‘জ্বালানি খাতে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে’
Published: 30th, July 2025 GMT
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) কেন্দ্রীয় মিলনায়তনে বসেছে গবেষক ও পেট্রোলিয়াম খাতের উদ্যোক্তাদের মিলনমেলা। শিল্পপ্রতিষ্ঠানগুলোর কর্তাব্যক্তি, গবেষক ও প্রকৌশলীদের আলোচনায় উঠে এসেছে দেশের জ্বালানি খাতের বর্তমান চিত্র, সম্ভাবনা ও ভবিষ্যৎ করণীয়।
চুয়েটের পেট্রোলিয়াম ও মাইনিং ইঞ্জিনিয়ারিং (পিএমই) বিভাগের আয়োজনে আজ বুধবার শুরু হয়েছে দুই দিনের এ জাতীয় কর্মশালা। এ উপলক্ষে সকাল সাড়ে ৯টায় ক্যাম্পাসে শোভাযাত্রা শুরু হয়। এরপর সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) চেয়ারম্যান মো.
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিপিসির চেয়ারম্যান মো. আমিন উল হাসান বলেন, ‘বাংলাদেশের পেট্রোলিয়াম খাতে বিপুল সম্ভাবনা রয়েছে। সম্প্রতি আমরা ৫০টি কূপ এবং অদূর ভবিষ্যতে আরও ১০০টি কূপ খননের সিদ্ধান্ত নিয়েছি। এতে মাইনিং সেক্টরেও কর্মসংস্থানের অনেক সুযোগ সৃষ্টি হবে। চট্টগ্রাম পেট্রোলিয়াম খাতের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঞ্চল। তাই এখানে চুয়েট শিক্ষার্থীদেরও ভূমিকা রাখার সুযোগ রয়েছে।’
দুপুর সাড়ে ১২টা থেকে তিনটি কি-নোট সেশন অনুষ্ঠিত হয়। এতে দেশের জ্বালানি নিরাপত্তা, দক্ষ জনবল গঠনের প্রয়োজনীয়তা এবং পেট্রোলিয়াম খাতের ভবিষ্যৎ সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক মো. আনোয়ার হোসেন ভূঁইয়া, ক্রিস এনার্জি বাংলাদেশের ব্যবস্থাপক এডউইন বাওয়েলস এবং মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির পেট্রোলিয়াম ও মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক এ কে এম বদরুল আলম।
বিকেল ৫টায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজের মধ্য দিয়ে শেষ হয় কর্মশালার প্রথম দিনের অনুষ্ঠানমালা।
আগামীকাল বৃহস্পতিবার দ্বিতীয় দিনে বেলা ১১টায় পেট্রোলিয়াম ও মাইনিং প্রকৌশল বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত হবে। এদিন বিকেল ৩টায় পিএমই বিভাগের সেমিনারকক্ষে সাউথ ইস্ট এশিয়া পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন সোসাইটির সাধারণ সভা অনুষ্ঠিত হবে।
আয়োজন সম্পর্কে পেট্রোলিয়াম ও মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান আবু সাদাত মোহাম্মদ সায়েম প্রথম আলোকে বলেন, ‘পেট্রোলিয়াম খাতের শিল্পকারখানাগুলোর সঙ্গে আমাদের বিভাগের একটি কার্যকর সংযোগ স্থাপনই এ আয়োজনের মূল উদ্দেশ্য।’
উৎস: Prothomalo
কীওয়ার্ড: প ট র ল য় ম ও ম ইন অন ষ ঠ ন
এছাড়াও পড়ুন:
বগুড়ায় বাঙালী নদী থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
বগুড়ার সোনাতলা উপজেলায় বাঙালী নদী থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে সদর ইউনিয়নের বিশ্বনাথপুর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
সোনাতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মিলাদুন্নবী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘‘নিহতের বয়স আনুমানিক ৩২ থেকে ৩৭ বছর। লাশটি অর্ধগলিত ছিল এবং নিহতের শরীরে কোনো পোশাক ছিল না। মরদেহের সুরতহাল প্রস্তুত করা হয়েছে। মৃত্যুর কারণ নিশ্চিতে মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’’
আরো পড়ুন:
পিয়াইন নদীতে নিখোঁজ বালু শ্রমিকের মরদেহ উদ্ধার
দেবীগঞ্জে ধানখেত থেকে তরুণীর মরদেহ উদ্ধার
ঢাকা/এনাম/রাজীব