২০১৩ সালে মুক্তির পর আনন্দ এল রাইয়ের ‘রানঝানা’ দর্শক-সমালোচক উভয়ই পছন্দ করেন। এক যুগ পর সিনেমাটি নতুন করে মুক্তি পাচ্ছে। কিন্তু এই মুক্তি নিয়েই নির্মাতা আনন্দ এল রাই আর প্রযোজনা সংস্থা ইরোস ইন্টারন্যাশনালের মধ্যে প্রচণ্ড বিতর্ক শুরু হয়েছে। কারণ, কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে সিনেমাটির সমাপ্তি বদলে মুক্তি দিতে যাচ্ছে ইরোস। এতেই খেপেছেন নির্মাতা। তাঁর পাশে দাঁড়িয়েছেন অন্য নির্মাতা, লেখক ও অভিনয়শিল্পীরা।
ইরোস সম্প্রতি ঘোষণা দেয়, ‘অম্বিকাপথি’ নামে তামিল ভাষায় ‘রানঝানা’ আগামী ১ আগস্ট নতুন করে মুক্তি পাবে। যেখানে এআই প্রযুক্তির মাধ্যমে সিনেমার সমাপ্তি পাল্টে দেওয়া হয়েছে—ট্র্যাজিক সমাপ্তির বদলে এখন কুন্দনের (ধানুশ) মৃত্যু নয়, বরং বেঁচে থাকাই দেখানো হবে।

পরিচালক আনন্দ এল রাই এ প্রসঙ্গে ভ্যারাইটিকে বলেন, ‘এই সিদ্ধান্ত নির্মাতা বা সংশ্লিষ্ট কারও সম্মতি বা অনুমোদন ছাড়াই নেওয়া হয়েছে। এ ধরনের পদক্ষেপ গভীরভাবে উদ্বেগজনক।’ তিনি আরও বলেন, ‘ইরোস প্রযোজক হিসেবে নির্দিষ্ট কিছু অধিকার রাখলেও কাজটি শিল্পীর অভিপ্রায় ও সম্মতির মৌলিক নীতিকে লঙ্ঘন করে।’

‘অম্বিকাপথি’ নামে তামিল ভাষায় ‘রানঝানা’ আগামী ১ আগস্ট নতুন করে মুক্তি পাবে। যেখানে এআই প্রযুক্তির মাধ্যমে সিনেমার সমাপ্তি পাল্টে দেওয়া হয়েছে—ট্র্যাজিক সমাপ্তির বদলে এখন কুন্দনের (ধানুশ) মৃত্যু নয়, বরং বেঁচে থাকাই দেখানো হবে।আনন্দ এল রাই বলছেন, ‘চলচ্চিত্র শুধু ব্যবসায়িক পণ্য নয়, এটা তার নির্মাতাদের শ্রম ও দৃষ্টিভঙ্গির প্রতিফলন।’.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: আনন দ এল র ই

এছাড়াও পড়ুন:

‘বিমান বিধ্বস্তে দগ্ধ রোগীরা রিলিজের পরেও বিনামূল্যে চিকিৎসা পাবে’

ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ রোগীরা হাসপাতাল থেকে রিলিজ হওয়ার পরেও বিনামূল্যে চিকিৎসা সেবা পাবে। 

মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে ব্রিফিংয়ে এ তথ্য জানান জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. নাসির উদ্দিন।

বিস্তারিত আসছে… 

 


 

ঢাকা/কেএন/ইভা 

সম্পর্কিত নিবন্ধ