আইপিএলে কোহলিকে অধিনায়কত্ব থেকে সরাতে চেয়েছিলেন কারস্টেন
Published: 29th, July 2025 GMT
বিরাট কোহলিকে সরিয়ে পার্থিব প্যাটেলকে অধিনায়ক বানানোর পরিকল্পনা করেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এমন বিস্ফোরক দাবি করেছেন বেঙ্গালুরুর সাবেক ইংলিশ অলরাউন্ডার মঈন আলী।
তাঁর দাবি, ২০১৯ সালে বেঙ্গালুরু কোচ গ্যারি কারস্টেনের অধীন খেলার সময় পার্থিবকে নেতৃত্বে আনার বিষয়টি প্রায় চূড়ান্তই হয়ে গিয়েছিল।
২০১৩ সাল থেকে বেঙ্গালুরুর অধিনায়কত্ব করেছেন কোহলি। দায়িত্বে থেকেছেন ২০২১ সাল পর্যন্ত। সে বছর আইপিএল শুরুর আগেই ঘোষণা দেন আর আইপিএল অধিনায়কত্ব করবেন না।
আমার মনে হয় পার্থিব অধিনায়ক হতে যাচ্ছিল। গ্যারি কারস্টেনের পার্থিবকে অধিনায়ক করার পরিকল্পনা ছিল।মঈন আলীতাঁর অধীন বেঙ্গালুরু ক্রিকেট বিশ্বে একটা ব্র্যান্ডে পরিণত হয়। তবে মাঠের পারফরম্যান্সে সেরাটা দিতে পারেনি। ২০১৬ সালে ফাইনালে খেললেও চ্যাম্পিয়ন হতে পারেননি। ৯ মৌসুমের মধ্যে তাঁর অধীন পাঁচবারই গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে বেঙ্গালুরু। ২০১৯ সালও ছিল এমন একটি বছর। সেবার ১৪ ম্যাচের ৮টিতে হারে বেঙ্গালুরু, টুর্নামেন্ট শেষ করে পয়েন্ট তালিকার তলানিতে থেকে।
সে মৌসুমের মাঝামাঝিই নাকি কোহলিকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দিতে চেয়েছিল কোচ গ্যারি কারস্টেন। সেই খবর এত দিন পর জানা গেল ইন্ডিয়া টুডেতে দেওয়া মঈনের সাক্ষাৎকারে। ২০১৯ ও ২০২০ আইপিএল মৌসুমে তিনি বেঙ্গালুরুতে খেলেছেন।
কোহলির সঙ্গে মঈন.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ক রস ট ন
এছাড়াও পড়ুন:
হুমকি দেওয়া নিয়ে ইবিতে সহ-সমন্বয়ক ও শিক্ষার্থীর পাল্টাপাল্টি অভিয
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক শিক্ষার্থীকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে সহ-সমন্বয়কের বিরুদ্ধে। তবে মিথ্যা অপপ্রচারের মাধ্যমে মানহানি করা হচ্ছে উল্লেখ করে পাল্টা অভিযোগ দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ইবির সহ-সমন্বয়ক গোলাম রব্বানী।
শনিবার (২৬ জুলাই) সহ-সমন্বয়ক গোলাম রব্বানীর বিরূদ্ধে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনলোজি বিভাগের ২০১৯-২০ বর্ষের শিক্ষার্থী বুরহান মিয়া হোয়াটস অ্যাপে কল দিয়ে হুমকির অভিযোগ তুলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগপত্রে বুরহান বলেন, “গত ২৩ জুলাই রাত ৮টা ৩ মিনিটে ০১৭৫১-৪৩৫৮১৮ নম্বর থেকে ১ মিনিটের একটি ভয়েস কলের মাধ্যমে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। কলদাতা পরিচয় গোপন রেখে বলেন ‘তুমি ক্যাম্পাস থেকে সরাসরি পাশ করে বের হতে পারবা না। তুমি কোথায় থাকো, কার সাথে থাকো (তোমার ভাবী ও দেড় বছরের ভাতিজা)—সব আমি জানি। সাবধানে থাকো, কখন কী হয় বলা যায় না।”
আরো পড়ুন:
ডিপিপির দ্রুত বাস্তবায়নের দাবি রবি শিক্ষক-শিক্ষার্থীদের
সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগে ফল প্রকাশে ধীরগতি, ভোগান্তিতে শিক্ষার্থীরা
অভিযোগপত্রে আরো বলেন, “অভিযুক্ত রব্বানী মিথ্যাভাবে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সম্পৃক্ত বলেও অপপ্রচার করেন, যা আমার ব্যক্তিগত সম্মান ও নিরাপত্তার প্রতি সরাসরি আঘাত। ব্যক্তিগত অনুসন্ধানের মাধ্যমে হুমকিদাতার পরিচয় জানতে পেরেছি।”
এদিকে রবিবার (২৭ জুলাই) বুরহান মিয়ার বিরুদ্ধে মানহানির দায় তুলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর পাল্টা অভিযোগ দায়ের করেন সহ-সমন্বয়ক গোলাম রব্বানী।
অভিযোগপত্রে গোলাম রব্বানী বলেন, “ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনলোজি বিভাগের ২০১৯-২০ বর্ষের শিক্ষার্থী বুরহান মিয়া (রোল- ১৯১৮০১৪, রেজিস্ট্রেশন- ১৩২২) আমার বিরুদ্ধে একটি হুমকির অভিযোগ দিয়েছে। এটি পুরোপুরি মিথ্যা, যা আমার ব্যক্তিগত সম্মান ক্ষুণ্ন এবং হাজার হাজার শহীদকে ধারণ করা সংগঠন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্লাটফর্মকে প্রশ্নবিদ্ধ করার জন্য একটি ঘৃণ্য ষড়যন্ত্র।”
অভিযোগপত্রে তিনি বলেন, “আমি আমার পরিচয় দিয়ে এবং নিজ নম্বর থেকেই কয়দিন আগে কল দিয়েছিলাম একটা ব্যক্তিগত প্রয়োজনে। আমি যদি হুমকিই দিতাম, তাহলে নিজ পরিচয় প্রকাশ করে এবং নিজ নম্বর থেকে তো দেওয়ার কথা না, এটা তো পুরোপুরি স্পষ্ট। তারপর থেকে তার সঙ্গে এখন পর্যন্ত আমার আর কোনো কথা হয়নি। তার অভিযোগপত্রটিতে মিথ্যা দিয়ে ভরে আমার সম্মান নষ্ট করেছে।”
তিনি আরো বলেন, “বুরহান মিয়া আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে আমার সম্মান ক্ষুণ্ন করেছে এবং সবার কাছে হেয় করেছে। আমি এর বিরোধিতা করি এবং এর শাস্তি কামনা করছি।”
এ বিষয়ে প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, “আমরা অভিযোগপত্র হাতে পেয়েছি। গতকাল ও আজকের অভিযোগের বিষয় নিয়ে প্রক্টরিয়াল বডি ও ছাত্র উপদেষ্টার সঙ্গে আলোচনায় বসব।”
ঢাকা/তানিম/মেহেদী