আইপিএলে যেদিন ‘মৃত্যুর স্পর্শ’ পেয়েছিলেন হেইডেন
Published: 2nd, August 2025 GMT
ভারত–পাকিস্তানের মধ্যে সীমান্তে সংঘাতের কারণে গত মে মাসে আইপিএল সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল। ৮ মে ধর্মশালায় দিল্লি ক্যাপিটালস ও পাঞ্জাব কিংসের মধ্যকার ম্যাচটি মাত্র ১০.১ ওভার গড়ানোর পর এয়ার রেইড সতর্কতার অংশ হিসেবে স্টেডিয়ামের আলো নিভিয়ে দেওয়া হয়েছিল এবং ম্যাচটি আর পুনরায় শুরু করা হয়নি। বন্ধ হওয়া এই ম্যাচটি দিয়ে সাময়িক স্থগিত হয়েছিল আইপিএল।
আরও পড়ুনসিনিয়রদের দ্বন্দ্বে বরিশালে অস্বস্তি২ ঘণ্টা আগেআইপিএলে ধারাভাষ্য দেওয়া অস্ট্রেলিয়ান কিংবদন্তি ম্যাথু হেইডেন তখন ভয়ংকর অভিজ্ঞতার সন্মুখীন হয়েছিলেন। ‘অল ওভার দ্য ক্রিকেট’ পডকাস্টে সে ঘটনা বলেছেন, টেস্টে অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ রানের ইনিংস খেলা সাবেক এ ব্যাটসম্যান।
হেইডেন বলেছেন, ‘এ বছরের আইপিএল আলাদা ছিল। বিপজ্জনক ও ভয়ংকরও। আমি যেন মৃত্যুর স্পর্শও পেয়েছিলাম!’ হেইডেন এরপর ধর্মশালার ম্যাচটি নিয়ে বলেন, ‘রাতে মুম্বাই থেকে উড়াল দিয়ে দিল্লিতে যাই; কারণ, পাঞ্জাবের ঘরের মাঠ (ওই ম্যাচের জন্য) ধর্মশালার সঙ্গে কোনো কানেক্টিং ফ্লাইট ছিল না। মাঠটা দারুণ। কিন্তু দিল্লিতে নামার পর দেখি বিমানবন্দর বন্ধ। তখন ভারতের ওপর হামলা করেছে পাকিস্তান এবং আমরা আকাশে ড্রোনের ওড়া নিয়ে কথা বলছিলাম। ক্ষেপনাস্ত্রগুলোও আকাশে উড়ছিল এবং সবকিছু ভুতুড়ে মনে হচ্ছিল। একটি গাড়িতে করে আমাদের চন্ডিগড় থেকে ধর্মশালায় যেতে হয়। সেটা ছিল সাড়ে ১১ থেকে ১২ ঘণ্টার রাস্তা। মাঠে পৌঁছানোর পর জানলাম খেলা শুরু হবে।’
ধর্মশালায় সেদিন ফ্লাড লাইটের আলো নিভিয়ে দেওয়া হয়েছিল.উৎস: Prothomalo
কীওয়ার্ড: হয় ছ ল
এছাড়াও পড়ুন:
দুপুরে সংবাদ সম্মেলন ডেকেছে সরকার
অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে সোমবার (৩ নভেম্বর) দুপুরে সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।
আজ দুপুর ১২টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের করবী হলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
রবিবার (২ নভেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়।
শুধু বৈধ নিরাপত্তা পাশধারী স্বীকৃত সাংবাদিকরা এতে অংশ নিতে পারবেন।
প্রেস উইং থেকে স্বীকৃত সাংবাদিকদের সোমবার দুপুর ১২টায় আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।
ঢাকা/নঈমুদ্দীন/ইভা