কৃষি উপদেষ্টা-চীনা রাষ্ট্রদূত সাক্ষাৎ
Published: 30th, July 2025 GMT
কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে কৃষি মন্ত্রণালয়ের অফিস কক্ষে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
বুধবার (৩০ জুলাই) সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের অফিস কক্ষে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।
সাক্ষাৎকালে দুই দেশের মধ্যে কৃষি পণ্য রপ্তানি, কৃষি বিষয়ক প্রযুক্তি, জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় বিষয়ে আলোচনা হয়।
আরো পড়ুন:
মুদ্রানীতি ঘোষণা বৃহস্পতিবার
শুধু প্রলেপ দেওয়া পরিবর্তন নয়, নতুন করে গড়তে হবে দেশ
বৈঠকের শুরুতে উপদেষ্টা রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে বলেন, “চীন বাংলাদেশের দীর্ঘদিনের উন্নয়নের সহযোগী। চীনের সাথে কূটনৈতিক সম্পর্কের ইতিহাস অর্ধশতাব্দীর। ভবিষ্যতেও এ সম্পর্ক আরো জোরদার হবে।”
উপদেষ্টা বাংলাদেশ থেকে চলতি মৌসুমে আম আমদানি করার জন্য চীনকে ধন্যবাদ জানান। আগামী মৌসুমে আমের পাশাপাশি কাঁঠাল, সুগন্ধি চাল আমদানির বিষয়েও অনুরোধ জানান।
উপদেষ্টা বাংলদেশের কৃষির আধুনিকায়নে যান্ত্রীকিকরণ প্রযুক্তি হাস্তান্তর, আধুনিক কোল্ড স্টোরেজ স্থাপন, দেশের কৃষক ও কৃষি সংশ্লিষ্টদের প্রশিক্ষণ দিতে সহযোগিতার বিষয়ে রাষ্ট্রদূতকে আহবান জানান।
রাষ্ট্রদূত জানান, চীন বাংলাদেশের কৃষি খাতে একসাথে কাজ করতে আগ্রহী। তার দেশ সার কারখানা স্থাপন, নিরাপদ খাদ্য, কৃষিতে অত্যাধুনিক ড্রোণ প্রযুক্তি হস্তান্তরসহ বিভিন্ন বিষয়েও কাজ করতে আগ্রহী বলে রাষ্ট্রদূত জানান।
উপদেষ্টা রাষ্ট্রদূতের আগ্রহকে স্বাগত জানান।
ঢাকা/আসাদ/সাইফ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর উপদ ষ ট উপদ ষ ট
এছাড়াও পড়ুন:
বগুড়ায় বাঙালী নদী থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
বগুড়ার সোনাতলা উপজেলায় বাঙালী নদী থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে সদর ইউনিয়নের বিশ্বনাথপুর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
সোনাতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মিলাদুন্নবী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘‘নিহতের বয়স আনুমানিক ৩২ থেকে ৩৭ বছর। লাশটি অর্ধগলিত ছিল এবং নিহতের শরীরে কোনো পোশাক ছিল না। মরদেহের সুরতহাল প্রস্তুত করা হয়েছে। মৃত্যুর কারণ নিশ্চিতে মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’’
আরো পড়ুন:
পিয়াইন নদীতে নিখোঁজ বালু শ্রমিকের মরদেহ উদ্ধার
দেবীগঞ্জে ধানখেত থেকে তরুণীর মরদেহ উদ্ধার
ঢাকা/এনাম/রাজীব