শুধু নন, তিনি সর্বপ্রাণকে তাঁর পরিবারের অংশ হিসেবেই দেখতেন।

আলোচনায় অংশ নিয়ে তাজউদ্দীন আহমদের সন্তান তানজিম আহমদ সোহেল তাজ বলেন, গণ–আকাঙ্ক্ষার প্রতীক ছিলেন বঙ্গবন্ধু। কিন্তু তাঁর গ্রেপ্তারের পর যে বিশাল শূন্যতা তৈরি হয় নেতৃত্বের, সেটা পূরণ করেন তাজউদ্দীন আহমদ। দক্ষতার সঙ্গে তিনি নয় মাসের মুক্তিযুদ্ধ পরিচালনা করেছিলেন।

ইতিহাসের এ মূল্যবান অংশটি তরুণদের সামনে তুলে ধরার জন্য গবেষকদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘তাজউদ্দীন আহমদ শুধু আমাদের পিতা নন, তিনি এ রাষ্ট্রের সম্পদ। আজকে আমাদের সবার এক হতে হবে মুক্তিযুদ্ধ ও জুলাইয়ের চেতনায়। এমন একটা বাংলাদেশ গড়ে তুলতে হবে, যেখানে কোনো বৈষম্য থাকবে না, সবার জন্য ন্যায়বিচার নিশ্চিত হবে।’

জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয় বেলা সাড়ে তিনটার দিকে। এরপর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে নিহত ব্যক্তিদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর প্রদর্শন করা হয় সিতারা কর্তৃক তাজউদ্দীন আহমদের জন্মশতবার্ষিকী উপলক্ষে নির্মিত একটি প্রামাণ্যচিত্র। প্রামাণ্যচিত্র প্রদর্শন শেষে তাজউদ্দীন আহমদের ওপর দুটি বইয়েরও মোড়ক উন্মোচন করা হয়।

তাজউদ্দীন আহমদকে নিয়ে বিভিন্ন লেখকের লেখা প্রবন্ধ নিয়ে সংকলন ‘তাজউদ্দীন আহমদ: শতবর্ষে সংশপ্তক’ বইটির মোড়ক উন্মোচন করেন ড. কামাল হোসেন। এ ছাড়া তাজউদ্দীন আহমদের বিভিন্ন সময়ে দেওয়া ভাষণের সংকলন ‘মুক্তির কণ্ঠস্বর তাজউদ্দীন আহমদ’ বইয়ের মোড়ক উন্মোচন করেন লেখক মঈদুল হাসান।

এরপর তাজউদ্দীন আহমদের জন্মশতবার্ষিকী উপলক্ষে রিপাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘শিক্ষার্থীদের উন্নতিতে পাঠ্যপুস্তকই যথেষ্ট’ শীর্ষক একটি বিতর্ক অনুষ্ঠিত হয়। বিতর্কের শেষে অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, জুলাই গণ–অভ্যুত্থান, লেখক, সাংস্কৃতিক, শিক্ষাপ্রতিষ্ঠান, গুণীজনসহ ছয়টি ক্যাটাগরিতে মোট ১০০টি সম্মাননা প্রদান করা হয়।

এ সময় কয়েকজন মুক্তিযোদ্ধা ও জুলাইযোদ্ধা তাঁদের অভিজ্ঞতা বিনিময় করেন।

তাজউদ্দীন আহমদের জ্যেষ্ঠ কন্যা শারমিন আহমদ বলেন, ‘আমরা সম্মাননা দেওয়ার ক্ষেত্রে কোনো দল–মত বিচার করিনি। আমাদের প্রয়োজন দেশপ্রেমের ভিত্তিতে ঐক্যবদ্ধ হওয়া।’

অনুষ্ঠানে বক্তব্য দেন শারমিন আহমদের স্বামী আমার আবদুল্লাহ। তিনি তাজউদ্দীন আহমদের দূরদর্শিতাকে মিসরের সাবেক প্রেসিডেন্ট গামাল আবদেল নাসেরের সঙ্গে তুলনা করে বলেন, গামাল আবদেল নাসেরের দূরদর্শিতায় মিসর খরার হাত থেকে ৬০ দশকে বেঁচে গিয়েছিল। তাজউদ্দীন আহমদের দূরদর্শিতাও ছিল একই রকম।

শারমিন আহমদের সন্তান তাজ ইমান আহমদ ইবনে মুনির বলেন, তাজউদ্দীন আহমদের জীবনদর্শন তাঁর জীবনে আলোকবর্তিকা হিসেবে কাজ করে। যে সোনার বাংলা আমাদের অধরা রয়ে গেছে, সেটা অর্জন করতে সাহসিকতা নিয়ে আমাদের দাঁড়াতে হবে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ ও চিন্তক আবুল কাসেম ফজলুল হক, মানবাধিকারকর্মী হামিদা হোসেন, বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ফৌজিয়া মোসলেম, কামাল সিদ্দিকী, প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান ও লেখক সোহান রিজওয়ান।

সম্পর্কিত নিবন্ধ

  • ২৯ জুলাই থেকে ৮ আগস্ট সময়কালে ফ্যাসিবাদী শক্তি নৈরাজ্য সৃষ্টি করতে পারে, এসবির প্রতিবেদন
  • জুলাই পুনর্জাগরণ উদযাপন উপলক্ষে সভা, ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচি
  • দেশে ১৫ লাখ পরিবারে হেপাটাইটিস, রয়েছে এই রোগ প্রতিরোধে সচেতনতার ঘাটতি
  • আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলা: অভিযোগ গঠনের বিষয়ে শুনানি ৭ আগস্ট
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ছাড়া সারা দেশের সব কমিটির কার্যক্রম স্থগিত
  • ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনে প্রশাসক নিয়োগ
  • বিনিয়োগ কমে যাওয়া ও রাজনৈতিক অনিশ্চয়তা অর্থনীতিকে দুর্বল করেছে
  • তাজউদ্দীন শুধু পরিবারের নয়, রাষ্ট্রের সম্পদ
  • ইউনিভার্সিটি টিচার্স লিংক নামে শিক্ষকদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