আশির দশকের শুরু থেকে চলচ্চিত্রে অভিনয় করছেন ডলি জহুর। টানা ২০১১ সাল পর্যন্ত চলচ্চিত্রে অভিনয় করেছেন। এরপর একদিন রাগে, ক্ষোভে, অভিমানে সিনেমায় অভিনয় ছেড়ে দিয়েছেন। ফিরেও তাকাননি বড় পর্দার দিকে। তবে ছোট পর্দায় এখনো কাজ করে চলছেন তিনি। স্বামী ক্যানসার আক্রান্তের সময় প্রাপ্য বকেয়া সম্মানী সবার কাছে চেয়েও যখন পাননি, তখনই সিনেমাকে ‘গুডবাই’ জানান বরেণ্য এই অভিনয়শিল্পী।

গত বৃহস্পতিবার বিকেলে প্রথম আলোর সঙ্গে কথা প্রসঙ্গে এই ক্ষোভ ও দুঃখ প্রকাশ করেন ডলি জহুর। ৩ দশকের চলচ্চিত্র অভিনয়জীবনে ডলি জহুর অভিনীত সিনেমার সংখ্যা ১৬১। প্রথম ছবির নাম ‘অসাধারণ’, রহীম নওয়াজ পরিচালিত ছবিটিতে আরও অভিনয় করেন রাজ্জাক, ববিতা, প্রবীর মিত্র, সৈয়দ হাসান ইমাম প্রমুখ। তাঁর অভিনীত সর্বশেষ সিনেমা ‘দুই পৃথিবী’, এফ আই মানিক পরিচালিত ছবিটিতে অভিনয় করেন মান্না, শাকিব খান, অপু বিশ্বাস ও অহনা প্রমুখ।

দীর্ঘ সময়ের অভিনয়জীবনে সম্মানীর টাকা বকেয়া হতে হতে ৩৪ লাখ টাকা ছাড়িয়ে যায়। ২০১০ সালের দিকে স্বামীর ক্যানসার আক্রান্তের খবর শোনার পর সবার কাছে পাওনা টাকা চান তিনি। কিন্তু দুঃখজনক হলেও সত্য, ওই সময়টায় পাওনা টাকার দেখা পাননি ডলি জহুর। এই ক্ষোভ ও দুঃখ থেকে সিনেমায় অভিনয়কে বিদায় জানান বলে জানালেন তিনি।

ডলি জহুর.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব

বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি

২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।

 তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।

আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।

কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন

সম্পর্কিত নিবন্ধ