স্বামী ক্যানসারে আক্রান্ত, সংকটের সময় ৩৪ লাখ টাকার পাওনা পাননি ডলি জহুর
Published: 2nd, August 2025 GMT
আশির দশকের শুরু থেকে চলচ্চিত্রে অভিনয় করছেন ডলি জহুর। টানা ২০১১ সাল পর্যন্ত চলচ্চিত্রে অভিনয় করেছেন। এরপর একদিন রাগে, ক্ষোভে, অভিমানে সিনেমায় অভিনয় ছেড়ে দিয়েছেন। ফিরেও তাকাননি বড় পর্দার দিকে। তবে ছোট পর্দায় এখনো কাজ করে চলছেন তিনি। স্বামী ক্যানসার আক্রান্তের সময় প্রাপ্য বকেয়া সম্মানী সবার কাছে চেয়েও যখন পাননি, তখনই সিনেমাকে ‘গুডবাই’ জানান বরেণ্য এই অভিনয়শিল্পী।
গত বৃহস্পতিবার বিকেলে প্রথম আলোর সঙ্গে কথা প্রসঙ্গে এই ক্ষোভ ও দুঃখ প্রকাশ করেন ডলি জহুর। ৩ দশকের চলচ্চিত্র অভিনয়জীবনে ডলি জহুর অভিনীত সিনেমার সংখ্যা ১৬১। প্রথম ছবির নাম ‘অসাধারণ’, রহীম নওয়াজ পরিচালিত ছবিটিতে আরও অভিনয় করেন রাজ্জাক, ববিতা, প্রবীর মিত্র, সৈয়দ হাসান ইমাম প্রমুখ। তাঁর অভিনীত সর্বশেষ সিনেমা ‘দুই পৃথিবী’, এফ আই মানিক পরিচালিত ছবিটিতে অভিনয় করেন মান্না, শাকিব খান, অপু বিশ্বাস ও অহনা প্রমুখ।
দীর্ঘ সময়ের অভিনয়জীবনে সম্মানীর টাকা বকেয়া হতে হতে ৩৪ লাখ টাকা ছাড়িয়ে যায়। ২০১০ সালের দিকে স্বামীর ক্যানসার আক্রান্তের খবর শোনার পর সবার কাছে পাওনা টাকা চান তিনি। কিন্তু দুঃখজনক হলেও সত্য, ওই সময়টায় পাওনা টাকার দেখা পাননি ডলি জহুর। এই ক্ষোভ ও দুঃখ থেকে সিনেমায় অভিনয়কে বিদায় জানান বলে জানালেন তিনি।
ডলি জহুর.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
দুপুরে সংবাদ সম্মেলন ডেকেছে সরকার
অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে সোমবার (৩ নভেম্বর) দুপুরে সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।
আজ দুপুর ১২টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের করবী হলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
রবিবার (২ নভেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়।
শুধু বৈধ নিরাপত্তা পাশধারী স্বীকৃত সাংবাদিকরা এতে অংশ নিতে পারবেন।
প্রেস উইং থেকে স্বীকৃত সাংবাদিকদের সোমবার দুপুর ১২টায় আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।
ঢাকা/নঈমুদ্দীন/ইভা