মুরাদনগরে বৈষম্যবিরোধী আন্দোলনের মুখপাত্র কেয়ার পদত্যাগ
Published: 27th, July 2025 GMT
জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম সংগঠক এবং কুমিল্লার মুরাদনগর উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র খাদিজা আক্তার কেয়া পদত্যাগ করেছেন। শনিবার (২৬ জুলাই) রাতে নিজের ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে এক আবেগঘন পোস্টের মাধ্যমে তিনি এই ঘোষণা দেন।
খাদিজা আক্তার কেয়া মুরাদনগর উপজেলার উত্তর ত্রিশ গ্রামের বাসিন্দা এবং মৃত কবির হোসেনের মেয়ে। তিনি বর্তমানে কোম্পানিগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
নিজের পোস্টে কেয়া লেখেন, “যার জন্য করলাম চুরি, সেই বলে চোর! এটা আমার ক্ষেত্রেই যে প্রযোজ্য হবে না, কে বলল? আপনারা সবাই জানেন, আমি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন দায়িত্বশীল কর্মী ছিলাম। কিন্তু আজকের পর থেকে এই আন্দোলনের সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই।”
আরো পড়ুন:
আগস্টে পদত্যাগ করতে যাচ্ছেন জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা
যশোরে শিক্ষা বোর্ড ও ডিসি অফিসের সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ
তিনি আরো বলেন, “আমরা গণ-অভ্যুত্থানের পর একটি প্লাটফর্মে এসেছিলাম মুরাদনগর থেকে। সেই অভ্যুত্থানে আমাদের হাজারো ভাই-বোন শহীদ হয়েছেন। আমি তাদের রক্তের সঙ্গে বেইমানি করতে পারি না। তাই আমি নিজেই এইসব কিছু থেকে সরে দাঁড়ালাম। আজ থেকে এই প্লাটফর্মের সঙ্গে আমার সংশ্লিষ্টতা থাকবে না।”
কেয়া তার বক্তব্যে স্পষ্ট করেন, তিনি কোনো রাজনৈতিক দল বা ব্যক্তি কেন্দ্রিক রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না এবং ভবিষ্যতেও থাকবেন না। তবে দেশের স্বার্থে ও সংস্কারের পক্ষে তিনি সবসময় সংগ্রামে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি লেখেন, “দেশের স্বার্থে আমি সবসময় লড়াই করে যাবো। আমাকে সবসময় দেশের পক্ষে পাওয়া যাবে ইনশাআল্লাহ।”
কেয়ার এ পদত্যাগে ছাত্র আন্দোলনের ভেতরে আলোচনার সৃষ্টি হয়েছে। এ বিষয়ে আন্দোলনের অন্যান্য নেতারা এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাননি।
ঢাকা/রুবেল/বকুল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর পদত য গ গণঅভ য ত থ ন ম র দনগর পদত য গ
এছাড়াও পড়ুন:
সড়ক বন্ধ করে ফুটবল খেলা দেখার সময় বাসচাপায় নিহত ১, আহত ১৪
কুমিল্লার মুরাদনগরে ফুটবল টুর্নামেন্টের খেলা দেখতে আসা দর্শকদের চাপা দিয়েছে একটি বাস। এতে গিয়াস উদ্দিন (৪০) নামের একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৪ জন, যাঁদের মধ্যে ৪ জনের অবস্থা গুরুতর। গতকাল শনিবার বিকেলে উপজেলার ডি আর সরকারি উচ্চবিদ্যালয়ের মাঠের পাশে মুরাদনগর-ইলিয়টগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত গিয়াস উদ্দিন দুলারামপুর গ্রামের শহীদ মিয়ার ছেলে। তিনি পেশায় অটোরিকশাচালক ছিলেন। গুরুতর আহত ব্যক্তিরা হলেন উপজেলার গকুলনগর গ্রামের আবদুস সোবহানের ছেলে শাহজালাল (৪৫), পরমতলা গ্রামের আবুল কাশেমের ছেলে গোলাম রব্বানী (১৮), দড়িকান্দি গ্রামের রশিদ মিয়ার ছেলে সাইদুল (৩০) এবং মুরাদনগর সদরের অনিল চন্দ্র বর্মণের ছেলে ঋত্বিক চন্দ্র বর্মণ (২০)।