আর্জেন্টিনা দলে ডাক পাওয়া ৬ ফুট ২ ইঞ্চি উচ্চতার কে এই লোপেজ
Published: 19th, August 2025 GMT
আর্জেন্টিনা দলের সঙ্গে লোপেজ নামটা শুনলে কেউ কেউ একটু পেছনে ফিরে যান। ১৯৯৫ থেকে ২০০৩ পর্যন্ত আর্জেন্টিনা জাতীয় দলে এক লোপেজ খেলেছিলেন। আর্জেন্টাইন ফুটবলে ‘পিওহো’ (উকুন) নামে পরিচিতি পাওয়া সেই খেলোয়াড়টি ক্লদিও লোপেজ। ১৯৯৮ ও ২০০২ বিশ্বকাপে খেলা লোপেজকে গতকাল মনে করিয়ে দিয়েছেন আরেক লোপেজ।
আরও পড়ুনবিশ্বকাপ বাছাই: আর্জেন্টিনার প্রাথমিক স্কোয়াডে আছেন যাঁরা১৭ ঘণ্টা আগেসেপ্টেম্বরে বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের শেষ দুটি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। এ দুটি ম্যাচের জন্য গতকাল ৩১ জনের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। নতুন মুখ হিসেবে স্কালোনির এই স্কোয়াডে ডাক পেয়েছেন ৬ ফুট ২ ইঞ্চি উচ্চতার হোসে ম্যানুয়েল লোপেজ। সেই ক্লদিও লোপেজের মতো এই লোপেজও আক্রমণভাগের খেলোয়াড়। ব্রাজিলের ক্লাব পালমেইরাসের এই ফরোয়ার্ড আর্জেন্টাইন ফুটবলে ‘ফ্লাকো’ (একহারা) নামে পরিচিত। আর্জেন্টাইন সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, সেপ্টেম্বরের ম্যাচ দুটির জন্য স্কালোনির চূড়ান্ত স্কোয়াডে ২৪ বছর বয়সী এই ফরোয়ার্ডের থাকার সম্ভাবনাই বেশি।
লোপেজের জন্ম ২০০০ সালে সান লরেঞ্জোর করিয়েন্তেস শহরে। সান লরেঞ্জো থেকে শহরটি ৭৫ কিলোমিটার দূরে অবস্থিত। মাত্র ৭ বছর বয়সে সেখানকার ক্লাব এল প্রোগ্রেসোয় খেলা শুরু করেন লোপেজ। ছয় মাস পর যোগ দেন বোকা জুনিয়র্সের বয়সভিত্তিক দলে। ২০১০ সালে ৯ বছর বয়সে তাঁর নতুন ঠিকানা হয় ইন্দিপেনদিয়েন্তে। সেখানে বয়সভিত্তিক দলে খেলার সময় মূল দলের সঙ্গে অনুশীলনের সুযোগও পেয়েছেন লোপেজ। তখন মারাত্মক এক চোটে তাঁর ফুটবল ক্যারিয়ারই শেষ হয়ে যাওয়ার শঙ্কা ছিল। লোপেজ এ নিয়ে একবার বলেছিলেন, ‘সমস্যাটির কারণে ফুটবল থেকে প্রায় ছিটকেই গিয়েছিলাম। চোটটা পিঠে, হাড়ের সেই চোটে প্রায় হাঁটতেই পারতাম না। বিরতি নিতে হয়েছিল।’
আরও পড়ুনআর্জেন্টিনার সর্বকালের সেরা পাঁচ ফুটবলার বেছে নিলেন দি মারিয়া১৯ ঘণ্টা আগেইন্দিপেনদিয়েন্তেতে লোপেজের সময়টা শেষ পর্যন্ত ভালো কাটেনি। ২০১৬ সালে তাঁর বয়স যখন ১৬ বছর, ইন্দিপেনদিয়েন্তে তাঁর প্রতি আর আগ্রহ না দেখানোয় খুঁজতে হয় নতুন ক্লাব। শেষ পর্যন্ত ক্যারিয়ার বাঁচাতে প্লাতেনস অ্যামেচার লিগে নাম লেখান।
পালমেইরাসে নজর কেড়েছেন লোপেজ.উৎস: Prothomalo
কীওয়ার্ড: আর জ ন ট ন ফ টবল র বয়স
এছাড়াও পড়ুন:
আফগানিস্তানে মধ্যরাতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত
আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় হিন্দুকুশ অঞ্চলে ৬ দশমিক ৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্র ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে। দুই মাস আগেই দেশটিতে এক ভূমিকম্পে কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছিল।
ইউএসজিএস জানায়, রোববার দিবাগত রাতে আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে মাজার-ই-শরিফ শহরের কাছে খোলম এলাকায় ভূমিকম্পটি আঘাত হানে। স্থানীয় সময় রাত ১২টা ৫৯ মিনিটে আঘাত হানা এই ভূমিকম্পের গভীরতা প্রথমে ১০ কিলোমিটার বলা হয়। পরে তা সংশোধন করে গভীরতা ২৮ কিলোমিটার বলে জানায় সংস্থাটি।
আফগানিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, হতাহত ও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।
উল্লেখ্য, গত ৩১ আগস্ট আফগানিস্তানের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্পটি আঘাত হেনেছিল। দেশটির পূর্বাঞ্চলে আঘাত হানা রিখটার স্কেলে ৬ মাত্রার ওই ভূমিকম্পে ২ হাজার ২০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারান।
আরও পড়ুনআফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২২০৫, খোলা আকাশের নিচে মানুষ০৫ সেপ্টেম্বর ২০২৫আফগানিস্তানে প্রায়শই ভূমিকম্প আঘাত হানে। বিশেষ করে হিন্দুকুশ পর্বতমালা বরাবর, যেখানে ইউরেশীয় এবং ভারতীয় টেকটোনিক প্লেটগুলো মিলিত হয়েছে।
ব্রিটিশ ভূতাত্ত্বিক জরিপ সংস্থার ভূমিকম্পবিদ ব্রায়ান ব্যাপটির দেওয়া তথ্য মতে, ১৯০০ সাল থেকে উত্তর-পূর্ব আফগানিস্তানে রিখটার স্কেলে ৭ মাত্রার বেশি ১২টি ভূমিকম্প আঘাত হেনেছে।
আরও পড়ুন৩৫ বছরে আফগানিস্তানে ভয়াবহ যত ভূমিকম্প আঘাত হেনেছে০১ সেপ্টেম্বর ২০২৫