রাজধানীর রায়েরবাজার কবরস্থানে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের কবরের উন্নয়নকাজে নিম্নমানের ইট ব্যবহার করায় ক্ষোভ প্রকাশ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। এ ঘটনায় দোষী ঠিকাদার প্রতিষ্ঠানকে বাদ দেওয়ারও নির্দেশ দিয়েছেন তিনি।

আজ শনিবার সকালে জুলাই শহীদদের কবর জিয়ারতে রায়েরবাজার কবরস্থানে যান স্বরাষ্ট্র উপদেষ্টা। তখন তিনি দেখতে পান, জুলাই আন্দোলনে নিহত ১১৪ শহীদের গণকবর ঘিরে চলমান নির্মাণকাজে নিম্নমানের ইট ব্যবহার করা হচ্ছে। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে ঠিকাদারের উদ্দেশে তিনি বলেন, ‘শহীদদের কবরের ওপর আপনি এ রকম দুর্নীতি করছেন!’

বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ও প্রচারিত ভিডিওতে দেখা যায়, স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে থাকা কর্মকর্তাদের নিয়ে কবরস্থানের কাজ দেখছেন। ইট দেখে তিনি ঠিকাদার কে, জানতে চান। ইটের মান নিয়ে প্রশ্ন করেন এবং দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলীকে ইটগুলো দেখান। তখন পাশে থাকা ঠিকাদারের প্রতিনিধি বলছিলেন, ‘এক নম্বর (ইট)।’

এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা ক্ষুব্ধ হয়ে বলেন, ‘এটা কি এক নম্বর? একটা বাইর করো। এটা এক নম্বর নাকি? এটা কিসের এক নম্বর?’ ইটগুলো নির্বাহী প্রকৌশলীকে দেখিয়ে তিনি বলেন, ‘দেখেন তো কী ইট লাগাইতাছে?’

একই সঙ্গে ঠিকাদারকে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আরে শোনেন, এটা কী ইট লাগাইতাসেন আপনি? শহীদদের কবরের ওপর আপনি এ রকম দুর্নীতি করতাসেন! এটা ভালো ইট নাকি?’

এ সময় পাশে ঠিকাদারের লোকদের একজন স্বরাষ্ট্র উপদেষ্টার উদ্দেশে বলেন, ‘১০০ পার্সেন্ট ভালো ইট ছিল।’ তখন স্বরাষ্ট্র উপদেষ্টা ধমক দিয়ে তাঁকে থামিয়ে দেন। নির্বাহী প্রকৌশলীকে ডেকে উপদেষ্টা বলেন, ‘কই, ইঞ্জিনিয়ার সাহেব কই? আপনি দেখেন।’

ভিডিওতে এ সময় ঢাকা উত্তর সিটির অঞ্চল-৫–এর নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমানকে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে যেতে দেখা যায়। এ সময় প্রকৌশলী বলেন, ‘স্যার, আমি ঠিক করে দিচ্ছি স্যার।’ স্বরাষ্ট্র উপদেষ্টা প্রকৌশলীকে প্রশ্ন করেন, ‘আপনি কোথা থেকে পাস করেছেন?’ আইইবি (ইনস্টিটউট অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ) উত্তর শুনে উপদেষ্টা বলেন, ‘আপনি আইইবি থেকে পাস করেছেন। আপনিই তো বুঝতে পারবেন, দেখেন।’ এ বলে ইটগুলো দেখান।

স্বরাষ্ট্র উপদেষ্টা ইটগুলো দেখিয়ে বলেন, ‘সব সরাতে হবে। ভালো ইট দাও। দুই নম্বরি ইট এখানে লাগাইতাছে। দেহেন ইঞ্জিনিয়ার সাব, দুই নম্বর। সব দুই নম্বর ইট। এ জন্যই উনি (ঠিকাদার) বলেন মোনাজাত করে চলে যেতে। এ জন্যই বলতেছে, ওই হানে মোনাজাত করেই যানগা।’

এ সময় আবারও কথা বলছিলেন ঠিকাদারের প্রতিনিধি। এতে ক্ষেপে গিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আপনি যান।’ প্রকৌশলীকে বলেন, ‘এই কন্ট্রাক্টর আপনি চেঞ্জ করেন। খালি চুরি ছাড়া আর কিছু নাই।’ উপস্থিত গণমাধ্যমকর্মীদের খারাপ ইটগুলো দেখিয়ে উপদেষ্টা বলেন, ‘এই যে দেখেন, ছবি তুলে নেন। ছবি উঠান, প্রচার করেন।’

ঠিকাদার ইট পাল্টে দেওয়ার কথা বললে উপদেষ্টা বলেন, ‘কেন, বলার পরে চেঞ্জ কেন?’ প্রকৌশলীকে উন্নয়নকাজের রাফ (প্রাথমকি) ঢালাই দেখিয়ে তিনি বলেন, ‘ইঞ্জিনিয়ার সাব, রাফ ঢালাই এ রকম কোয়ালিটি হবেনি? ভাইঙ্গা গেছে। একটু ছবি উঠায় নেন। এ রকম হবে কেন?’ এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলতে শোনা যায়, ‘আমি যদি না আসতাম, তখন আপনারা কী করতেন? সে সময় এগুলো লাগাই দিতেন। এত দুর্নীতি করলে তো দেশ চলবে না। এত দুর্নীতি যদি করেন, তো দেশ চলবে?’

রায়েরবাজার কবরস্থানটি ঢাকা উত্তর সিটির অঞ্চল-৫ এর আওতাধীন। এ অঞ্চলের নির্বাহী প্রকৌশলী (পুর) মো.

