চাপ, প্রত্যাশা, স্টারডম—বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড় হওয়ার মানেই অনেক কিছু। ডিয়েগো ম্যারাডোনা থেকে রবার্তো বাজ্জো, ক্রিস্টিয়ানো রোনালদো থেকে পল পগবা—ফুটবল ইতিহাসের অনেক কিংবদন্তি একসময় ছিলেন বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড়। গত পাঁচ দশকে এই ট্রান্সফার ফি রীতিমতো পাহাড়সম হয়ে উঠেছে।

১৯৮০ সালে অ্যান্ডি গ্রের অ্যাস্টন ভিলা থেকে উলভসের হয়ে ৩০ লাখ ইউরোতে যোগ দেওয়াই ছিল তখনকার বিশ্ব রেকর্ড। ২০০০ সালে সেই রেকর্ড বেড়ে দাঁড়ায় ৪ কোটি ৬৫ লাখ ইউরোতে। এই টাকায় লাৎসিওর ক্রিস্টিয়ান ভিয়েরিকে কিনেছিল ইন্টার মিলান। আর এখন? এখনকার রেকর্ড ফি সেই অঙ্কের পাঁচ গুণের বেশি।

২০১৭ সালে নেইমারকে বার্সেলোনা থেকে দলে নিতে ২২২ মিলিয়ন বা ২২ কোটি ২০ লাখ ইউরো খরচ করে পিএসজি। আগের রেকর্ডটা ছিল পল পগবার—২০১৬ সালে জুভেন্টাস থেকে ফেরাতে ম্যানচেস্টার ইউনাইটেডকে খরচ করতে হয়েছিল ১০৫ মিলিয়ন বা ১০ কোটি ৫০ লাখ ইউরো। নেইমারকে দলে টানতে গিয়ে পিএসজি একবারেই রেকর্ডটাকে দ্বিগুণ করে ফেলে।

আট বছর হয়ে গেল, নেইমারের সেই রেকর্ড কেউ ছুঁতে পারেননি। আর এ সপ্তাহেই দলবদল ইতিহাসের নতুন একটি অধ্যায়ে নাম লেখালেন ব্রাজিলিয়ান তারকা।

২০০১ সালে সে সময়ের রেকর্ড ট্রান্সফার ফিতে রিয়াল মাদ্রিদ কিনে নেয় জিনেদিন জিদান.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ল খ ইউর র কর ড

এছাড়াও পড়ুন:

জুলাই অভ্যুত্থান উদযাপনে ডিএসসিসির সাইকেল র‌্যালি

ছাত্র-জনতার অভ্যুত্থান উদযাপন উপলক্ষে জুলাই মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) সাইকেল র‌্যালির আয়োজন করেছে।

শুক্রবার (১ আগস্ট) ধানমন্ডির রবীন্দ্র সরোবর থেকে সাইকেল র‌্যালিটি শুরু হয়ে ঢাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নগর ভবনে এসে শেষ হয়।ডিএসসিসির প্রশাসক মো. শাহজাহান মিয়ার উপস্থিতিতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম র‌্যালির উদ্বোধন করেন।

এদিন সকাল সাড়ে ৭টায় রবীন্দ্র সরোবর থেকে শুরু হওয়া এ র‌্যালিতে ১৯০ জন সাইক্লিস্টস এবং বিভিন্ন শ্রেণি-পেশার নগরবাসী অংশগ্রহণ করেন।

আরো পড়ুন:

ঢাবির সিনেটে ৫ অধ্যাপককে নিয়োগ দিলেন রাষ্ট্রপতি

ডাকসুর খসড়া ভোটার তালিকা প্রকাশ

প্রধান অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের সঙ্গে জনগণকে সম্পৃক্ত করে দেশে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে। বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ ঢাকা শহরকে বাসযোগ্য করার জন্য সরকারের পাশাপাশি প্রত্যেক নাগরিককে দায়িত্বশীল আচরণ করতে হবে।”

ডিএসসিসি প্রশাসক বলেন, “ঢাকাকে আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য করতে হলে পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তোলার কোনো বিকল্প নেই।”

পরিচ্ছন্নতা ও মশক নিধন সিটি কর্পোরেশনের একার পক্ষে সম্ভব নয় উল্লেখ করে প্রশাসক এ বিষয়ে নাগরিকদের সম্পৃক্ততা ও সহযোগিতা কামনা করেন।

র‌্যালি উদ্বোধন অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলাম, সচিব মুহাম্মদ শফিকুল ইসলামসহ সব বিভাগীয় প্রধান এবং ঢাকা ব্যাংকের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ঢাকা/এএএম/এসবি

সম্পর্কিত নিবন্ধ