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় লোকজনের ভাষ্য, গতকাল উপজেলা যুবদলের পৃষ্ঠপোষকতায় মুরাদনগর ড্রাগন ফুটবল একাডেমি আয়োজিত মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা চলছিল ডি আর উচ্চবিদ্যালয়ের মাঠে। ফাইনাল খেলায় দুলারামপুর ফুটবল একাডেমি বনাম ধনিরামপুর ফুটবল একাডেমির মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়। খেলাটি দেখতে আশপাশের ভবনের ছাদ ও মাঠের চারপাশে কয়েক হাজার মানুষের ভিড় জমে। এত মাঠের পূর্ব পাশ ঘেঁষে থাকা মুরাদনগর-ইলিয়টগঞ্জ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা ইলিয়টগঞ্জ এক্সপ্রেস পরিবহনের একটি বাস দীর্ঘক্ষণ যানজটে আটকে ছিল। খেলার এক পর্যায়ে চালক গাড়িটি চালাতে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং দর্শকদের ওপর বাসটি তুলে দেন। এতে ঘটনাস্থলে গিয়াস উদ্দিন নিহত হন। গুরুতর আহত হন আরও চারজন। এ ছাড়া অন্তত আরও ১০ জন দর্শক সামান্য আহত হন।
দুর্ঘটনার জন্য আয়োজকেরা পুলিশ ও প্রশাসনের দায়িত্বহীনতাকে দায়ী করেছেন। তবে পুলিশ বলছে, আয়োজকেরা তাদের কাছ থেকে অনুমতি নেননি এবং নিরাপত্তা চাননি।
মুরাদনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভূঁইয়া প্রথম আলোকে বলেন, দুই মাস ধরে এই খেলা চলছে, আজকে ছিল টুর্নামেন্টের ফাইনাল। আজকের খেলায় প্রায় এক লাখ দর্শকের ঢল নামে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) ফুটবল টুর্নামেন্টের আয়োজক কমিটির পক্ষ থেকে দাওয়াত করা হয়েছিল। পাশাপাশি তাঁদের কাছ থেকে নিরাপত্তা চাওয়া হয়েছিল। কিন্তু দুঃখজনকভাবে থানার ওসির পক্ষ থেকে মাত্র একজন এসআই ও তিনজন কনস্টেবল পাঠানো হয়। তাঁরা ট্রাফিক নিয়ন্ত্রণে কোনো ভূমিকা রাখেননি, যদিও থানা থেকে মাত্র ৫০ গজ দূরে এই খেলা হয়েছে। তিনি আরও বলেন, ‘বাসটি আধা ঘণ্টা যানজটে আটকে ছিল। হঠাৎ এটি দর্শকদের ওপর উঠিয়ে দিয়ে একজনের প্রাণ কেড়ে নিয়েছে, কয়েকজনের অবস্থা গুরুতর। স্থানীয় লোকজন বাসের চালক ও হেলপারকে পিটিয়ে পুলিশে দিলেও তাঁদের হেফাজতে নিয়ে ছেড়ে দিয়েছে পুলিশ। যার কারণে আমাদের মনে সন্দেহ জাগে, এটি একটি পরিকল্পিত ঘটনা। এ ছাড়া বাসটির মালিক একজন আওয়ামী লীগ নেতা বলেও জানতে পেরেছি। আমরা নিরপেক্ষ তদন্ত ও বিচার চাই।’
তবে পুলিশ এসব অভিযোগ অস্বীকার করেছে। মুরাদনগর থানার ওসি মো. জাহিদুর রহমান গতকাল রাতে প্রথম আলোকে বলেন, ‘আমাদের কাছে কোনো প্রকার নিরাপত্তা বা অতিরিক্ত ফোর্স চাওয়া হয়নি। এখানে এত মানুষের ঢল নেমেছে, সেই হিসেবে আয়োজকদেরও কোনো প্রস্তুতি ছিল না। আমি আজ সারা দিন কুমিল্লা শহরে ছিলাম, মাত্র থানায় এসেছি। এখনো পুরো ঘটনা জানিও না।’ তিনি আরও বলেন, ‘চালক ও হেলপারকে কেউ আমাদের কাছে সোপর্দ করেননি। তবে ঘটনার পর পুলিশ বাসটিকে জব্দ করে হেফাজতে নিয়েছে।’
বিএনপি নেতার অভিযোগ প্রসঙ্গে ওসি মো. জাহিদুর রহমান বলেন, ‘যারা অভিযোগ তুলছে, তারা এর আগেও আমার বিরুদ্ধে মিছিল, মানববন্ধন করেছে এবং মামলাও করেছে। খেলার বিষয়ে আমার কাছে লিখিতভাবে কোনো নিরাপত্তা চাওয়া হয়নি। তবে পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখবে।’