চাপ, প্রত্যাশা, স্টারডম—বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড় হওয়ার মানেই অনেক কিছু। ডিয়েগো ম্যারাডোনা থেকে রবার্তো বাজ্জো, ক্রিস্টিয়ানো রোনালদো থেকে পল পগবা—ফুটবল ইতিহাসের অনেক কিংবদন্তি একসময় ছিলেন বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড়। গত পাঁচ দশকে এই ট্রান্সফার ফি রীতিমতো পাহাড়সম হয়ে উঠেছে।

১৯৮০ সালে অ্যান্ডি গ্রের অ্যাস্টন ভিলা থেকে উলভসের হয়ে ৩০ লাখ ইউরোতে যোগ দেওয়াই ছিল তখনকার বিশ্ব রেকর্ড। ২০০০ সালে সেই রেকর্ড বেড়ে দাঁড়ায় ৪ কোটি ৬৫ লাখ ইউরোতে। এই টাকায় লাৎসিওর ক্রিস্টিয়ান ভিয়েরিকে কিনেছিল ইন্টার মিলান। আর এখন? এখনকার রেকর্ড ফি সেই অঙ্কের পাঁচ গুণের বেশি।

২০১৭ সালে নেইমারকে বার্সেলোনা থেকে দলে নিতে ২২২ মিলিয়ন বা ২২ কোটি ২০ লাখ ইউরো খরচ করে পিএসজি। আগের রেকর্ডটা ছিল পল পগবার—২০১৬ সালে জুভেন্টাস থেকে ফেরাতে ম্যানচেস্টার ইউনাইটেডকে খরচ করতে হয়েছিল ১০৫ মিলিয়ন বা ১০ কোটি ৫০ লাখ ইউরো। নেইমারকে দলে টানতে গিয়ে পিএসজি একবারেই রেকর্ডটাকে দ্বিগুণ করে ফেলে।

আট বছর হয়ে গেল, নেইমারের সেই রেকর্ড কেউ ছুঁতে পারেননি। আর এ সপ্তাহেই দলবদল ইতিহাসের নতুন একটি অধ্যায়ে নাম লেখালেন ব্রাজিলিয়ান তারকা।

২০০১ সালে সে সময়ের রেকর্ড ট্রান্সফার ফিতে রিয়াল মাদ্রিদ কিনে নেয় জিনেদিন জিদান.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ল খ ইউর র কর ড

এছাড়াও পড়ুন:

দুপুরে সংবাদ সম্মেলন ডে‌কে‌ছে সরকার

অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে সোমবার (৩ নভেম্বর) দুপুরে সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।

আজ দুপুর ১২টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের করবী হলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

রবিবার (২ নভেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়। 

শুধু বৈধ নিরাপত্তা পাশধারী স্বীকৃত সাংবাদিকরা এতে অংশ নিতে পারবেন। 

প্রেস উইং থেকে  স্বীকৃত সাংবাদিকদের সোমবার দুপুর ১২টায় আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

ঢাকা/নঈমুদ্দীন/ইভা 

সম্পর্কিত নিবন্ধ