কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শোলাঙ্কি রায়। ছোট পর্দার মাধ্যমে শোবিজ অঙ্গনে পা রাখলেও এখন সিনেমা, ওয়েব সিরিজ—সব মাধ্যমেই তার সরব উপস্থিতি। ব্যক্তিগত জীবনে ছোটবেলার বন্ধু শাক্য বোসের সঙ্গে ঘর বেঁধেছিলেন এই অভিনেত্রী। কয়েক বছর আগে তার এ সংসার ভেঙে যায়। বিচ্ছেদের খবর জানালেও কেন তার সংসার ভেঙেছে তা এতদিন জানাননি। 

কয়েক দিন আগে ‘স্টেট আপ উইথ শ্রী’ পডকাস্টে অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন শোলাঙ্কি রায়। এ আলাপচারিতায় এ অভিনেত্রী বলেন, “আমাদের সমস্যাটা হয়েছিল মূলত দূরত্ব নিয়ে। আমরা দুজন দুটো আলাদা টাইম জোনে থাকতাম। তারপর আমার কাজের যা সময় ছিল, তারপর আমাদের আর সেভাবে কথা হতো না। আমার যখন কাজ শেষ, ও তখন ঘুম থেকে উঠত আর অফিসের জন্য বেরিয়ে যেত। হ্যাঁ, আমাদের বিয়ে হয়েছিল ঠিকই। কিন্তু আমরা বৈবাহিক জীবনযাপন করতাম না। একটা সময় আমরা একসঙ্গে বসে সিদ্ধান্ত নিই, বিষয়টি খুব খারাপ দিকে যাচ্ছে।”

পরের ঘটনা বর্ণনা করে শোলাঙ্কি রায় বলেন, “পরিস্থিতি এমন তৈরি হয়েছিল যে কেউ না কেউ বিদ্রোহ ঘোষণা করবেই। তাছাড়া ধীরে ধীরে বুঝতে পারলাম, ওর পক্ষে সব ছেড়ে এখানে এসে থাকা সম্ভব নয়। আর আমার পক্ষেও সম্ভব হয়নি। অবশ্যই, প্রথম ছয় মাস চেষ্টা করেছিলাম। কিন্তু তাতে কোনো লাভ হয়নি। তাই আমরা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিলাম।”

আরো পড়ুন:

আবার প্রেমে পড়েছেন ‘ঝিলিক’

বিয়ে করলেন শ্রাবন্তীর প্রাক্তন স্বামী

বিয়েবিচ্ছেদ নিয়ে সামাজিক ট্যাবুর কথা স্মরণ করে শোলাঙ্কি বলেন, “মুশকিলটা হচ্ছে ডিভোর্স আমাদের দেশে এখনো একটা ট্যাবু। আর অনেকেই মনে করেন ডিভোর্স মানেই—হয় মেয়েটি ঠকাচ্ছে অথবা ছেলেটি।” 

২০১৮ সালের শুরুর দিকে স্কুলজীবনের বন্ধু শাক্য বোসকে বিয়ে করেছিলেন অভিনেত্রী। ধুমধাম করে সাতপাকে বাঁধা পড়েছিলেন। এরপর বরের হাত ধরে নিউজিল্যান্ড পাড়ি জমান। বছর খানেক পর ভারতে ফিরেন শোলাঙ্কি। এরপর আস্তে আস্তে কমতে থাকে নিউজিল্যান্ডে যাতায়াত। তারপর জানা যায় তাদের ডিভোর্স হয়েছে। মাঝে সোহম মজুমদারের সঙ্গে শোলাঙ্কির প্রেমের গুঞ্জন চাউর হয়েছিল। যদিও গুঞ্জন উড়িয়ে দেন এই অভিনেত্রী। 

ঢাকা/শান্ত

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর চলচ চ ত র হয় ছ ল আম দ র

এছাড়াও পড়ুন:

ইনজুরির শঙ্কা, উত্তেজনার ঝড়: শেষ হাসি হাসল মেসিহীন মায়ামি

লিওনেল মেসিকে হারানোর ধাক্কা নিয়ে যখন মায়ামির সমর্থকরা স্তব্ধ, তখনই যেন নাট্যরচকের কলমে লেখা হলো এক রুদ্ধশ্বাস স্ক্রিপ্ট। যেখানে শেষ দৃশ্যে জয়ের মঞ্চে দাঁড়িয়ে হাসলেন জর্দি আলবা ও তার সতীর্থরা। লিগস কাপের এক উত্তেজনাকর লড়াইয়ে ইন্টার মায়ামি রবিবার (৩ আগস্ট) ঘরের মাঠে মেক্সিকোর ক্লাব নেকাসার বিপক্ষে জয়ের স্বাদ পেল টাইব্রেকারে। ম্যাচ শেষে স্কোরলাইন ৫-৪, কিন্তু তার চেয়েও বড় ঘটনা প্রথমার্ধেই ইনজুরিতে মাঠ ছাড়েন লিওনেল মেসি।

