পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ব্যক্তিমালিকানাধীন সব ধরনের ক্রিকেট লিগে ‘পাকিস্তান’ নাম ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে। যুক্তরাজ্যে চলমান ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডস (ডব্লুসিএল) এ সাম্প্রতিক বিব্রতকর ঘটনার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম টেলিকম এশিয়া স্পোর্টস পিসিবির এক সূত্রের বরাতে জানিয়েছে, গত বৃহস্পতিবার বোর্ড অব ডিরেক্টরসের বৈঠকে এই সিদ্ধান্ত হয়। ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসে ভারত পাকিস্তানের প্রতিনিধিত্ব করা দলটির বিপক্ষে দুইবার খেলতে অস্বীকৃতি জানানোয় বৈঠকে পিসিবির শীর্ষ কর্মকর্তারা ক্ষোভ প্রকাশ করেন।

সেই টুর্নামেন্টের প্রথম পর্বে ও সেমিফাইনালে ভারতের বিপক্ষে খেলার কথা ছিল পাকিস্তানের। সেমিফাইনালে পাকিস্তান ম্যাচ ভারত বয়কট করলে ফাইনালে পৌঁছে যায় পাকিস্তান। ফাইনালে দলটি খেলবে দক্ষিণ আফ্রিকা লিজেন্ডসের বিপক্ষে। শীর্ষ কর্মকর্তারা অসন্তুষ্ট হলেও এই ম্যাচটি খেলতে অনুমতি দেওয়া হয়েছে। সঙ্গে তারা স্পষ্ট জানিয়েছে যে ভবিষ্যতে কোনো দল বা লিগ বোর্ডের আনুষ্ঠানিক অনুমতি ছাড়া ‘পাকিস্তান’ নাম ব্যবহার করতে পারবে না।

টেলিকম এশিয়া স্পোর্টসের প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি জিম্বাবুয়ে, কেনিয়া ও যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে ছোট পরিসরের লিগে পিসিবির অনুমতি ছাড়াই ‘পাকিস্তান’ নাম ব্যবহারের প্রবণতা বেড়ে গেছে। অনেক ক্ষেত্রে এসব টুর্নামেন্টের মান ও তদারকি নিয়েও প্রশ্ন উঠেছে।

পাকিস্তান সরকার ও ক্রীড়াবিষয়ক তত্ত্বাবধায়ক সংস্থা ইন্টার-প্রভিন্সিয়াল কো–অর্ডিনেশন (আইপিসি) মন্ত্রণালয় এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছে। তারা পিসিবিকে কড়া ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছে এবং আনুষ্ঠানিকভাবে উদ্বেগ জানিয়েছে।

আইপিসি মন্ত্রণালয়ের মতে, আন্তর্জাতিক ক্রীড়া আসরে বিশেষ করে ব্যক্তিমালিকানাধীন বা অননুমোদিত প্রতিযোগিতায় দেশের মর্যাদা রক্ষা করা জরুরি।
ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডস আইসিসি বা পিসিবি অনুমোদিত কোনো টুর্নামেন্ট নয়।

টুর্নামেন্টটির ওয়েবসাইটটি নিজেদের সম্পর্কে বলা হয়েছে—ডব্লুসিএল একমাত্র লিজেন্ডস ক্রিকেট লিগ, যা ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) অনুমোদনপ্রাপ্ত। টেস্ট খেলুড়ে দেশের ক্রিকেট বোর্ডের এই স্বীকৃতি টুর্নামেন্টের বিশ্বাসযোগ্যতা ও মান নিশ্চিত করে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ন ম ব যবহ র ফ ইন ল

এছাড়াও পড়ুন:

আজ টিভিতে যা দেখবেন (১৮ সেপ্টেম্বর ২০২৫)

এশিয়া কাপে আজ মুখোমুখি শ্রীলঙ্কা ও আফগানিস্তান। চ্যাম্পিয়নস লিগে মাঠে নামবে ম্যানচেস্টার সিটি, নাপোলি, বার্সেলোনা।

সিপিএল: কোয়ালিফায়ার-১

গায়ানা-সেন্ট লুসিয়া
সকাল ৬টা, স্টার স্পোর্টস ২

এশিয়া কাপ ক্রিকেট

আফগানিস্তান-শ্রীলঙ্কা
রাত ৮-৩০ মি., টি স্পোর্টস ও নাগরিক

অ্যাথলেটিকস

বিশ্ব চ্যাম্পিয়নশিপ
বেলা ৩টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১

উয়েফা চ্যাম্পিয়নস লিগ

কোপেনহেগেন-লেভারকুসেন
রাত ১০-৪৫ মি., সনি স্পোর্টস ২

ম্যানচেস্টার সিটি-নাপোলি
রাত ১টা, সনি স্পোর্টস ১

নিউক্যাসল-বার্সেলোনা
রাত ১টা, সনি স্পোর্টস ২

ফ্রাঙ্কফুর্ট-গালাতাসারাই
রাত ১টা, সনি স্পোর্টস ৫

সম্পর্কিত নিবন্ধ