গুগলের কর্মীদের এআই ব্যবহারের ওপর জোর দেওয়ার আহ্বান সুন্দর পিচাইয়ের
Published: 4th, August 2025 GMT
কর্মীদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি আরও কার্যকরভাবে ব্যবহারের আহ্বান জানিয়েছেন গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সুন্দর পিচাই। সম্প্রতি গুগলের অভ্যন্তরীণ এক বৈঠকে তিনি জানান, প্রতিষ্ঠান এখন যে ধরনের বড় বিনিয়োগকালের মধ্য দিয়ে যাচ্ছে, তাতে জনবল বাড়ানোর বদলে এআই প্রযুক্তিকে কেন্দ্র করে উৎপাদনশীলতা বাড়ানোই হওয়া উচিত মূল কৌশল। এ মুহূর্তে এআই প্রযুক্তিকে ঘিরে গুগলের যাত্রা ঠিক পথে আছে।
বৈঠকে সুন্দর পিচাই বলেন, ‘যখন কোনো প্রতিষ্ঠান বড় বিনিয়োগের মধ্য দিয়ে যায়, তখন সাধারণত জনবল বাড়ানো হয়। কিন্তু এআইনির্ভর এই পরিবর্তনের সময় আমাদের আরও দক্ষ ও উৎপাদনক্ষম হতে হবে। আমরা এখন অনেক বড় বিনিয়োগের পথে হাঁটছি। এই বিনিয়োগ যেন যথাযথভাবে কাজে লাগে, সে জন্য আমাদের সম্পদ ব্যবহারে হতে হবে মিতব্যয়ী। আমি চাই, আমরা যেন আরও কার্যকর ও কৌশলগত উপায়ে কাজ করতে পারি।’
বৈঠকে গুগলের কোর ডেভেলপমেন্ট ও পণ্য ব্যবস্থাপনা বিভাগের ভাইস প্রেসিডেন্ট ব্রায়ান সালুজ্জো বলেন, ‘প্রতিষ্ঠানের সফটওয়্যার প্রকৌশলীদের জন্য একাধিক এআই টুল তৈরি করা হয়েছে, যেগুলোর মাধ্যমে গুগলের সব কর্মীই এআই প্রযুক্তি আরও ভালোভাবে ব্যবহার করতে পারবেন। আমরা এআইকে আরও দ্রুত কোডিং কার্যপ্রবাহে যুক্ত করতে চাই। আমাদের লক্ষ্য, প্রকৌশলীরা যেন অনেক দ্রুত কাজ শেষ করতে পারেন এবং এতে সামগ্রিকভাবে গুগলের উৎপাদনশীলতা বাড়ে।’
সম্প্রতি গুগলের মূল কোম্পানি অ্যালফাবেটের ত্রৈমাসিক আয়ের তথ্য প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়, ২০২৫ সালে প্রতিষ্ঠানটি মূলধনী ব্যয় বাড়িয়ে ৮৫ বিলিয়ন ডলারে উন্নীত করার পরিকল্পনা করছে। এর আগে এই ব্যয় ধরা হয়েছিল ৭৫ বিলিয়ন ডলার। সুন্দর পিচাইয়ের ভাষ্যমতে, এআইকে ঘিরে যে নতুন বিনিয়োগ ও প্রযুক্তিগত রূপান্তর শুরু হয়েছে, তার মাধ্যমে গুগল আরও টেকসই ও কর্মক্ষম প্রতিষ্ঠানে রূপ নেবে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: স ন দর প চ ই ব যবহ র গ গল র
এছাড়াও পড়ুন:
পাট গবেষণা ইনস্টিটিউটে নিয়োগ, পদে ৫৪টি
বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। রাজস্ব খাতভুক্ত শূন্য পদে জনবল নিয়োগের জন্য প্রকাশিত বিজ্ঞপ্তিটি পুনর্নিয়োগের বিজ্ঞপ্তি। এ বিজ্ঞপ্তির মাধ্যমে মোট ৫৪ জনকে নিয়োগ দেওয়া হবে। প্রকৃত বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে আবেদন আহ্বান করেছে বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট।
পদের নাম ও পদসংখ্যা—১. উপসহকারী প্রকৌশলী (মেশিন ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট সেকশন)
পদসংখ্যা: ১
বেতন স্কেল: ১৬,০০০–৩৮,৬৪০ টাকা
২. সহকারী লাইব্রেরিয়ান
পদসংখ্যা: ১
বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা
৩. বৈজ্ঞানিক সহকারী
পদসংখ্যা: ৫
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা
আরও পড়ুনএ সপ্তাহের সেরা সরকারি চাকরির বিজ্ঞপ্তি, মোট পদ ১৬৯৫০১ আগস্ট ২০২৫৪. জুনিয়র মাঠ সহকারী
পদসংখ্যা: ১২
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা
৫. উচ্চমান সহকারী
পদসংখ্যা: ৩
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা
৬. উচ্চমান সহকারী-কাম-ক্যাশিয়ার
পদসংখ্যা: ১
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা
৭. অডিটর:
পদসংখ্যা: ১
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা
৮. স্টোর কিপার
পদসংখ্যা: ১
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা
৯. সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ৩
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা
প্রতীকী ছবি: প্রথম আলো