ম্যাচের মাত্র ৭ মিনিটেই প্রতিপক্ষের বক্সে চমৎকার এক ড্রিবলে ঢোকার চেষ্টা করেন মেসি। কিন্তু নেকাসার রক্ষণভাগের কড়া চ্যালেঞ্জে পড়ে যান। কিছুটা অস্বস্তি নিয়েই উঠে দাঁড়ানোর চেষ্টা করলেও খেলায় ফিরতে পারেননি। ১১ মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন তরুণ ফেদেরিকো রেদোনদো। মেসির চোট গুরুতর না হলেও, তার মাঠ ছাড়ার দৃশ্য যেন কাঁপিয়ে দিয়েছিল স্টেডিয়ামের আবেগ।

মেসির মাঠ ছাড়ার এক মিনিট পরেই ডি পলের পাস থেকে গোল করেন তেলাস্কো সেগোভিয়া, এগিয়ে যায় মায়ামি। কিন্তু ১৭ মিনিটেই বড় ধাক্কা লাল কার্ড দেখে মাঠ ছাড়েন মায়ামির ডিফেন্ডার ম্যাক্সিমিলিয়ানো ফ্যালকন। দশজনের সুবিধা কাজে লাগিয়ে ৩৩ মিনিটে নেকাসাকে সমতায় ফেরান থমাস বাদালোনি।

আরো পড়ুন:

ভারত সফরে ধোনি-কোহলিদের সঙ্গে ক্রিকেট খেলবেন মেসি

মেসির জাদুতে জয়ে ফিরল ইন্টার মায়ামি, ডি পলের অভিষেকে উচ্ছ্বাস

দ্বিতীয়ার্ধে ৬০ মিনিটে নেকাসার ক্রিশ্চিয়ান ক্যালদেরনও লাল কার্ড দেখলে খেলাটি ১০ বনাম ১০ এ রূপ নেয়। এরপর ৮১ মিনিটে রিকার্দো মনরিয়ালের গোলে এগিয়ে যায় নেকাসা। ম্যাচ তখন মায়ামির নিয়ন্ত্রণের বাইরে। যখন সবাই ধরেই নিচ্ছিলেন, জয় বুঝি নেকাসার পকেটে, তখনই নাটকীয় প্রত্যাবর্তন ঘটান স্প্যানিশ তারকা জর্দি আলবা। যোগ করা সময়ের প্রথম মিনিটেই ডি পলের দ্বিতীয় অ্যাসিস্ট থেকে গোল করে ম্যাচ ২-২ সমতায় ফেরান তিনি।

এরপর ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে মায়ামির শ্যুটাররা সবাই সফল হন। নেকাসার হয়ে বাদালোনি একমাত্র মিসটি করায় ৫-৪ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে মেসিহীন মায়ামি। আগের ম্যাচে আটলাসের বিপক্ষে ২-১ ব্যবধানে জেতায় দুই ম্যাচে এখন মায়ামির সংগ্রহ ৫ পয়েন্ট।

ম্যাচ শেষে ইন্টার মায়ামির কোচ জাভিয়ের মাসচেরানো মেসির চোট নিয়ে বলেন, “আমরা এখনই কিছু নিশ্চিত বলতে পারছি না। তবে ব্যথা নেই, এটা ভালো খবর। হালকা অস্বস্তি আছে মাত্র।”

ইন্টার মায়ামির পরবর্তী চ্যালেঞ্জ বৃহস্পতিবার, প্রতিপক্ষ মেক্সিকোরই আরেক ক্লাব পুমাস।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত নিবন্ধ

  • ইনজুরির শঙ্কা, উত্তেজনার ঝড়: শেষ হাসি হাসল মেসিহীন মায়ামি
  • ৮ গোলের থ্রিলার শেষে ব্রাজিলের টানা ৫ম কোপা আমেরিকা জয়
  • কক্সবাজার বিমানবন্দরের রানওয়েতে উড়োজাহাজের সঙ্গে কুকুরের ধাক্কা
  • সিরাজ–কৃষ্ণাতে ম্যাচে ফিরল ভারত
  • ওয়েস্ট ইন্ডিজকে আবারও হতাশায় ডুবিয়ে এগিয়ে গেল পাকিস্তান
  • জুলাই অভ্যুত্থানের সময় ভিপিএনও বন্ধ করে দেওয়া হয়েছিল
  • রূপ নয়, সাহস দিয়ে জয় করা এক নায়িকা
  • টানা দুই জয়ের পর এবার হার বাংলাদেশের যুবাদের
  • ভারতের অর্থনীতি মৃত, ট্রাম্প ঠিকই বলেছেন: রাহুল