মিজানুর রহমান। ওই ঘটনার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, জুলাই আন্দোলনে ১১৪ শহীদের কবর একটি ব্লকে গণকবর হিসেবে রয়েছে। প্রশাসকের নির্দেশে ওই গণকবরের জায়গাটি অন্য কবর থেকে আলাদা করার কাজটি গত বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে। কাজটি টার্মস কন্ট্রাক্টের (টিসি) আওতায় বাচ্চু কনস্ট্রাকশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে দিয়ে করানো হচ্ছে।

এ প্রকৌশলী আরও বলেন, গত শুক্রবার রাতে এ কাজের জন্য এক ট্রাক ইট আসে। এর মধ্যে কিছু ইট খারাপ এসেছে। আজ সকালে সেখানে গিয়েই তিনি বিষয়টি দেখেন এবং ইটগুলো সরাতে বলেন। কিন্তু এর মধ্যে আজ শনিবার স্বরাষ্ট্র উপদেষ্টা শহীদদের কবর জিয়ারতের জন্য রায়েরবাজারে যান। স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশ মোতাবেক বাচ্চু কনস্ট্রাকশনকে বাদ দিয়ে সেখানে অন্য ঠিকাদারকে দিয়ে কাজ করানো হবে বলেও জানান তিনি।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: র য় রব জ র কবরস থ ন প রক শ এ সময় এ রকম ইটগ ল

এছাড়াও পড়ুন:

চাঁদপুরে জীবন্ত নবজাতক দাফনের চেষ্টা, হাসপাতাল বন্ধ

চাঁদপুর পৌর কবরস্থানে নবজাতক দাফনের সময় নড়ে ওঠা এবং পরবর্তীতে হাসপাতালে চিকিৎসা দেওয়ার পর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার হয় শহরের তালতলা দি ইউনাইটেড হাসপাতালের ওয়ার্ড বয় ফারুক হোসেন গাজী (৪৫)। এই ঘটনায় আগামী দুই দিনের মধ্যে রোগীদের অন্যত্র স্থানান্তর করে হাসপাতালের কার্যক্রম বন্ধ করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 

বুধবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় দি ইউনাইটেড হাসপাতালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বাপ্পি দত্ত রনি।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন হাসপাতালটিতে নানা অবৈধ কার্যক্রম চলে আসছে। ওই নবজাতকের জন্মও হয় এই হাসপতালে। জীবন্ত নবজাতক দাফনের চেষ্টা করার ভিডিও ভাইরাল হলে বিষয়টি নজরে আসে প্রশাসনের এবং পুলিশ সুপারের নির্দেশে গোয়েন্দা পুলিশ (ডিবি) মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) নবজাতককে কবরস্থানে নিয়ে আসা ওয়ার্ড বয় ফারুক গাজীকে গ্রেপ্তার করে।

এই ঘটনায় অজ্ঞাতনামা আসামি করে চাঁদপুর সদর মডেল থানায় মামলা করেন পৌর কবর স্থানের কেয়ারটেকার মো. শাহজাহান মিয়াজী।

এদিকে দি ইউনাইটেড হাসপাতালে এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বাপ্পি দত্ত রনি বলেন, “হাসপাতালে এসে ব্যবস্থাপনায় জড়িত কাউকে পাওয়া যায়নি। তাদের সাথে ফোনে যোগাযোগ করেও কোন সাড়া মিলেনি। চিকিৎসক নেই, হাসপাতালের প্যাথলজি ও ওটির সঠিক পরিবেশ নেই। একই সাথে পোস্ট অপারেটিভ রোগীর জন্য কোন সুব্যবস্থা নেই এবং হাসপাতালের কাগজপত্রও নবায়ন নেই।”

তিনি আরো বলেন, “প্রাথমিকভাবে হাসপাতাল কর্তৃপক্ষকে পাঁচ হাজার টাকা জরিমানা এবং ওটি, প্যাথলজি ও সংশ্লিষ্ট কক্ষ সীলগালা করা হয়েছে। একই সাথে রোগীদেরকে ২৪ ঘণ্টার মধ্যে অন্য স্থানে সেবার ব্যবস্থা করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। আমাদের অভিযানে পরিচালিত কার্যক্রম সিভিল সার্জন বরাবর প্রদান করা হবে। সিভিল সার্জন হাসপাতালের নিবন্ধন বাতিলসহ পরবর্তী ব্যবস্থা নিতে পারবেন।”

এ ভ্রাম্যমাণ আদালতে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রফিকুল হাসান ফয়সাল, জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মু. মিজানুর রহমান। অভিযানে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ সহযোগিতা করেন।

অপরদিকে ভ্রাম্যমাণ আদালত শেষে হাসপাতালের ড্রাগ সনদসহ যাবতীয় কার্যক্রম পরীক্ষা করে দেখেন জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মু. মিজানুর রহমান।

ঢাকা/অমরেশ/এস

সম্পর্কিত নিবন্ধ

  • চাঁদপুরে জীবন্ত নবজাতক দাফনের চেষ্টা, হাসপাতাল বন্ধ
  • চাঁদপুরে কবরস্থানে নবজাতক ফেলে যাওয়ার ঘটনায় একটি বেসরকারি হাসপাতাল বন্ধ
  • রাইজিংবিডিতে সংবাদ প্রকাশ: ডেরা রিসোর্টের লাইসেন্স বাতিল
  • কবরস্থানে নবজাতক রেখে যাওয়া সেই ব্যক্তি আটক